25/10/2025
এই কেক টা🎂ছিলো সেমিটল কেক কিন্তু ছবি তোলার এঙ্গেল এর জন্য কিন্তু বুঝা যাচ্ছে না ।😔
ঠিক এভাবেই আপনারা অনেকে কেক অর্ডার দিয়েই বানানোর পর ছবি দিতে বলেন, তখন একেক এঙ্গেল এর ছবি একেক রকম আসে দেখেই ভেবে নেন সেম হয়নাই । পরে হাতে পেয়ে দেখেন ঠিক একরকম এ আছে দেখতে ।🙂
তাই যেগুলো আমি ১০০% সেম পারব সত্ত্বেও সেগুলো বলি যে ৮০%/৯০% হবে।
আর এমনিতেও কেক যেহেতু সবাই হাতে ডেকোরেট করে, তাই কেউ ই কোনও ডিজাইন হুবুহু সেম বানাতে পারে না, এমনকি নিজের বানানো ডিজাইন ও ❤️ |