amatullah hussain Erham

amatullah hussain Erham আসসালামু আলাইকুম �
বাবা-মার রাজপুত্র �

এত স্বাদ ক্যা😋😋শুভ সকাল
07/11/2024

এত স্বাদ ক্যা😋😋
শুভ সকাল

01/11/2024

ツমৃত্যুর চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি.. অথচ মৃতুই আমাদের ভবিষ্যৎ.!!😅💔

01/11/2024

সুখের যদি অকাল মৃত্যু হয় তাহলে দুঃখের কেনো এতো বয়স🥲🥹

01/11/2024

সবার জন্য সবসময় করে আসা মানুষ গুলো কী আসলেই সুখী হয় নাকি ঠকে যায় জায়গায় জায়গায়🙂🙂

01/11/2024

আজ সপ্নে দেখছি আমার বাবা মারা গিয়েছে।
ঘুমের মধ্যে কান্না করতে করতে ঘুম ভেঙ্গে গিয়েছে।
হটাৎ মনে পরলো আমার বাবা তো ১৪বছর আগেই মারা গিয়েছে।🙂😞

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/10/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/10/2024

তুমি যাকে অবহেলা করে দূরে সরিয়ে দিবে, অন্য কেউ তাকে ভালোবেসে আগলে রাখবে ❤️

27/10/2024

৭০+ বয়সে হাসিনা আবার ফেরার চিন্তা করে, ৮০+ বয়সে ইউনুস নতুন জীবনের আশা করে, আর এদিকে আমি ২৪ বছর রানিং বয়সে নিজেকে বুড়ী ভে'বে 🙂 মরে যাবো বাঁচব না,পোলাপানের কি হবে?ব্যাটা আবার বিয়ে করবে এটা ভেবে হতাশ হই।🙄

ভিডিও সুন্দর করতে যতবার ভিডিও করবেন ততবার  ক্যামেরার পিছন সাইট মুছে তারপর ভিডিও করবেন! আর সব সময় দিনের আলোতে ভিডিও করার...
27/10/2024

ভিডিও সুন্দর করতে যতবার ভিডিও করবেন ততবার ক্যামেরার পিছন সাইট মুছে তারপর ভিডিও করবেন! আর সব সময় দিনের আলোতে ভিডিও করার চেষ্টা করবেন তাহলে ভিডিও অনেক বেশি সুন্দর আসবে!

- আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি,  খোঁজ নিয়ে দেখেছি , সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব কিছু করেই দেখেছি...
27/10/2024

- আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি , সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব কিছু করেই দেখেছি, আর আমি বার বার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য, নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ংকর!❤️আমি হলাম অবহেলা পাওয়া মানুষ,তাই যে একটু মিষ্টি করে কথা বলে সুন্দর ব্যবহার করে আমার সাথে, তাকে আমি সব কিছু দিয়ে আগলে রাখার চেষ্টা করি আর সেটাই
আমার কষ্টের কারণ হয়ে যায়।😭😭

#আমাতুল্লাহ

26/10/2024

স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন,

যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা। ঠিক আছে। তাহলে কাগজ কলম নিয়ে আসো। লিখে দিচ্ছি।.. স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম। এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বৌ বাপের বাড়ি চলে গেল।
দশ দিন পার হল। স্বামীর মোবাইল মেসেজ মেসেজ ভরে ওঠতে লাগল। স্বামী নিরুত্তাপ। নিরুত্তর। পনেরতম দিন থেকে শুরু হল কল। কখনো পরিচিত (স্ত্রী শশুর শাশুড়ি শ্যালক শ্যালিকার) নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোন ফোনই রিসিভ করে না।.. শেষমেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে। ওগো.. লক্ষী.. সোনা.. আল্লাহর দোহাই.. তোমার মরা বাপের কসম সবই আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও? সরাসরি বলো। এত ন্যাকামি শুনতে চাই না।
স্ত্রী: ওগো, আমি তো বুঝতে পারিনি। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল!
স্বামী: তুমি ই তো বললে, পুরুষ হলে তালাক দাও।
স্ত্রী: তুমি পুরুষ। আমি তো মহিলা। আকল-বুদ্ধি কম।
স্বামী: আচ্ছা। ভেবে দেখি। এর আগে তোমাকে একটা কাজ করতে হবে
স্ত্রী : যা বলবে তাই করবো। তবুও..
স্বামী: এখন তো এগুলো বলবেই। এত ব্যস্ত হয়ো না। ভেবেচিন্তে কাজ করতে হবে। মাসআলা মাসায়েলের ব্যাপার আছে। আচ্ছা যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে?
স্ত্রী: হা। আছে।
স্বামী : ওটা খুলে দেখেছিলে?
স্ত্রী : না।
স্বামী: কী লিখেছিলাম, তাও তো মনে নেই। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শুনাও তো।.. স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করল,

'আসমান যদি নীচেও নেমে আসে তবুও তোমায় তালাক দিব না আমার প্রেয়সী!'....🖤

~°ভালোবাসা তো এমনি হওয়া উচিত °~❤️

🥰🥰🥰

Address

Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when amatullah hussain Erham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to amatullah hussain Erham:

Share