Aysha Shiddke

Aysha Shiddke Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aysha Shiddke, Digital creator, Khagrachhari, Chittagong.

05/04/2024

“চিনোস আমারে” বলে বিগত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর।

গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও। অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল কু*কু*র হেঁটে যায়।

খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না।

ভুলে যায় মানুষ তার অতীত, ভুলে যায় ভবিষ্যত। এটাই নিয়ম। তারপর ও মানুষের কতো ক্ষমতার দাপট? মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।

একদিন আমি মানুষ আমার অনেক নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল‌, নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ
দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ।‌
আমার দেহে শক্তি ছিল ছিল অনেক বল
জোর খাটিয়ে দেখিয়েছি কতো না কৌশল।।

كل نفس ذائقه الموت
- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.!
- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ
করতে হবে!

আল্লাহ্ সুবহানাহু তায়ালা আমাকে এবং
সবাই কে দ্বীনের সঠিক বুঝ দান করুক, আমিন ❤️

04/04/2024

আল্লাহর কিছু বান্দা রয়েছে যারা আল্লাহর সাথে মনপ্রাণ খুলে কথা বলে। এরা আল্লাহর সাথে এক অদ্ভুত, অভাবনীয় সুন্দর রিলেশন রক্ষা করে নিজেদের আবদারগুলো তুলে ধরে। ফলে কোনো কিছুই এদের বিচলিত করতে পারেনা।

যেমন, সেদিন শুনলাম একজন এভাবে দুয়া করছেন,
"হে আল্লাহ! আমি ছাড়া তোমার আরও অনেক বান্দা আছে। কিন্তু তুমি ছাড়া আমার তো আর কোনো রব নেই, চাওয়ার অন্য কোনো জায়গা নাই। তাই, তুমি আমাকে তাড়িয়ে দিয়োনা।"

অন্যজন দুয়া করছেন এভাবে, "হে আল্লাহ! তুমিই তো অভাবী ও প্রার্থনাকারীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে কিভাবে খালি হাতে ফিরিয়ে দিবে?"

অদ্ভুত লাগে আল্লাহর সাথে এদের রিলেশনের মাত্রা!
মনে হয়, এক বন্ধু অন্য বন্ধুর সাথে কথা বলছে।
আর মহান রবের ঘোষনা তো রয়েছেই,
"তিনি কতই না উত্তম বন্ধু, কতই না উত্তম সাহায্যকারী।"
(সূরা হাজ্জ:৭৮)

সুবহানাল্লাহ!
Cp

04/04/2024

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন!!

রাসূল (ﷺ) বলেন, ❝আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।❞

[আবু দাউদঃ ৫১৫]

03/04/2024

নামাজের মধ্যে ফিজিক্যালি উইক এবং সবচেয়ে নড়বড়ে অবস্থাটা হচ্ছে "রুকু"। রুকুরত অবস্থায় কেউ যদি নামাজীকে হালকা করেও একটা ধাক্কা দেয়, সে ধপাস করে মাটিতে পড়ে যাবে। চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নামাজে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি, তখন বলি "আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী!" আবার, আমরা যখন নামাজের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকি, তখন আল্লাহকে বলি যে, "আল্লাহ আপনি সবচেয়ে উঁচু!" সুবহানাল্লাহ!

জাস্ট এই কনসেপ্টটা আমাদের নামাজকে অন্য আরেক ডাইমেনশানে নিয়ে যায়! নামাজ পড়তে পড়তে যেখানেই মন চলে যাক না কেন, রুকু আর সিজদাহ দেওয়ার সময় মনে পড়ে যায় যে, "আল্লাহ সবচেয়ে শক্তিধর এবং আল্লাহ সর্বোচ্চ!" 💜

~সংগৃহীত

02/04/2024

আয়েশা (রাঃ) যখন রাসূল (সঃ) কে জিজ্ঞেস করলেন, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমরা কি দোয়া করব?

রাসূল (সঃ) বললেন :-

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি"

অর্থ: হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।

আমাদের সকল ইবাদাতের মূল লক্ষ্য হলো আল্লাহর ক্ষমা লাভ করা। আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখিরাতের আর কিছুই লাগবে না।

তাই রাসূল (সঃ) এই দোয়াটা মহীমান্বিত এই রাতে বেশি বেশি পড়তে বলেছেন।

আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুক...

আমিন।

31/03/2024

লাইলাতুল ক্বদর বা শবে ক্বদর। রমজানের শেষ দশকের একটি রাত। যে রাতের মর্যাদা ঘোষণায় বলা হয়েছে যে, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। যে কেউ এ রাতে একটি আমল করবে তা হাজার মাসের আমল হিসেবে পরিগণিত হবে।

শবে ক্বদর নিয়ে আমাদের একটি ভুল ধারণা ২৭ শে রমজানের রাতে আমরা শবে ক্বদরের রাত হিসেবে অনেক নফল ইবাদত করে থাকি। অথচ হাদিসে দেখুন নবীজি ﷺ বলেছেন
রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে।

সেই প্রেক্ষিতে মুসলিম উম্মাহর উচিত, রমজানের শেষ দশকের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখ রাতে লাইলাতুল কদর তালাশ করা। অর্থাৎ ২০,২২,২৪,২৬,২৮ এই দিনগুলোর রমজানের রাতে নফল ইবাদত করবেন। এই রাতগুলোতে কষ্ট হলে ও জেগে থেকে ইবাদত বাড়িয়ে করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এর মাঝে ক্বদরের রাত পেয়ে যাবেন। যদি শেষ দশটি দিনই কোমড় বেঁধে লেগে যান তাহলে আরও ভালো।

এই রাতে কি কি ইবাদত করবেন বা কি আমল করা যায়ঃ-
১) কুরআন তিলাওয়াত করাঃ আপনার সাধ্য অনুযায়ী যতটুকু তিলাওয়াত করতে পারেন।

২) নফল নামাযঃ নফল নামায আদায় করুন। আপনার সাধ্য অনুযায়ী।

৩) ইস্তেগফার ও দরুদপাঠঃ বেশি বেশি ইস্তেগফার ও দরুদপাঠ করুন। দরুদে ইব্রাহীম না হয় ছোট কোন দরুদ পাঠ করুন।

৪) যিকির করাঃ যিকিরগুলো সম্পর্কে আমরা অনেকে অবগত। তাই যিকিরগুলো আপনার সাধ্য অনুযায়ী করুন।

৫) দু'আ করাঃ দু'আ কবুলের একটি বিশেষ রাত। হৃদয় উজার করে আপনার রবের কাছে যা চাওয়ার (অবশ্যই বৈধ চাওয়া) চেয়ে নিন। দু'আয় সকল মুসলিম উম্মাহ ভাই বোন মাযলুম ভাই বোনদের স্মরণ করতে ভুলবেন না।

সেই সাথে অল্প হলেও সাদকার করুন, দৈনিন্দন আমলগুলো ও করতে ভুলবেন না।

লাইলাতুল ক্বদরের রাতটিকে চিনবেন কি করে? এই রাতটি চেনার কিছু আলামত হাদীসে পাওয়া যায়। তা নিন্মরুপঃ

(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।
[সহীহ ইবনু খুযাইমাহঃ ২১৯০, সহীহ বুখারীঃ ২০২১, সহীহ মুসলিমঃ ৭৬২]

শবে ক্বদরের দু'আঃ-
উম্মুল মুমিনীন আয়িশাহ (রদ্বিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ﷺ , আমি যদি জানতে কোন রাতটি লাইলাতুল ক্বদর তাহলে তখন কোন দুআ করবো? তখন তিনি বললেন, তুমি বলবেঃ

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থঃ “হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও।”

সুনানে তিরমিযী, হাঃ ৩৭৬০ ; সুনানে ইবন মাজাহ, হাঃ ৩৬৫০। হাদীসটি সহীহ।
এই দু'আটি বেশি বেশি পড়বেন।

এই শেষ দশটি দিনের অর্জন যাতে আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন যেন হয়।

Cp

26/03/2024

নিঃসঙ্গতাকে ভয় পাও কেনো বোকা? ভয় তো পাওয়া উচিৎ লোকসমাগমকে। কারণ আজ যারা আছে কাল তারা থাকবে কি-না তার কোনো গ্যারান্টিই নেই।

মনে করে দেখো তো, প্রাইমারিতে পড়াকালীন তোমার সবচেয়ে প্রিয় বন্ধুটার চেহারা কেমন ছিলো? অতোটা স্পষ্ট মনে নেই তাই-না! আচ্ছা বাদ দাও, হাইস্কুলের প্রিয় বন্ধুটার সাথে কি আজও যোগাযোগ আছে? কারো কারো থাকলেও অনেকেরই যোগাযোগ নেই।

বন্ধুদের কথা না-হয় বাদই দিলাম। মনে করে দেখো তো সেই মানুষটার কথা যেই মানুষটাকে প্রথমবারের মতো খুব করে ভালোবেসে ছিলে, যাকে যারা বাঁচা অসম্ভব মনে হয়েছিল। অথচ আজ বছরের পর বছর কেটে যাচ্ছে তোমার সাথে তার কোনো যোগাযোগও নেই।

সম্পর্কগুলো সময়ের পরিক্রমায় বদলে যায়, মানুষেরাও ঋতুদের মতো পরিবর্তন হতে থাকে।
কাল যারা সাথে ছিলো তাদের কেউ আজ পাশে নেই, আবার আজ যারা পাশে আছে তারা আগামীকাল থাকবে না সাথে, এটা রূঢ় শোনালেও এটাই বাস্তব।

যাদের পাশে মানুষ থাকে তাদের না হারানোর ভয় থাকে, তোমার যদি মানুষই না থাকে তাহলে আর তোমার হারানোর ভয় কিসের বলো! দিনশেষে সবাই ছেড়ে গেলেও একাকীত্ব তো আর তোমায় ছেড়ে যাবে না। তুমি অন্যদের মতো হারানোর ভয়ে ভীত না থেকে নিজের মতো নিশ্চিন্তে দিন কাটাতে পারো।

লেখাঃরুসমিতা বিনতে মেহেদী

30/12/2023

বিয়ের শপিংয়ে যাচ্ছেন?
আপনি ছেলের বোন? ভাই? ভাবি? মা? বাবা?
তাহলে প্লিজ দয়া করে মেয়েটাকে সাথে নিয়ে যান, বা জিজ্ঞেস করে যান যে সারাজীবন ধরে মেয়েটা নিজের বিয়ে নিয়ে কি কি স্বপ্ন দেখেছে! দয়া করে নিজেদের পছন্দের শাড়ি বা গয়না মেয়েটার একান্তই নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাতে চাপিয়ে দিবেন না!
৯৫% মেয়েই সারাজীবন একটু একটু করে হলেও চিন্তা করে রাখে, "আমার বিয়েতে এভাবে সাজবো, ওভাবে সাজাবো"
প্লিজ দোহাই লাগে, নিজের বিয়েতে ওকে সবচেয়ে খুশি থাকতে দিন, ওর মনের আশাটাই সেদিন সবচেয়ে বড়। হয়তো ওর পছন্দের শাড়ি, গয়না বা সাজ আপনার পছন্দ হবেনা, কিন্তু সারাজীবন নিজের বিয়ের কথা মনে করে ওর মনে যে একটা সুখ কাজ করবে সেটা অতুলনীয়। সারাজীবন নিজেদের পছন্দের জিনিস তাকে কিনে দিতে পারবেন, কিন্তু তার বিয়ের দিন আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেননা।
দয়া করে মেয়েটার একটা স্পেশাল দিনের স্বপ্ন ভেংগে সারাজীবন মেয়েটার আফসোসের কারণ হবেননা।

এই সামান্য বিষয়টা কারো মাথায় থাকেনা। আমার বিয়ের কথা মনে পড়লে ভালো স্মৃতির চেয়ে এসব কষ্ট গুলোই মনে আসে বেশি। সারাজীবন এই আফসোস থাকবে আমার।

🌸🖤

12/12/2023

" কাকে সুন্দর লাগছে সেটা বিষয় না, কাকে মায়া হয় সেটাই বিষয়। কার জন্য ক্লান্তি হয় না সেটাই বিষয়। "

যার হাত ধরে এক বিকেল খালি পেটে থাকা যায়, সে হাত ধুইতে গেলেও হাতটা ধরে বসতে হয়। যত্ন করতে হয়। যাকে দেখলে মায়া হয়, তাকে দেখে দেখে রাখতে হয়। খেলনা পাতি দিয়ে বুঝায় শুনায় রাখতে হয়। যে সাথে থাকলে লাভ হয় তাকে লস করে কেমনে?

পৃথিবীর এনসাক্লোপিডিয়া বলে, যার জন্য হাসি হয়, খুশী হয়, শরীরটা ভালো লাগে, তাকে আদর করে রাখতে হয়। সে ভয় পাইলে তাকে বুঝাইতে হয়, তুমি তার জন্য সেফ। মানুষ একটুখানি সেইফিটির জন্য বাঁচে। একটা পান্ডার মতো বাচে, সে ঝুলে ঝুলে পড়বে আর তুমি তাকে খপ ধরে ফেলবা। এইতো।

🖤🥀😇

26/11/2023

🖤🥀😇

Address

Khagrachhari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Shiddke posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aysha Shiddke:

Share