Aka thakar golpo

Aka thakar golpo I don't care if you are Black, White, Rich or Poor If you respect me I'll give you Double respect.🫶

অ’প’হ’র’ণে’র নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ।বিস্তারিত ১ম কমেন্টে।
28/10/2025

অ’প’হ’র’ণে’র নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ।
বিস্তারিত ১ম কমেন্টে।

📖 বরাহ অবতারের কাহিনী:         🙏 বরাহ অবতারের কাহিনী অনুসারে, হিরণ্যাক্ষ নামক এক দৈত্য পৃথিবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দ...
26/10/2025

📖 বরাহ অবতারের কাহিনী:

🙏 বরাহ অবতারের কাহিনী অনুসারে, হিরণ্যাক্ষ নামক এক দৈত্য পৃথিবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয়। এই কারণে দেবতারা ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মা তখন বিষ্ণুকে আহ্বান করেন। এরপর বিষ্ণু একটি বিশাল শূকরের রূপ ধারণ করে বরাহ অবতারে আবির্ভূত হন এবং প্রায় এক হাজার বছর ধরে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন। পরিশেষে, বরাহ তার দাঁত দিয়ে পৃথিবীকে সমুদ্র থেকে উদ্ধার করেন।

✍️ সৃষ্টির শুরুতে হিরণ্যাক্ষ নামে এক উদ্ধত ও শক্তিশালী দৈত্য পৃথিবীকে অপহরণ করে সমুদ্রের অতল গভীরে লুকিয়ে রাখে।
✍️ দেবতারা ব্রহ্মার কাছে গেলে তিনি বিষ্ণুকে স্মরণ করেন। তখন ব্রহ্মা তার নাসারন্ধ্র থেকে বরাহ মূর্তির আবির্ভাব ঘটান। এই বরাহ মূর্তি দেখতে দেখতে এক বিশাল আকার ধারণ করে এবং প্রচণ্ড গর্জন করে।
✍️ বরাহ অবতার হয়ে বিষ্ণু এক হাজার বছর ধরে হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে বধ করেন।
✍️ হিরণ্যাক্ষকে বধ করার পর বরাহ তার শূকরের দাঁত দিয়ে পৃথিবীকে সমুদ্র থেকে উদ্ধার করেন।
✍️ এই ঘটনার মাধ্যমে বিষ্ণু পৃথিবীর জীবন ও তার বাসিন্দাদের রক্ষা করেন।
জানতে হবে,
বরাহ বিষ্ণুর দশাবতারের মধ্যে তৃতীয়।
শিল্পকলায় বরাহকে হয় সম্পূর্ণ শূকরের রূপে অথবা মানুষ ও শূকরের সম্মিলিত রূপে দেখানো হয়।
বরাহ অবতারের উদ্দেশ্য ছিল পৃথিবী এবং এর বাসিন্দাদের রক্ষা করা।
📖 হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তত্ত্বের আলোকে এই প্রতিবেদন তৈরি।
#সনাতনধর্ম #হিন্দুশাস্ত্র #পূজাপার্বন

25/10/2025

হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু......!

(দ্বিমত হলে ইনবক্সে বলতে পারেন।)

24/10/2025

চলিতেছে মহানাম সংকীর্তন..... 🙏🙏🙏

19/02/2023

নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে?

এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না।একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাদের কক্ষপথের প্রায় তিনগুণ!

ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী।

অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পারে!
রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভা বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া!

মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!

ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”

রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!

অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”।

একটি মৌচাক একটি মাত্র রাণী আ স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে।

যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু । শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে । হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা।

অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মারা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়।

আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন,,, ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পঁচে না!!!
কপি

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aka thakar golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share