Happy Kabir cooking dairy

Happy Kabir cooking dairy This page created by a cooking related vlog.
(4)

Flowers don't always just spread fragrance, flowers sometimes give some beautifulmoments and gifts. 💙💐
05/09/2024

Flowers don't always just spread fragrance, flowers sometimes give some beautiful
moments and gifts. 💙💐

03/09/2024
♦️লেখাটা একজন পুরুষের অথচ প্রতিটা লাইন,প্রতিটা শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা।♦️একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর এক...
01/09/2024

♦️লেখাটা একজন পুরুষের অথচ প্রতিটা লাইন,প্রতিটা শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা।♦️

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন।

এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন তুমি যে কোন একটা কাজ করবা।

হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা তিনটা ভারী কার্টন সরাও।

আমি একজন পুরুষ হিসাবে বলছি। একটা একটা মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ কাজ।

না আমরা শুধু সহানুভুতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি l বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি।

আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু?

পুরুষ শাষিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত ১২টার পরেও মশারি গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিনী !

ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চক চক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাপ !

লবন কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোস্কাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে !

যে নারী কিছুই করেনা সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না l

আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিন ভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা !

যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে !

ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ !

কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালবাসা পায় তো ?

সংগৃহীত

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
25/08/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি...

❤️❤️
❤️❤️

25/08/2024

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?যত্ন!কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।কেউ তার কথা শোনবে সেই যত্ন। প্র...
19/08/2024

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?
সেই মায়া থেকে হুমায়ূন আহমেদ এর মায়াবতী বইটা সৃষ্টি হয়েছে। মেয়েরা বরাবরই মায়াবতী 🥰
Cp

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় নানারী বদলায় নীরবে,গোপনেনারী বদলায় প্রিয়জনের অবহেলায়,অপমানেনারী কখনো এমনি এমনি বদলায় নানারী ব...
18/08/2024

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না
নারী বদলায় নীরবে,গোপনে
নারী বদলায় প্রিয়জনের অবহেলায়,অপমানে

নারী কখনো এমনি এমনি বদলায় না
নারী বদলায় প্রিয় মানুষের বদলে
নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে
নারী বদলায় অব্যক্ত অভিমানে
নারী বদলায় অসম্মানে

নারী কখনো হুটহাট বদলায় না
নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে
নারী বদলায় মানিয়ে নেয়ার রাস্তা ফুরালে
নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে

নারী কখনো শখ করে বদলায় না
নারী বদলায়-বদলাতে হয় বলে
নারী বদলায় কান্নার নোনা জলে
নারী বদলায় অসহ্য কষ্ট পেলে
নারী বদলায় হৃদয়ের রক্ত ক্ষরণে,ক্ষতে

বুঝলাম না সে কি বলতে চাইলো আর কি বলে গেলো🤔
10/08/2024

বুঝলাম না সে কি বলতে চাইলো আর কি বলে গেলো🤔

রাত বিরাতে ভয় দেখাবেন না প্লিজ!!!আমি দূর্বলচিত্তের মানুষ🥺 coming soon  যেই ক্ষমতার গন্ধ পায়ছে ওমনি তাজা হয়ে গেছে।
08/08/2024

রাত বিরাতে ভয় দেখাবেন না প্লিজ!!!আমি দূর্বলচিত্তের মানুষ🥺 coming soon  যেই ক্ষমতার গন্ধ পায়ছে ওমনি তাজা হয়ে গেছে।

07/08/2024

যেই আসবেন!
এই ইতিহাস থেকে কঠিন শিক্ষা নিয়ে গদিতে বসবেন।
জাতি চায় শান্তি 🇧🇩

Address

Maijdee Court,
Chittagong

Website

https://www.facebook.com/profile.php?id=100093499543528

Alerts

Be the first to know and let us send you an email when Happy Kabir cooking dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category