Anamika Dhar

Anamika Dhar Hii.I'm Anamika Dhar.I'm a digital marketer.

❤❤
28/01/2025

❤❤

“একটি ছোট পদক্ষেপ আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে!”

আপনার জীবনের গল্প কি এমন?
• বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, কিন্তু এখনো চাকরি খুঁজছেন।
• ফ্রিল্যান্সিং শুরু করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না।
• ইংরেজিতে কথা বলার সময় ভয় কাজ করে।
• কম্পিউটারের বেসিক ধারণা ছাড়াই আপনি আধুনিক জব মার্কেটে নিজেকে পিছিয়ে পড়া মনে করছেন।
• লাইফে কিছু করার ইচ্ছা থাকলেও সঠিক গাইডলাইন পাচ্ছেন না।

আপনার গল্প আমাদের পরিচিত। হাজারো শিক্ষিত যুবক-যুবতীর কাছ থেকে প্রতিদিন আমরা এই কথাগুলোই শুনি। তবে আমরা বলি, “সমস্যা থাকলে সমাধানও আছে।”

কেন লুমিনাস আইটি?

লুমিনাস আইটি শুধু একটি ট্রেনিং ইনস্টিটিউট নয়। এটি আপনার ক্যারিয়ার এবং আত্মবিশ্বাস গড়ার একটি পথ।
আমরা জানি, আপনি বিশেষ কিছু করতে চান। কিন্তু সঠিক স্কিল ছাড়া সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। এখানে আমরা সেই স্কিল গড়ে তোলার জন্য আছি।

লুমিনাস আইটি কীভাবে আপনার সমস্যা সমাধান করবে?

✅ বেকারত্ব থেকে মুক্তি:
“Freelancing with Digital Marketing” কোর্সের মাধ্যমে আপনি অনলাইন মার্কেটে প্রবেশের দরজা খুলে ফেলবেন। আমরা আপনাকে আপওয়ার্ক, ফাইভারসহ সব প্ল্যাটফর্মে কাজ পেতে গাইড করব।

✅ ইংরেজিতে কথা বলুন আত্মবিশ্বাসের সাথে:
“English for Communication” কোর্স আপনাকে শেখাবে কীভাবে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে হয়। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে মিটিং—আপনার ভয় কেটে যাবে।

✅ প্রযুক্তির জগতে আত্মবিশ্বাসী হন:
“Computer & Internet Basics” কোর্স আপনাকে শেখাবে কম্পিউটার চালানো, ইন্টারনেটের পেশাদার ব্যবহার, এবং জব মার্কেটে প্রয়োজনীয় টেক স্কিল।

✅ লাইফটাইম সাপোর্ট:
আমরা শুধু ক্লাস করিয়ে দিই না। আমরা পাশে থাকি।
• লাইফটাইম ২৪/১৮ সাপোর্ট।
• প্রতিটি সপ্তাহে ২টি সাপোর্ট ক্লাস।
আপনার যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমাদের দরজা সবসময় খোলা।

লুমিনাস আইটির বিশেষ সুবিধাসমূহ:

🌟 অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা।
🌟 অভিজ্ঞ প্রশিক্ষক ও সহজবোধ্য টিচিং স্টাইল।
🌟 একবার শিখুন, আজীবন উপকৃত হোন।
🌟 স্কিলের মাধ্যমে ক্যারিয়ার গড়ার পুরো দিকনির্দেশনা।

আমাদের কোর্সসমূহ:

📚 Freelancing with Digital Marketing
📚 English for Communication
📚 Computer & Internet Basics

ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ করুন।

আপনি বেকার থাকাটা দোষের নয়। কিন্তু দক্ষতা ছাড়া থাকা আপনার স্বপ্নকেই পিছিয়ে দিচ্ছে।
এখনই সিদ্ধান্ত নিন। লুমিনাস আইটি আপনার হাত ধরে এগিয়ে যাবে।

📢 ভর্তি শুরু হয়েছে। আজই যুক্ত হন। ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু করুন!

28/01/2025

নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্রিল্যান্সিং একটি চমৎকার মাধ্যম হতে পারে। এখানে কিছু সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেওয়া হলো:
1: স্কিল ডেভেলপ : যেকোনো পর্যায়ে থাকুন না কেন স্কিল ডেভেলপ করা জরুরী।
2. পোর্টফোলিও তৈরি: আপনার কাজগুলোর একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করুন। ক্লায়েন্টরা আপনার কাজের নমুনা দেখতে চায়। এ কারণে আপনার পূর্ববর্তী কাজগুলোকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন।
3. বিশ্বস্ততা ও সময়নিষ্ঠা: ক্লায়েন্টের সাথে নির্ভরযোগ্য এবং সময়মতো কাজ শেষ করার মানসিকতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী সফলতার জন্য ক্লায়েন্টদের আস্থা অর্জন করা প্রয়োজন।
4. ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি: Fiverr, Upwork, Freelancer এর মতো জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল খুলে কাজ শুরু করতে পারেন। ভালো রেটিং ও রিভিউ পেলে ভবিষ্যতে আরও বড় কাজের সুযোগ পাবেন।
5. নিজেকে মার্কেটিং করা: সোশ্যাল মিডিয়া এবং পেশাদার নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহার করে নিজের সেবা এবং দক্ষতাগুলো তুলে ধরুন। নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং আপনার কাজের প্রচার খুবই প্রয়োজন।








❤
26/01/2025

ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং—একটি সম্ভাবনাময় ক্যারিয়ার!
আজকের তরুণদের জন্য ফ্রিল্যান্সিং কেবল আয়ের উৎস নয়, বরং স্বাধীনভাবে কাজ করার একটি চমৎকার সুযোগ।🌐

আমাদের 'Freelancing with Digital Marketing' কোর্সে যোগ দিয়ে:
-- শিখুন অনলাইন মার্কেটপ্লেসে সাফল্যের কৌশল। 🚀
-- গড়ে তুলুন নিজের দক্ষতা ও ক্যারিয়ার।📈

✅ ব্যাচ: DM01A78
✅ ক্লাস শুরু: ২৬ জানুয়ারি

আপনার ভবিষ্যৎ এখনই শুরু হোক!
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন লুমিনাস আইটির পেইজে!

সাফল্যের গল্প লিখুন Luminous IT Institute-এর সঙ্গে!"

❤
25/01/2025

ডিজিটাল যুগের শক্তি হাতে নিয়ে, ফ্রিল্যান্সিং এখন ক্যারিয়ারের নতুন দিগন্ত!

লুমিনাস আইটির প্রশিক্ষণের মাধ্যমে অর্জন হলো সাফল্যের আরেকটি মাইলফলক। প্রতিভা আর পরিশ্রম মিলিয়ে যখন ইনকামের দরজা খুলে যায়, তখন সেলিব্রেশনের সময়! 🎉

অভিনন্দন হাসিবুল হাসান হাসিব 🌹💥

উপার্জন: $2,468 (প্রায় ৩ লক্ষ টাকা)💰
পদমর্যাদা: Fiverr-এ Level 1 Seller🏅

"

25/01/2025

ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার ভালো? বিষয়টি কি আদৌও এমন?আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের যেকোনো সেক্টর থেকে কাজ শিখে দক্ষ হন, তবে অবশ্যই আপনার ক্যারিয়ার ভালো হবে।ধরুন, আপনি ও আপনার বন্ধু ডিজিটাল মার্কেটিং শিখলেন। দুজনেই প্রচুর সময় দিয়েছেন। ওনি কাজ পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না।
এবার, আপনি বলবেন ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার নেই,, তবে আপনার বন্ধু বলবে মার্কেটিং এ ক্যারিয়ার আছে। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছেন।
তবে,আপনাকে লেগে থাকতে হবে। বলতে পারেন, এর শেষ দেখে ছাড়বো এমন ভাব নিয়ে।
সবাই শুরুতে সাকসেস পায় না,

# freelancing is_the_best_and_smart_work


কারো কারো সাকসেস পেতে বছর লেগে যায়।তবে মূল কথা হল যাই শিখেন না কেন, বাছাই করে শিখবেন। আগে নিজেকে দিয়ে যাচাই করে দেখবেন, সেই সেক্টরে আপনি একনিষ্ঠভাবে সময় দিতে পারবেন কিনা।
যদি উত্তর"হ্যাঁ"হয় তবে আপনার সেক্টর বাছাই সম্পন্ন।

Congratulations ❤️
17/03/2024

Congratulations ❤️

Freelancing 🥰.  মানেই শান্তির জায়গা।।🥰✨যেখানে নিজের ইচ্ছার উপর কেউ কোনো কাজ চাপিয়ে দিতে পারবে না 🙂। রিলাক্স মুড এই নিজ...
20/02/2024

Freelancing 🥰. মানেই শান্তির জায়গা।।🥰✨
যেখানে নিজের ইচ্ছার উপর কেউ কোনো কাজ চাপিয়ে দিতে পারবে না 🙂। রিলাক্স মুড এই নিজের কাজ সম্পন্ন করতে পারবেন।
শিক্ষার্থী ও গৃহিণী দের জন্য বেস্ট একটা জব । কোন রকম পেইন ছাড়া বাড়িতে বসে কাজ করতে পারবেন।
✨ তাছাড়া বেকারত্ব দূর করতে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, Freelancing এর অবদান অপরিসীম।। ☺️✨


Everyone ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি- বর্তমান পৃথিবীর জনপ্রিয় সকল পেশার মধ্যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং পেশা অন্যতম। ...
19/01/2024

Everyone
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি-
বর্তমান পৃথিবীর জনপ্রিয় সকল পেশার মধ্যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং পেশা অন্যতম। নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, তাদের মনে ফ্রিন্যান্সিং নিয়ে হাজার রকমের প্রশ্ন থাকে। এছাড়াও অনেকে বলে আমি যদি ফ্রিল্যান্সিং এর কাজ শিখি, তাহলে ভবিষ্যতে আমার ক্যারিয়ার কেমন হবে,ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি ইত্যাদি।

সহজ ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অনেক ভালো। বর্তমানে পৃথিবী তথ্য প্রযুক্তির উপর বেশি নির্ভর হচ্ছে। পৃথিবীর যত দিন তথ্য প্রযুক্তির উপর নির্ভর থাকবে, ততদিন ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অনেক ভালো থাকবে।
ফ্রিল্যান্সিং পেশা সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকে বলে ফ্রিল্যান্সিং এ আয়ের কোন নিশ্চয়তা নাই। এছাড়াও বলে ফ্রিল্যান্সিং পেশার ভবিষ্যৎ অন্ধকার। এরকম হাজারো নেতিবাচক ধারণা করে অনেক মানুষ। কিন্তু সত্যি বলতে ফ্রিল্যান্সিং এমন কোন খারাপ দিক নেই।

বিগত ১০ বছর আগে কিন্তু মানুষ এত ইন্টারনেটের উপর নির্ভরশীল ছিল না। কারণ ইন্টারনেট ছাড়াই তখন আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারতাম। কিন্তু বর্তমানে আমাদের নিত্য নতুন সকল কাজ অনলাইন এর মাধ্যমে হয়ে থাকে। বর্তমান একটা কোম্পানির সকল প্রোডাক্ট অনলাইনে কেনাবেচা করা হয়।
যাকে আমরা ই-কমার্স মনে থাকে। যতদিন যাবে এই ই-কমার্স ব্যবসা তত বেশি জনপ্রিয় হয়ে উঠবে। ই-কমার্স ব্যবসা পরিচালনা করার জন্য একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন। তাহলে আপনি ভাবুন একজন ডিজিটালের ভবিষ্যৎ কি রকম হবে।

যারা বলে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার। তারা হয়তো ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা নেই। পৃথিবীতে গত দশ বছর আগে ওয়েবসাইটের সংখ্যা খুবই কম ছিল। কিন্তু বর্তমানে গুগলে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। একটা ই-কমার্স কোম্পানি যখন যাত্রা শুরু করে তার প্রথম কাজ হলো ওয়েবসাইট তৈরি করা।

ফ্রিল্যান্সিং সেক্টরে যারা ওয়েবসাইট তৈরি করে তাদের ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। দিন যত যেতে থাকবে মানুষ তত বেশি ওয়েবসাইট তৈরি করবে। তাহলে একজন ওয়েব ডিজাইনের কাজ কি কখনো থেমে থাকবে। কখনোই ফ্রিল্যান্সিং এর কাজ থেমে থাকবে না।

𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐦𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 কী?বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। অল্প কথায় ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্র...
07/11/2023

𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐦𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 কী?
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। অল্প কথায় ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান ব্র্যান্ডের প্রচারণা বিজ্ঞাপন দেয়া।
𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐦𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 এর সেরা 𝟖 টি মাধ্যম:
১ঃএসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
২ঃএসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
৩ঃকনটেন্ট মার্কেটিং
৪ঃএসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৫ঃডিজিটাল ডিসপ্লে মার্কেটিং
৬ঃমোবাইল মার্কেটিং
৭ঃই -মেইল মার্কেটিং
৮ঃএফিলিয়েট মার্কেটিং
𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗺𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোনো পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পণ্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতখানি তা আপনি আামাদের উপরের আলোচনা পড়লেই বুঝতে পারায় বর্তমান বিশ্বে প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে আর এই সংখ্যা খুব দ্রুত গতির সাথে বেড়ে চলেছে। আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম।তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা তত বাড়বে।

Address

Barama, Chandanaish
Chittagong
4383

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamika Dhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share