
01/08/2025
জীবন এমন এক জায়গা, যেখানে প্রতিটা ক্ষণে ক্ষণে দিক বদলায়। এই মনে হয় আমি সব পেয়ে গেছি, বা পেয়ে যাবো! আবার এই মনে হয়, আমার জীবনে আর কিছুই পাওয়া হবে না। যে জিনিসটা আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই জিনিসটাই কাছ থেকে দূরে, দূর থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যায়!