Chattalar shangbad 24.com, Regn: No p 35493

Chattalar shangbad 24.com, Regn: No p 35493 চট্টলার সংবাদ 24.com প্রচারিত সংবাদসহ দে? জন গুরুত্বপূর্ণ সত্য ও বস্তুনিষ্ঠ দেশ বিদেশের সংবাদ প্রকাশের বিশ্বস্থ প্রতিষ্ঠান।

13/10/2025

রবিউল আলম আনছারী, পিতা- মৃত মোঃ আইয়ুব নবী, সাং- শেখেরখীল, ডাক- মৌলভীবাজার, থানাঃ বাঁশখালী, চট্টগ্রাম এস টি মামলা নং ১২৩২/১১ এর সাজাপ্রাপ্ত আসামী। দেখা মাত্র স্থানীয় থানায় সোপর্দ কিংবা 01819107730 নম্বরে কল করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।

একজনের স্ত্রীকে আরেকজন ধর্ষণ করিলে, ধর্ষক রানাকে এখনো ভালবাসেন,কারণ তারা ভাইরা!এই লজ্জা রাখি কোথায়?  ছিঃ ছিঃ তাদের মুখে ...
07/10/2025

একজনের স্ত্রীকে আরেকজন ধর্ষণ করিলে, ধর্ষক রানাকে এখনো ভালবাসেন,কারণ তারা ভাইরা!
এই লজ্জা রাখি কোথায়? ছিঃ ছিঃ তাদের মুখে থুতু মারতে ইচ্ছা করে। 🙏🤗🎉

18/09/2025

ক্রয় করতে কল করুন
01893-396339 নম্বরে।

11/09/2025

আসসালামু আলাইকুম।
বিকেয়ার টুথপেস্ট ক্রয় করতে যোগাযোগ করতে পারেন 01819107730 নম্বরে।

কেন ক্রয় করবেন?
উপকারিতা: দাঁতের সংবেদনশীলতা প্রশমনের পাশাপাশি মাড়ি ফোলা ও রক্তপাত, দাঁতের গর্ত, টারটার, পায়োরিয়া এবং দুর্গন্ধ থেকে দীর্ঘস্থায়ী ভাবে রক্ষা করে।
টুথপেস্টে আছে যে উপাদান: সরবিটল, অ্যাকোয়া, সোডিয়াম কার্বোক্সিমিথাইল সেলুলোজ, সোডিয়াম বাইকার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেট, পুদিনার প্রাকৃতিক নির্যাস, টি ট্রি অয়েল, নীমের নির্যাস, লবঙ্গের নির্যাস, সোডিয়াম লরিয়েল সালফেট, মেনথল, এসএমএফ, সোডিয়াম স্যাকারিন, গ্লিসারিন, সোডিয়াম বেনজয়েট।

ব্যবহারবিধি: প্রতিদিন অন্তত দুই বেলা ব্রাশ করুন, নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নিন।
আর ছয় বছরের কম বয়সী বাচ্চাদের জন্য প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে অল্প পরিমাণে টুথপেস্ট নিতে হবে।

03/09/2025
আই জি পি, বাংলাদেশ বরাবর 01825-678880, 01333-629440 এবং 01781-962367 নম্বর মোবাইল ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ...
03/09/2025

আই জি পি, বাংলাদেশ বরাবর 01825-678880, 01333-629440 এবং 01781-962367 নম্বর মোবাইল ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে খোলা চিটি-
জনাব,
বিনীত নিবেদন এই যে, সাইকেল হাউজ, খুলনা নামক পেইজের আড়ালে উপরোক্ত মোবাইল নম্বর ব্যবহারে চলছে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মহোৎসব। Onlinebazaar.com 786 ব্যবহারে সাইকেল হাউজ, খুলনা নামক ফেইজবুক পেজ খোলে 01825-678880, 01333-629440 এবং 01781-962367 নম্বরের মোবাইলের মাধ্যমে JHAD HOSSAIN, Md. Monir Hossain সহ তাদের দলীয় বেশ কয়েকজন লোক অনলাইনের মাধ্যমে নির্বিঘ্নে প্রতারণার আশ্রয়ে বিশ্বাস ভঙ্গক্রমে হাজার হাজার নীরিহ লোক হইতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।০১৮২৫-৬৭৮৮৮০ নম্বর ব্যবহারকারী ব্যক্তি নীজের নাম JHAD HOSSAIN পরিচয়ে Electro Magic 786 এর প্রোডাকশন ম্যানেজার, 01781-962367 নম্বরের মোবাইল ব্যবহারকারী ব্যক্তি নীজের নাম MD. MONIR HOSSAIN পরিচয়ে উক্ত কোম্পানির pick up Agent এবং 01333-629440 নম্বরের মোবাইল ব্যবহারকারী ব্যক্তি নীজেকে উক্ত কোম্পানির মালিক পরিচয়ে অনলাইনে ইলেকট্টো সাইকেল বিক্রির ফন্দি আঁটে প্রচারণা চালিয়ে, প্রতারণার মাধ্যমে আমিসহ অনেক নীরিহ লোকজন হইতে মোটা অংকের হাতিয়ে নেয়। উপরোক্ত প্রতারক ব্যক্তিগণ পরস্পরের যোগসাজশে একই উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর ইলেকট্রো সাইকেলের ছবির মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করে, ১ দিনের জন্য মাত্র ৬,০০০/- (ছয় হাজার) টাকায় সাইকেল বিক্রির বিজ্ঞাপন প্রচার করে, সাইকেলের ট্রান্সপোর্ট/কেরিং খরচ বাবদ প্রথমে ১০২০/- (এক হাজার বিশ) টাকা উক্ত কোম্পানির মালিক পরিচয় দানকারী ব্যক্তির ব্যবহৃত বিকাশ নং- ০১৩৩৩-৬২৯৪৪০ এর মাধ্যমে পাঠাতে বলেন। বাকী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ইলেকট্রো সাইকেল বুঝে নেওয়ার সময় দিতে বলেন। প্রতারক চক্র প্রাথমিক ভাবে ইলেকট্টো সাইকেলের
ক্রেতা হইতে ১০২০/- টাকা গ্রহণের পরের দিন জানান যে, উপরোক্ত পিক আপ এজেন্ট মনির হোসেন হইতে পন্যটি ডেলিভারী নেওয়ার সময় তাকে একটি কোড পাঠাতে হবে। বাকী ৫০০০ টাকা উপরোক্ত ০১৩৩৩-৬২৯৪৪০ নম্বরের বিকাশের মাধ্যমে পাঠালে, তারা সাইকেলের ক্রেতাকে একটি কোড দেবে এবং উক্ত কোডটি মনিরকে পাঠালে, মনির পণ্যটি ডেলিভারী দিবে, অন্যথায় নহে। তাদের কথা মতে বাকী ৫০০০/- টাকা পাঠানোর পর, তারা আর মোবাইল ফোন ধরেনা, আর যারা ৫০০০/-টাকা দেয়না তাদেরকে বলে যে, ৫০০০/- টাকা না পাঠালে এডভান্সের ১০২০/- টাকা আর কোনদিন ফেরত দিবেনা। এভাবে তারা বিভিন্ন নীরিহ মানুষকে অনলাইনে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে আসিসহ অনেক লোক হইতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বিধায় আমি উপরোক্ত বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থ্যা গ্রহণের মাধ্যমে আমিসহ অসংখ্য মানুষের নিকট হইতে প্রতারণার মাধ্যমে গৃহীত আত্নসাতকৃত সমুদয় টাকা উদ্ধার করার জন্য আপনার দক্ষ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। অন্যথায় এই প্রতারক চক্র উক্তরুপ কর্মকান্ডের মাধ্যমে আমাদের মত আরো অনেক লোককে নিঃস্ব করিবে।
অতএব, মহোদয় আমার অভিযোগখানা গ্রহণ করতঃ মোবাইল ব্যবহারকারী প্রতারক শক্তদের গ্রেপ্তারপূর্বক আমাদের প্রেরিত সকল ঢাকা উদ্ধার করার, আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ /০৯/২০২৫ ইং।
নিবেদক

Address

Chittagong
4393

Alerts

Be the first to know and let us send you an email when Chattalar shangbad 24.com, Regn: No p 35493 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share