VoiceofAkhaura.com

VoiceofAkhaura.com ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সকল খবরসহ দেশ-বিদেশের খবর পেতে পেজটি লাইক করুন। সারা বিশ্বের সকল খবর মূহুর্তের মধ্যে পেতে আমাদের পেইজে লাইক করুন।।

সবাইকে শেয়ার করার অনুরোধ রইল/ এই ছেলেটি নাম মোঃ রাকিব মিয়া, পিতা মোঃ শাহাদাত মিয়া। গ্ৰাম রামধননগর, পোস্ট: আজম পুর,  থ...
06/02/2023

সবাইকে শেয়ার করার অনুরোধ রইল/ এই ছেলেটি নাম মোঃ রাকিব মিয়া, পিতা মোঃ শাহাদাত মিয়া। গ্ৰাম রামধননগর, পোস্ট: আজম পুর, থানা ও উপজেলা, আখাউড়া। জেলা ব্রাহ্মণবাড়িয়া। গত ০৩/২/২০২৩, রোজ শুক্রবার ‌বিকাল বেলা হারিয়ে গেছে। ছেলেটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। যদি কেউ তার সন্ধান পান ,‌‌ তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন।০১৭৪৯৬৩০৭৫৭

আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া।প্রেস রিলিজ:১২/০১/২০২৩ খ্রি: আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান।আখাউড়া থানা পুলিশের অভিযানে গত...
12/01/2023

আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া।
প্রেস রিলিজ:
১২/০১/২০২৩ খ্রি: আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান।

আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চোর চক্রের ০৩ জন গরু চোর গ্রেফতার ও চোরাইকৃত ০৭টি গরু এবং চোরাই কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে চোরাই যাওয়া ০৭টি গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ এবং চোর চক্রের ০৩ জন গরু চোরকে গ্রেফতার করা হয়। এসআই (নিরস্ত্র) আবু ছালেক ও সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন ও ফোর্সের সহায়তায় ০১টি টিম আখাউড়া থানাধীন খরমপুর বাইপাস এলাকা হইতে ১। মোঃ ফয়সাল আহমেদ প্রকাশ কিবরিয়া(২৫), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-মধ্যপাড়া(জুবলী রোড, বাসা নং-৭৫), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। রবিন(২৪), পিতা-মান্নান মিয়া, মাতা-মিনা বেগম, সাং-নুরপুর পশ্চিমপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ০৩ (তিন) টি চোরাই যাওয়া গরু, চোরাই কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের তথ্য দেওয়া মতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকা হইতে ৩। মোঃ খালেক(২১), পিতা-মৃত শাহজাহান মিয়া, মাতা-সাহেরা বেগম, সাং-সুলতানপুর মধ্যপাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে থাকা বিভিন্ন স্থান চুরি করা আরো ০৪ (চার) টি গরু উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, মামলার বাদী মোঃ মনির উদ্দিন ভূইয়া(৫৪), পিতা-মৃত রোস্তম আলী ভূইয়া, মাতা-মৃত ছালেহা খাতুন, সাং-আখাউড়া মসজিদপাড়া, আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া জানান যে গত ১১/০১/২০২৩ইং রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বাদীর বসত বাড়ী আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, মসজিদপাড়া সাকিনে বাদীর বসত বাড়ির টিনসেড বিশিষ্ট গোয়াল ঘর হইতে ০৩ (তিন) টি গরু চুরি হওয়ার দায়ে থানায় অভিযোগ দায়ের করিলে আখাউড়া থানার মামলা নং- ১৭, তাং-১১/০১/২০২৩, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আসামী রবিন এর বিরুদ্ধে ০৪ টি চুরি মামলা, ০১ টি মাদক মামলা সহ মোট ০৫ মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

© Akhaura Thana

আখাউড়া মুক্ত দিবস আজ।।
06/12/2022

আখাউড়া মুক্ত দিবস আজ।।

ব্রাহ্মণবাড়িয়ায়...
06/12/2022

ব্রাহ্মণবাড়িয়ায়...

Address

Brahmanbaria
Chittagong
3450

Telephone

+8801787779469

Website

Alerts

Be the first to know and let us send you an email when VoiceofAkhaura.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VoiceofAkhaura.com:

Share