হাটহাজারী পাশারী ডট কম

হাটহাজারী পাশারী ডট কম যে কোনো পূজার সামগ্রী ও মশলা,প্রাকৃতিক ঔষুধি
এবং
দেশীয় ঐতিহ্য বহনকারী পণ্য এবং খাঁটি পণ্যের

নিশ্চয়ইতায় আছি আপনাদের পাশে. . .

"জোয়ান"                        জোয়ান মূলত পেটের রোগের জন্য প্রচলিত আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করা হয়। এটি বদহজম এবং পেট ...
22/08/2025

"জোয়ান"

জোয়ান মূলত পেটের রোগের জন্য প্রচলিত আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করা হয়। এটি বদহজম এবং পেট ফাঁপা সারাতে কার্যকরী। এটি পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়। অম্লতা কমাতে এটি ঔষধ হিসাবে কাজ করে।

জোয়ানের উপকারিতা:

এটি কিডনি পাথরের মতো ক্ষতিকারক রোগের কারণে ব্যথা হ্রাসে এবং নিরাময় করতে উপকারী হতে পারে। মুখের সমস্যার জন্য: জোয়ান, দাঁতের ব্যাথার চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। দাঁতের ব্যাথা, মুখে খারাপ গন্ধ বা দাঁতের ক্ষয় জাতীয় অসুবিধে থেকে মুক্তি পেটে হলে, জোয়ানের তেল ও লবঙ্গের তেল দিয়ে রোজ মুখ পরিষ্কার করুন।

কী ভাবে খাবেন জোয়ান জল
এক গ্লাস জলে ২ চামচ জোয়ান দেবেন। এবার তা ভিজে গেলে ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। গরম গরম এই জল খেতে পারলে উপকার সবচেয়ে বেশি। সকালে উঠে খালি পেটে এই জল খেতে পারলে অনেক সমস্যার সমাধান হয়।

এছাড়াও জোয়ানের উপকারিতা বলে শেষ করা যাবে না।খাঁটি পণ্যের নিশ্চয়তা মানে (হাটহাজারী পাশারী)

(হাটহাজারী পাশারী ডট কম ) এ পাচ্ছেন জোয়ান দানা সহ আর ও ২০০০+ পণ্য...

জয় মা বিষহরি।বিগত ৪ বছরের মত এই বছর আপনার জন্য নিয়ে এসেছি ছাগলের সাজ সজ্জা। যার মধ্যে রয়েছে ছাগলের গলার ঘণ্টা, পেটের বে...
12/08/2025

জয় মা বিষহরি।বিগত ৪ বছরের মত এই বছর আপনার জন্য নিয়ে এসেছি ছাগলের সাজ সজ্জা। যার মধ্যে রয়েছে ছাগলের গলার ঘণ্টা, পেটের বেল্ট, মাথার মুকুট (কিং ও প্রিন্স), সিনার বেল্ট, পায়ের নুপুর, মুখের তাজ, মাথার তাজ,সিঙ্গের কভার ইত্যাদি। চট্টগ্রাম শহরের ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয়। আর চট্টগ্রামের বাইরে হলে কুরিয়ার সেবা পাঠানো হবে
বিস্তারিত জানতে করুন ইনবক্স করুন।
মোবাইল নং :০১৮২৪৩৮৬২০৩

#হাইলাইটসシ゚ #রাউজান #হাটহাজারী #ফটিকছড়ি #চৌধুরীহাট

আগামী ১৭ই আগস্ট  রোজ শনিবার মা মনসা পূজা উপলক্ষে  আমাদের কাছে পারছেন  মনসা  পূজার ঘট  (পাঁচমুখী ঘট এবং একমুখী ঘট )  অফলা...
11/08/2025

আগামী ১৭ই আগস্ট রোজ শনিবার মা মনসা পূজা উপলক্ষে আমাদের কাছে পারছেন মনসা পূজার ঘট

(পাঁচমুখী ঘট এবং একমুখী ঘট )

অফলাইনেড় বিপুল সমারোহে চলছে...

চলে আসুন আমাদের শোরুমে আমাদের
শোরুমের এর ঠিকানা হাটহাজারী বাজার শ্রী শ্রী সীতা কালিবাড়ি মন্দিরের গেটের পাশে দোকান রঞ্জিত স্টোর

খাঁটি পণ্যের নিশ্চয়তা নিয়ে( হাটহাজারী পাশারী ডট কম ) আছে আপনাদের সাথে।

খাঁটি পণ্যের সাথে সাথে আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি আমাদের বাঙ্গালীর নানা রকম ঐতিহ্য বহন করা ২০০০+ পণ্য...

ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সকল গ্রাহকের প্রতি...

#রাউজান #হাটহাজারী #হাইলাইটসシ゚ #

আগামী ৯ই আগষ্ট রোজ শনিবার রাখী পূর্ণিমা...রাখীবন্ধন উৎসব সনাতন ধর্মের সকলের প্রাণের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভা...
07/08/2025

আগামী ৯ই আগষ্ট রোজ শনিবার রাখী পূর্ণিমা...

রাখীবন্ধন উৎসব সনাতন ধর্মের সকলের প্রাণের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়।

এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক।হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়।

মহাভারতে আছে, একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে, পাশাখেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয়।

রাখী পাচ্ছেন হাটহাজারী পাশারী ডট কম এ...

🌿 পিং সল্ট (সন্দীপ লবণ) – প্রকৃতির এক আশ্চর্য উপহার! 🌿📌 উপকারিতা ও খাওয়ার নিয়ম সহ খিদমাহ অনলাইন শপ থেকে উপস্থাপন🔹 পিং সল...
03/08/2025

🌿 পিং সল্ট (সন্দীপ লবণ) – প্রকৃতির এক আশ্চর্য উপহার! 🌿
📌 উপকারিতা ও খাওয়ার নিয়ম সহ খিদমাহ অনলাইন শপ থেকে উপস্থাপন
🔹 পিং সল্ট বা সন্দীপ লবণ হিমালয়ের পাদদেশ থেকে সংগৃহীত প্রাকৃতিক খনিজ লবণ। এতে আছে ৮৪+ প্রাকৃতিক খনিজ উপাদান যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
✨ উপকারিতা সমূহঃ
✅ হজম শক্তি বাড়াতে সাহায্য করে
✅ শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে
✅ গ্যাস, বদহজম ও অম্বলের সমস্যায় উপকারী
✅ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক (সাধারণ লবণের তুলনায় কম সোডিয়াম)
✅ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
✅ হাড় ও দাঁতের গঠন মজবুত করে
✅ ইনসমনিয়া (ঘুম না হওয়া) সমস্যায় আরাম দেয়
🥄 খাওয়ার নিয়মঃ
🔸 প্রতিদিন ১ গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ পিং সল্ট মিশিয়ে সকালে খালি পেটে পান করুন।
🔸 রান্নায় সাধারণ লবণের পরিবর্তে ব্যবহার করুন এই প্রাকৃতিক লবণ।
🔸 গার্গল বা স্নানেও ব্যবহার করতে পারেন।
🌱 পিং সল্ট হলো একসাথে স্বাস্থ্যের যত্ন ও স্বাদে প্রাকৃতিক স্পর্শ!
🛍️(হাটহাজারী পাশারী ডট কম) অনলাইন শপ থেকে এখনই সংগ্রহ করুন খাঁটি পিং সল্ট!
📦 হোম ডেলিভারি সার্ভিস চালু ✅
📲 ইনবক্স করুন /ফোন করুন
☎️01864759864

#হাটহাজারী #হাইলাইটসシ゚
#রাউজান

মধু ভাতের জালা চাউল 🌾এমন অসহ্য গরমে মধু ভাতের ভোজন রসিকদের কিন্তু মধুভাত  খাওয়ার ধুম চলছে। চট্টগ্রামের ঐতিহ্য খাবার বলে ...
31/07/2025

মধু ভাতের জালা চাউল 🌾

এমন অসহ্য গরমে মধু ভাতের ভোজন রসিকদের কিন্তু মধুভাত খাওয়ার ধুম চলছে। চট্টগ্রামের ঐতিহ্য খাবার বলে কথা, যতই খাই ততই খেতে মন চায়।
💜আমার এ জালা চাউল যারা একবার নিয়েছেন বেশিরভাগ আপু রিপিট কাস্টমার হয়ে ১/২ কেজি নিয়েছেন, আপনাদের ভালোবাসা এবং সততায়,খাঁটি গুণগত পণ্য নিয়ে এগিয়ে যেতে চাই।
👉মধুভাত এর প্রধান উপকরণ জালা চাউল।
👉জালা চাউল ছাড়া মধুভাত কল্পনা করা যায় না।
👉এ জালা চাউল লোহার যাতা দিয়ে ধান থেকে চাউল মাড়াই করা হয়।
👉মেশিনে মাড়াই করা হয়না, মেশিনে মাড়াই করলে জালা চাউল /মধুভাত মিষ্টি হয়না।

১০০% খাঁটি জালা চাউল পেতে
এখনি মেসেজ করুন ( হাটহাজারী পাশারী ডট কম )

অথবা. .

আমাদের শোরুমে ভিজিট করুন : শোরুম ঠিকানা হাটহাজারী বাজার শ্রী শ্রী সীতা কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের
গেটের পাশে দোকান : রনঞ্জিত স্টোর

ধন্যবাদ 🙂

27/07/2025

🔍 শিলাজিত কী?
শিলাজিত হল একটি প্রাকৃতিক খনিজ পদার্থ, যা প্রধানত হিমালয়ের গহীন ফাটল থেকে সংগ্রহ করা হয়। এটি শতাব্দী ধরে আয়ুর্বেদে শক্তি ও সুস্থতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে আসছে।

🌱 উৎপত্তি ও উপাদা্‌
কালো-বাদামি রজনজাতিক পদার্থ,
৮৫+ মিনারেল, ফুলভিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

শিলাজিত শরীরের কোষকে সক্রিয় করে দীর্ঘমেয়াদী শক্তি উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে দৈহিক ক্লান্তি দূর হয় এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, শরীরকে বিষাক্ত উপাদান থেকে মুক্ত রাখতে সাহায্য করে। হরমোনের ভারসাম্য বজায় রাখতে শিলাজিত বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে পুরুষদের প্রজনন স্বাস্থ্য ও উদ্দীপনা বৃদ্ধি পায়। সাধারণত এর উল্লেখযোগ্য কিছু উপকারিতা নিম্নে দেওয়া হলো:
💪 কার্যকারিতা ও উপকারিতা

🔋ক্লান্তি দূর করে টেকসই এনার্জি বৃদ্ধি করে
⚖️হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে
🧠মানসিক ফোকাস ও উদ্যম বাড়ায়
🔥পুরুষদের প্রজনন ক্ষমতা ও কর্মক্ষমতা উন্নত করে
🛡️সার্বিক ইমিউনিটি ও সুস্থতা নিশ্চিত করে

সংক্ষেপে বলা যায়, শিলাজিত একটি শক্তিশালী প্রাকৃতিক সম্পদ যা শরীর ও মন উভয়ের কর্মক্ষমতা উন্নত করতে সহায়ক। নিয়মিত ব্যবহারে ক্লান্তি কমে, উদ্যম বেড়ে যায় এবং হরমোনের ভারসাম্য ঠিক থাকে; ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণশক্তিতে এগিয়ে থাকা সম্ভব হয়। শুধুমাত্র প্রচলিত গুঞ্জনের উপর ভরসা না করে শিলাজিতের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা সম্পর্কে জানতে চেষ্টা করুন এবং নিজেই এর পার্থক্য অনুভবের উদ্যোগ নিন। এটি আপনার শারীরিক ও মানসিক সুস্থতায় প্রকৃত পরিবর্তন আনতে পারে — তাই এখনই এটি ব্যবহার করে দেখার বিষয়টি বিবেচনায় নিন।

হাটহাজারী পাশারী দোকান

আসসালামু আলাইকুম, প্রিয় শিকারী ভাইয়েরা। আপনারা যারা মাছের চার বানানোর জন্য ভালো মানের যাবতীয় মশলাদি খুঁজছেন তাদের জন্য আ...
26/07/2025

আসসালামু আলাইকুম, প্রিয় শিকারী ভাইয়েরা। আপনারা যারা মাছের চার বানানোর জন্য ভালো মানের যাবতীয় মশলাদি খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট

1) মেথি
2) একাঙ্গী
3)শোলপা
4) হিং
5)আবেল
৬)স্টার মসলা
7)যএিক
8)ভুছকি
9) জটা মাংসি

মাছ ধরার যাবতীয় মাশলা পেয়ে যাচ্ছেন হ

অথবা

আমাদের শোরুমে ভিজিট করুন : শোরুম ঠিকানা হাটহাজারী বাজার শ্রী শ্রী সীতা কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের
গেটের পাশে দোকান : রনঞ্জিত স্টোর

ধন্যবাদ 🙂

#

ঢাকা উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ  দুর্ঘটনায় হতাহতের ঘটনায় হাটহাজারী পা...
21/07/2025

ঢাকা উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় হাটহাজারী পাশারী ডট কম গভীরভাবে শোকাহত😢🥲

আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি🙏🙏

সাধু সাধু সাধু 🙏🙏🌺🌺

21/07/2025

মেট্রোকে জনস্বার্থে অ‍্যাম্বুলেন্স হিসেবে ব‍্যবহার করা জরুরি, এই মুহূর্তে । ৫ মিনিট পর পর চালু করা উচিত উত্তরা টু টিএসসি, নো স্টেশন ব্রেক।

Address

Hathazari Madrasha Market
Chittagong
4330

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী পাশারী ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share