13/12/2023
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ সর্বোচ্চ ইউরোপীয়ান গোল্ডেন বুট মেসির।
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোল মেসির।
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ ইউরোপের টপ ৫ লীগের সর্বোচ্চ গোলদাতা মেসি।
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ কোন সিঙ্গেল সিজনে ইউরোপের টপ ৫ লীগের সর্বোচ্চ গোলদাতা মেসি।
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের নক আউট স্ট্যাজে এখনো ভার্জিন।
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ ইন্টারন্যাশনাল ফুটবলে কোন "ম্যান অফ দ্যা টুর্নামেন্ট" অ্যাওয়ার্ড নেই।
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ কোন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে গোল করতে পারেন নি। এমনকি সেরা ৩ এ ও তার জায়গা হয় নি। (১ম : মেসি ; ২য়: পেলে ; ৩য়: নেইমার 🪄)
★ উনি ইতিহাসের সবচেয়ে ইমপ্যাক্ট ওয়ালা প্লেয়ার, অথচ ৯ টা বছর লা লীগায় খেলে মাত্র ২ বার শিরোপা জিতেছেন, মাত্র ২ বার পিচিচি জিতেছে।
★ উনি বার্সেলোনার অফিসিয়াল ফাদার, অথচ ক্লাসিকোতে জয়ের থেকে পরাজয় বেশি। অ্যাসিস্ট মাত্র ১ টা (গাভির থেকেও কম)। কোন ফ্রি কিক গোল নেই। কোন হ্যাট্রিক নেই। ৫-০ ৫-১ ব্যবধানে হিউমিলেট হয়েছেন৷
★ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা উনি, অথচ ইন্টারন্যাশনালে মাত্র একটা গোল্ডেন বুট। (৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন যার ৪ টা পেনাল্টি থেকে)
বি:দ্র: তখন পেনাল্টি হালাল ছিলো 😾
★ "Young CR7 Was Something Else" অথচ নাই কোন যুব বিশ্বকাপ, নাই কোন অলিম্পিক মেডেল, নাই কোন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড৷
★ ইতিহাসের সবচেয়ে কমপ্লিট ফুটবলার উনি, অথচ নাই কোন প্লে মেকার অ্যাওয়ার্ড৷
★ইতিহাসের সেরা ফুটবলার উনি, অথচ নাই কোন বিশ্বকাপ, নাই কোন বিশ্বকাপ গোল্ডেন বল, নাই কোন ইন্টারন্যাশনাল এমভিপি।
*
☞মেসির ইন্টারন্যাশনাল শিরোপা ৫, রোনালদোর ১
Cristiano Ronaldo is the Most Overrated & Overhyped Footballer in The History Of Football.