03/09/2025
আই জি পি, বাংলাদেশ বরাবর 01825-678880, 01333-629440 এবং 01781-962367 নম্বর মোবাইল ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে খোলা চিটি-
জনাব,
বিনীত নিবেদন এই যে, সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে উপরোক্ত মোবাইল নম্বর ব্যবহারে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব। Onlinebazaar.com 786 ব্যবহারে সাইকেল হাউজ, খুলনা নামক ফেইজবুক পেজ খোলে 01825-678880, 01333-629440 এবং 01781-962367 নম্বরের মোবাইলের মাধ্যমে JHAD HOSSAIN, Md. Monir Hossain সহ তাদের দলীয় বেশ কয়েকজন লোক অনলাইনের মাধ্যমে নির্বিঘ্নে প্রতারণার আশ্রয়ে বিশ্বাস ভঙ্গক্রমে হাজার হাজার নীরিহ লোক হইতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।০১৮২৫-৬৭৮৮৮০ নম্বর ব্যবহারকারী ব্যক্তি নীজের নাম JHAD HOSSAIN পরিচয়ে Electro Magic 786 এর প্রোডাকশন ম্যানেজার, 01781-962367 নম্বরের মোবাইল ব্যবহারকারী ব্যক্তি নীজের নাম MD. MONIR HOSSAIN পরিচয়ে উক্ত কোম্পানির pick up Agent এবং 01333-629440 নম্বরের মোবাইল ব্যবহারকারী ব্যক্তি নীজেকে উক্ত কোম্পানির মালিক পরিচয়ে অনলাইনে ইলেকট্টো সাইকেল বিক্রির ফন্দি আঁটে প্রচারণা চালিয়ে, প্রতারণার মাধ্যমে আমিসহ অনেক নীরিহ লোকজন হইতে মোটা অংকের হাতিয়ে নেয়। উপরোক্ত প্রতারক ব্যক্তিগণ পরস্পরের যোগসাজশে একই উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর ইলেকট্রো সাইকেলের ছবির মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করে, ১ দিনের জন্য মাত্র ৬,০০০/- (ছয় হাজার) টাকায় সাইকেল বিক্রির বিজ্ঞাপন প্রচার করে, সাইকেলের ট্রান্সপোর্ট/কেরিং খরচ বাবদ প্রথমে ১০২০/- (এক হাজার বিশ) টাকা উক্ত কোম্পানির মালিক পরিচয় দানকারী ব্যক্তির ব্যবহৃত বিকাশ নং- ০১৩৩৩-৬২৯৪৪০ এর মাধ্যমে পাঠাতে বলেন। বাকী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ইলেকট্রো সাইকেল বুঝে নেওয়ার সময় দিতে বলেন। প্রতারক চক্র প্রাথমিক ভাবে ইলেকট্টো সাইকেলের
ক্রেতা হইতে ১০২০/- টাকা গ্রহণের পরের দিন জানান যে, উপরোক্ত পিক আপ এজেন্ট মনির হোসেন হইতে পন্যটি ডেলিভারী নেওয়ার সময় তাকে একটি কোড পাঠাতে হবে। বাকী ৫০০০ টাকা উপরোক্ত ০১৩৩৩-৬২৯৪৪০ নম্বরের বিকাশের মাধ্যমে পাঠালে, তারা সাইকেলের ক্রেতাকে একটি কোড দেবে এবং উক্ত কোডটি মনিরকে পাঠালে, মনির পণ্যটি ডেলিভারী দিবে, অন্যথায় নহে। তাদের কথা মতে বাকী ৫০০০/- টাকা পাঠানোর পর, তারা আর মোবাইল ফোন ধরেনা, আর যারা ৫০০০/-টাকা দেয়না তাদেরকে বলে যে, ৫০০০/- টাকা না পাঠালে এডভান্সের ১০২০/- টাকা আর কোনদিন ফেরত দিবেনা। এভাবে তারা বিভিন্ন নীরিহ মানুষকে অনলাইনে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে আসিসহ অনেক লোক হইতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বিধায় আমি উপরোক্ত বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থ্যা গ্রহণের মাধ্যমে আমিসহ অসংখ্য মানুষের নিকট হইতে প্রতারণার মাধ্যমে গৃহীত আত্নসাতকৃত সমুদয় টাকা উদ্ধার করার জন্য আপনার দক্ষ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। অন্যথায় এই প্রতারক চক্র উক্তরুপ কর্মকান্ডের মাধ্যমে আমাদের মত আরো অনেক লোককে নিঃস্ব করিবে।
অতএব, মহোদয় আমার অভিযোগখানা গ্রহণ করতঃ মোবাইল ব্যবহারকারী প্রতারক শক্তদের গ্রেপ্তারপূর্বক আমাদের প্রেরিত সকল ঢাকা উদ্ধার করার, আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ /০৯/২০২৫ ইং।
নিবেদক