MANIK

MANIK Welcome ❤️‍🩹💐

27/10/2025

আব্বু আমারে রাস্তায় দেখলে যেমনে Ignore করে এমনে তো আমার এক্স ও আমারে Ignore করে না!🙂

he need some fish!🐟
27/10/2025

he need some fish!🐟

25/10/2025

পরের generation এর morning class বলে কিচ্ছু থাকবে না, কারণ teacher নিজেই 10 টার সময় ঘুম থেকে উঠবে!🙂

25/10/2025

সিএনজিতে বা রিকশায় এক সঙ্গে কোনো আত্মীয় উঠলে খুব টেনশন কাজ করে, ভাড়াডা আমি দিমু নাকি উনি দিবেন!'🙂

25/10/2025

১৬/১৭ বছরের মেয়েরা বাড়িতে কি এমন মিছা কথা কয় যে বিএফ এর সাথে কক্সবাজার চলে যায়!🤔

22/10/2025

পৃথিবীতে কেউই পারফেক্ট না সবারই একটা না একটা খারাপ দিক আছে, যে যত বেশি ভালো সাজার নাটক করে সে তত বেশি বাটপার!🙂

22/10/2025

চেহারা ভালো না?

চেহারা ভালো না, ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না, টাকা পয়সা নাই- এসমস্ত মানবিক দূর্বলতার কারনে কত গুনাহ থেকে একজন মানুষ বেঁচে যায়, জানেন?

আমি কোনকালেই স্মার্ট ছিলাম না। আমি সুন্দর করে কথা বলতে পারিনা, উপস্থিত বুদ্ধি কম, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিতে ভালো নই।

এখন বুঝি, এসব গুণ না দিয়ে হয়তো আল্লাহ্ আমাকে বহু পাপ থেকে বাঁচিয়েছেন। যে ছেলেটি খুব ভালো গান করে তার পক্ষে আল্লাহ্ জন্য মিউজিক ছুঁড়ে ফেলা বড় কষ্টকর। যে ভালো অভিনয় পারে, তার গুণটি হয়তো কিয়ামতের দিন তার জন্য বিপর্যয়ের কারণ হবে। খুব ভালো গণিত পারা ছেলেটিকে দেখেছি দিনরাত গণিত নিয়ে পড়ে থেকে স্রষ্টাকেই ভুলে যেতে। যে গুণ, যে প্রতিভা আল্লাহ্ অবাধ্য হতে সাহায্য করে বিচার দিবসে তার ভার কি আমি বইতে পারতাম? কতই না ভাগ্যবান আমি।

অকৃতজ্ঞতা মানুষের স্বভাব। আল্লাহ্ কত মানুষকে কতকিছু না দিয়ে হিফাযত করেন, মানুষ বোঝেনা। সন্তুষ্ট হতে পারেনা। যে মেয়েটি কালো সে সুন্দরী মেয়েটিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। অথচ আল্লাহ্ তাকে ফর্সা করে বানালে দেখিয়ে বেড়ানোর ব্যাধি হয়তো তাকে পেয়ে বসত। সাময়িক বাহ্যিক রূপটি না দিয়ে কত গুনাহ থেকে আল্লাহ্ তাকে বাঁচিয়েছেন সে কি বুঝতে পারে?

আমি ধনী নই, এ নিয়ে যেন আমি দুঃখিত না হই। সম্পদের হিসাব দেওয়া কত কঠিন, ভাবতে পারি? আমি দরিদ্র নই, এর জন্য যেন কৃতজ্ঞতা থাকি আল্লাহ্র দরবারে। আমাকে আল্লাহ্ যেভাবে বানিয়েছেন, যেভাবে রেখেছেন তার অন্যথা হলে আমি ক্ষতিগ্রস্ত হতাম, এই বুঝটা মানুষের আসে না।

জাহান্নামের আগুন নেভাতে পারে এমন কোন রাসায়নিক বিশ্বজগতে নেই। আল্লাহ্ ভয়ে চোখের কোণে জমা হওয়া একফোঁটা অশ্রু সেই আগুন নেভাতে সক্ষম। আল্লাহ্র সামনে দাঁড়িয়ে কাঁদুন। জীবনে যত কষ্ট আছে সব তাঁর নিকট সমর্পণ করুন। হতাশা আর অভিযোগ নিয়ে নয়, কৃতজ্ঞতা নিয়ে। এই কষ্টগুলো যেভাবে আল্লাহ্র নিকটবর্তী করেছে, অন্য কিছু পারেনি। এসব আল্লাহ্র রহমত। আমরা বুঝতে পারিনা।

রাসায়নিক বিশ্বজগতে নেই। আল্লাহ্ ভয়ে চোখের কোণে জমা হওয়া একফোঁটা অশ্রু সেই আগুন নেভাতে সক্ষম। আল্লাহ্র সামনে দাঁড়িয়ে কাঁদুন। জীবনে যত কষ্ট আছে সব তাঁর নিকট সমর্পণ করুন। হতাশা আর অভিযোেগ নিয়ে নয়, কৃতজ্ঞতা নিয়ে। এই কষ্টগুলো যেভাবে আল্লাহ্র নিকটবর্তী করেছে, অন্য কিছু পারেনি। এসব আল্লাহ্র রহমত। আমরা বুঝতে পারিনা।

সূরা যারিয়াত অসম্ভব প্রিয় একটি সূরা। সেখানে আল্লাহ্ জান্নাতিদের বৈশিষ্ট্য বলেছেন "তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করত।"

আমরা কি কথাটার ভার বুঝতে পারি??

17/10/2025

🤧

17/10/2025

তাড়াতাড়ি ঘুমানোর জন্য ধমক দেওয়ার কেউ নাই তাই রাত জাগি।🙂

17/10/2025

তোমাকে পাওয়ার জন্য যতো জনকে ইগ্নোর করছি, তাদের অভিশ!পেই তোমাকে আর পাবো না!

17/10/2025

"দুপুরে কি দিয়া ভাত খাইছো" লাস্ট একজন জিজ্ঞেস করছিলো ২০২3 সালে।🤧

17/10/2025

কুফু মিলিয়ে বিবাহ করুন!

অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে.!

আসুন জেনে নেই কুফু কী?

কুফু )فوৎ) কি?? বিয়ের ক্ষেত্রে "কুফু" একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

قال رَسُولُ الله صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ » وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ

"তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।" [১]

এখন 'কুফু'-র অর্থ কি?

"কুফু" )کُفو( একটি আরবী শব্দ; যার অর্থ সমান, সমতুল্য, সমতা, সমকক্ষ [২]।

ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে "কুফু" বলে।

বিয়ের ক্ষেত্রে "কুফু" কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:

মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার, অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি।

শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:

মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।

হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে

অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, 'ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে'।

তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট।

(এক কথায়- স্বামী স্ত্রী দুজনের মধ্যে রুজি রোজগার দিন ইসলাম ব্যাপারে খাওয়া দাওয়া ব্যাপারে কাপড়-চোপড় ঘরবাড়ি ব্যাপারে মনোমালিন্য নিজের ভিতর যেন না আসে।

এবং কোন ছেলে তার আর্থিক অবস্থার চাইতে বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেট করতে পারে)

আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমার বাড়িতেই ভালো আমি ছিলাম

বলবে। (স্বামীর সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয়)

Address

Khagrachri
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MANIK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MANIK:

Share