CSCN BATCH

CSCN BATCH I AM MAN OF WORD

08/11/2025
আগামী মাসের ১ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে  গ্রুপ ও শিডিউল ভিত্তিক সকল ক্লাস শুরু হবে,,,,
24/08/2025

আগামী মাসের ১ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে গ্রুপ ও শিডিউল ভিত্তিক সকল ক্লাস শুরু হবে,,,,

31/07/2025

শিক্ষার্থীদের কাছে এই ৪টি অ্যাপ্‌স থাকা উচিত

১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।

২. Buddytalk : ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্টনার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্টনার খুজে পাবেন।

৩. Moon+Reader :মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।

৪. Camscanner: বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখেন তাহলে কেমন হয়? এই অ্যাপটি আপনাকে যেকোনো ডকুমেন্ট স্কান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো।

২০১০ সালের পর আবারো শুরু হতে যাচ্ছে সি এস সি এন ব্যাচের  অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি ও ক্লাস কার্যক্রম। সকল শিক্ষ...
31/07/2025

২০১০ সালের পর আবারো শুরু হতে যাচ্ছে সি এস সি এন ব্যাচের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি ও ক্লাস কার্যক্রম। সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ রইল,,,,

Success=Self belief – “Believe in yourself before anyone else does.”⁠Upgrade – “Keep learning, keep evolving.”⁠Consisten...
28/07/2025

Success=
Self belief – “Believe in yourself before anyone else does.”
⁠Upgrade – “Keep learning, keep evolving.”
⁠Consistency – “Small steps every day lead to big results.”
⁠Courage – “Face challenges with boldness and vision.”
⁠Effort – “Success is earned through relentless effort.”
⁠Sacrifice – “Let go of comfort to rise above average.”
⁠Sustain – “Stay committed long after the excitement fades.”

FULL MEANING OF EDUCATION,,,
25/07/2025

FULL MEANING OF EDUCATION,,,

Full meaning of education,,,
25/07/2025

Full meaning of education,,,

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে,,,
25/07/2025

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে,,,

জীবনের দৌড় শেষ হয় নাজীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার ক...
20/07/2025

জীবনের দৌড় শেষ হয় না

জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।

আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।

আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই।

জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়।

কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে।

কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর।

তাহলে উপায় কী?

উপায় হলো নিজের লাইন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন।

কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া। ❤️

সংগৃহীত।

কলেজ ভর্তির আপডেট::::
19/07/2025

কলেজ ভর্তির আপডেট::::

Address


4335

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSCN BATCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share