01/01/2026
দেখতে দেখতে মহাকালের অতল গহবরে হারিয়ে গেলো আরো একটি বছর ২০২৫ ইংরেজি। জীবনের অনেক গুলো বসন্তের ফুলেল প্রহর,জীর্ণ শীর্ন শীতের হিমেল রজনী আর তেজ নির্মেঘ আষাঢ়ের প্রখর রৌদ্রের কন্টকাকর্ন পথ পাড়ি দিয়ে জীবন যুদ্ধের বিস্তীর্ন অভিযানে এতটুকু পথ চলা। হাসি কান্না আনন্দ বেদনা আর দুঃখ দুর্দশার চর্তুমুখী আঘাতে এখনো টিকে আছি মালিকের বদান্যতায়। মালিকের কাছে প্রার্থনা সামনের দিন গুলোতে পাওয়ার অব্যক্ত আকুতি নিয়ে যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি এবং মুছে ফেলতে পারি বিগত দিনের কলংকময় হতাশার পদ চিহ্ন গুলো। Happy new year2026 সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি।
ভগবান বুদ্ধের কাছে লাখো কোঠি শুকরিয়া 2025 আমাকে অনেক কিছুই দিয়েছে, নতুন পরিচয়ে পরিচিত করেছে লখো মানুষের কাছে (হাটহাজারী পাশারী ডট কম ) ও
এরই মাঝে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনেক অনেক সাফোর্ট ও ভালোবাসা পেয়েছি ভগবান বুদ্ধের কাছে শুকরিয়া যা আমার সারাজীবন মনে থাকবে এবং আমার জীবনে বৃদ্ধ হওয়া অব্দি মৃত্যু পর্যন্ত এই অনুভুতি মনের গহীনে লালন করে যাব❤️
থাকনা কিছু বাজে অভিজ্ঞতা তাতে আমার এত্ত এত্ত ভালবাসার মাঝে তুচ্ছ মাএ।