হাটহাজারী পাশারী ডট কম

হাটহাজারী পাশারী ডট কম যে কোনো পূজার সামগ্রী ও মশলা,প্রাকৃতিক ঔষুধি
এবং
দেশীয় ঐতিহ্য বহনকারী পণ্য এবং খাঁটি পণ্যের

নিশ্চয়ইতায় আছি আপনাদের পাশে. . .

দেখতে দেখতে মহাকালের অতল গহবরে হারিয়ে গেলো আরো একটি বছর ২০২৫ ইংরেজি।  জীবনের অনেক গুলো বসন্তের ফুলেল প্রহর,জীর্ণ শীর্ন শ...
01/01/2026

দেখতে দেখতে মহাকালের অতল গহবরে হারিয়ে গেলো আরো একটি বছর ২০২৫ ইংরেজি। জীবনের অনেক গুলো বসন্তের ফুলেল প্রহর,জীর্ণ শীর্ন শীতের হিমেল রজনী আর তেজ নির্মেঘ আষাঢ়ের প্রখর রৌদ্রের কন্টকাকর্ন পথ পাড়ি দিয়ে জীবন যুদ্ধের বিস্তীর্ন অভিযানে এতটুকু পথ চলা। হাসি কান্না আনন্দ বেদনা আর দুঃখ দুর্দশার চর্তুমুখী আঘাতে এখনো টিকে আছি মালিকের বদান্যতায়। মালিকের কাছে প্রার্থনা সামনের দিন গুলোতে পাওয়ার অব্যক্ত আকুতি নিয়ে যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি এবং মুছে ফেলতে পারি বিগত দিনের কলংকময় হতাশার পদ চিহ্ন গুলো। Happy new year2026 সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি।

ভগবান বুদ্ধের কাছে লাখো কোঠি শুকরিয়া 2025 আমাকে অনেক কিছুই দিয়েছে, নতুন পরিচয়ে পরিচিত করেছে লখো মানুষের কাছে (হাটহাজারী পাশারী ডট কম ) ও



এরই মাঝে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনেক অনেক সাফোর্ট ও ভালোবাসা পেয়েছি ভগবান বুদ্ধের কাছে শুকরিয়া যা আমার সারাজীবন মনে থাকবে এবং আমার জীবনে বৃদ্ধ হওয়া অব্দি মৃত্যু পর্যন্ত এই অনুভুতি মনের গহীনে লালন করে যাব❤️

থাকনা কিছু বাজে অভিজ্ঞতা তাতে আমার এত্ত এত্ত ভালবাসার মাঝে তুচ্ছ মাএ।

ডেলিভারি ডানচাঁদপুর এবং রাঙ্গামাটির উদ্দেশ্যে
28/12/2025

ডেলিভারি ডান
চাঁদপুর এবং রাঙ্গামাটির উদ্দেশ্যে

গ্যাস্টিকের জন্য প্রাকৃতিক কার্যকরী ওষুধ চিকন জিরা, জোয়ান,  (মৌরি) এবং মেথি দানা একসাথে খেলে হজমশক্তি বাড়ে, গ্যাস-অম্বল...
26/12/2025

গ্যাস্টিকের জন্য প্রাকৃতিক কার্যকরী ওষুধ

চিকন জিরা, জোয়ান, (মৌরি) এবং মেথি দানা একসাথে খেলে
হজমশক্তি বাড়ে, গ্যাস-অম্বল কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি হয়, কারণ এই সব মশলার ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট ও অন্যান্য উপকারী উপাদান বিপাক ক্রিয়া ও শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। এটি সাধারণত রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায়।

উপকারিতা:
হজম ও গ্যাস: এই মশলাগুলো হজমশক্তি বাড়ায়, পেট ফাঁপা, গ্যাস ও অ্যাসিডিটি কমায়।
ওজন নিয়ন্ত্রণ: ফাইবার বেশি থাকায় পেট ভরা রাখে এবং বিপাক ক্রিয়া বাড়িয়ে ক্যালোরি কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে।
ডিটক্স: শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কোষের প্রদাহ কমায়।
ত্বক ও চুল: অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে।

হার্ট ও হরমোন: খারাপ কোলেস্টেরল কমাতে এবং হরমোনের কার্যকারিতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
ব্যবহারের নিয়ম (সাধারণ):

১. রাতে ১ চা চামচ জিরা, মেথি, জোয়ান এবং মৌরি (মিষ্টি জিরা) একসাথে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন।
২. সকালে খালি পেটে এই জল পান করুন।
৩. প্রয়োজনে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন।

(হাটহাজারী পাশারী ডট কম https://www.facebook.com/hathazaripashari)

#প্রাকৃতিকপুষ্টি #হাটহাজারী

🌿 প্রতিদিন সাদা তিল আর তিসি বীজ খেলে কী হয় জানেন? 🌿একসাথে এই দুই বীজ খাওয়া মানেই শরীরের জন্য এক প্রাকৃতিক শক্তিবর্ধক ফর্...
24/12/2025

🌿 প্রতিদিন সাদা তিল আর তিসি বীজ খেলে কী হয় জানেন? 🌿

একসাথে এই দুই বীজ খাওয়া মানেই শরীরের জন্য এক প্রাকৃতিক শক্তিবর্ধক ফর্মুলা!

✨ অসাধারণ উপকারিতা:

💖 হার্টের যত্নে:
তিসি বীজের ওমেগা–৩ আর তিলের ক্যালসিয়াম একসাথে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

🌸 ত্বক ও চুলের সৌন্দর্যে:
ভিটামিন E ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে, চুল করে ঘন ও ঝলমলে।

⚖️ ওজন নিয়ন্ত্রণে:
ফাইবার ও প্রোটিন ক্ষুধা কমায়, ফলে ওজন থাকে ব্যালান্সে।

🦴 হাড় মজবুত করে:
তিলের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় শক্ত রাখে, বয়সের ছাপ কমায়।

💩 হজমে সহায়ক:
ফাইবার হজম ঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে।

🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়:
তিসির ওমেগা–৩ আর তিলের আয়রন স্মৃতিশক্তি উন্নত করে।

👉 খাওয়ার নিয়ম:
প্রতিদিন সকালে ১ চা চামচ তিল + ১ চা চামচ তিসি বীজ হালকা ভেজে গুঁড়ো করে
দই, সালাদ বা গরম পানির সঙ্গে খান।

(হাটহাজারী পাশারী ডট কম)

#সাদাতিল #তিসিবীজ #প্রাকৃতিকপুষ্টি #কবিরাজি #হাটহাজারী

🌿🌿শীতের সকাল। হালকা কুয়াশা, স্নিগ্ধ বাতাস আর সোনালি রশ্মি ছড়িয়ে পড়ছে চারপাশে। ঠিক তখন, মায়ের হাতের একটি সাদা পরিত্কলিত থ...
17/12/2025

🌿🌿শীতের সকাল। হালকা কুয়াশা, স্নিগ্ধ বাতাস আর সোনালি রশ্মি ছড়িয়ে পড়ছে চারপাশে। ঠিক তখন, মায়ের হাতের একটি সাদা পরিত্কলিত থালায় এক চামচ মধু তুলে দিলেন, আর বললেন, এটা খাবি তো, শরীর ভালো থাকবে।

আমি অবাক হয়ে মধুটা দেখছিলাম। মনে হলো, মধুতে যেন কোনো বিশেষ শক্তি আছে, যা আমাদের শরীরকে উজ্জীবিত করে। এক চুমুক মধু মুখে দিলাম—একটু মিষ্টি, একটু স্বাদে। মনে হলো, শরীরের প্রতিটি কণায় এক নতুন জীবন স্পন্দিত হচ্ছে। মায়ের হাসি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল। এই মধু শুধু খাবার নয়, এটা যেন প্রাকৃতিক ওষুধ,তিনি বললেন।

মধু, যা গাছপালার সবচেয়ে সেরা উপহার, শুধুমাত্র স্বাদে নয়, শক্তি ও স্বাস্থ্যেও বিশেষ ভূমিকা রাখে। শীতের সকালে মধু খাওয়া, আমাদের শক্তির উৎস এবং সুস্থতার এক চমৎকার পথ।🍯👌🥰🌿

আপনিও কি কখনও শীতের সকালে মধু খেয়েছেন?

হাটহাজারী পাশারী ডট কম

#মধু
’sSweetness








゚viralシfypシ゚viralシalシ
#হাটহাজারী #কবিরাজি

১৬ ডিসেম্বর আমাদের অহংকার, আমাদের পরিচয়— (হাটহাজারী পাশারী ডট কম এর)  পক্ষ থেকে.. শুভ বিজয় দিবসের শুভেচ্ছা । 🇧🇩🇧🇩🇧🇩
16/12/2025

১৬ ডিসেম্বর আমাদের অহংকার, আমাদের পরিচয়— (হাটহাজারী পাশারী ডট কম এর) পক্ষ থেকে.. শুভ বিজয় দিবসের শুভেচ্ছা । 🇧🇩🇧🇩🇧🇩

ভাবলেই অবাক লাগে প্রকৃতির এমন দামি এক উপহার এই ওষুধ। একবার জানলে বুঝতে পারবেন কেন সবাই এর জন্য আগ্রহী।এটা দাঁতের ক্ষয় র...
10/12/2025

ভাবলেই অবাক লাগে প্রকৃতির এমন দামি এক উপহার এই ওষুধ। একবার জানলে বুঝতে পারবেন কেন সবাই এর জন্য আগ্রহী।

এটা দাঁতের ক্ষয় রোগ, দাঁতের ব্যথা, দাঁতের পোকা, মাড়ি ফোলা, মাড়ি দিয়ে রক্ত পড়া—দাঁতের সমস্ত ব্যথা দূর করায়। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চলে এত দামে বিক্রি হয় কারণ এখানে দাঁতের রোগে প্রায় ৭০% মানুষ আক্রান্ত।

প্রথমে ঝিরঝিরি ফুলের গুঁড়া এক চামচ পরিমাপ তৈরি করে নিন ব্লেন্ডার করে অথবা বেটে মিহি গুরো নিন।

সকালে ও রাতে ব্রাশ করার আগে সরাসরি আক্রান্ত দাঁতের মধ্যে চিবিয়ে নিন বা ফুলের গুঁড়া দিয়ে মাড়ি ও দাঁত ঘষুন।

২–৩ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নিয়মিত প্রতিদিন ব্যবহার করলে দাঁতের সমস্ত ব্যথা, পোকা ও মাড়ি সমস্যা দূর হয়ে যাবে।

প্রকৃতির এমন এক অমূল্য উপহার, যা দাঁতের সব রোগ দূর করতে পারে। একবার ব্যবহার করলে আর চাইবেন না কোনো ওষুধ।
দাঁতের স্বাস্থ্য ফিরিয়ে আনার এই ফুলের শক্তি দেখলে বিশ্বাস করা ছাড়া উপায় নেই।

তিসির তেল প্রাকৃতিক ও পুষ্টিগুণে ভরপুর এক অনন্য ভোজ্য তেল। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা হৃদপিণ্ড সুস্থ রাখতে সহায়তা...
05/12/2025

তিসির তেল প্রাকৃতিক ও পুষ্টিগুণে ভরপুর এক অনন্য ভোজ্য তেল। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা হৃদপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে। ত্বক ও চুলের যত্নে তিসির তেল দারুণ কার্যকর। নিয়মিত খাদ্যতালিকায় তিসির তেল যুক্ত করলে সুস্বাস্থ্য ও প্রাণশক্তি বজায় থাকে।

হাটহাজারী পাশারী ডট কম

#হাটহাজারী

মানুষ আর কুকুরের বৈপরীত্য!গত ১ ডিসেম্বর, পাবনার ঈশ্বরদীতে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ৮ জন কুকুরছানার বস্তাবন্দী মৃতদে...
04/12/2025

মানুষ আর কুকুরের বৈপরীত্য!
গত ১ ডিসেম্বর, পাবনার ঈশ্বরদীতে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ৮ জন কুকুরছানার বস্তাবন্দী মৃতদেহ। এই ঘটনায় তীব্র সাড়া সৃষ্টি হলে মামলা দায়ের হয়, এবং আজ স্থানীয় এক সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু কেন তারা এমনটি করলেন? তাদের ‘অভিযোগ’ কুকুরছানাদের অনেক বেশি ডাকাডাকির ফলে তারা বিরক্ত। আর তার সমাধান করতেই সবাইকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর সেদিন সকাল থেকেই হন্যে হয়ে বাচ্চাদের খুঁজে চলেছে মা কুকুর।

একইদিনে আরেক স্থানে কয়েকজন কুকুর ঘটায় একদম বিপরীত এক ঘটনা। পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক পাবলিক টয়লেটের বাইরে গভীর রাত থেকে পড়ে ছিল একজন মানব নবজাতক। সেই নবজাতক যেন নিরাপদে থাকে সেজন্য কয়েকজন কুকুর এসে তাকে ঘিরে একটি বৃত্ত সৃষ্টি করে পাহারা দেয় সারা রাত। সকালবেলা অবশেষে যখন স্থানীয় মানুষ ব্যাপারটি দেখতে পায়, এবং শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যায়; কেবলমাত্র তখনই কুকুরেরা তাদের দায়িত্ব শেষ করে। (তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

একই দিনে মানুষ আর কুকুরের এমন দুই বিপরীত আচরণ দেখলাম আমরা। একদিকে শিক্ষা-দীক্ষা-অহংকারে সেরা জীব হিসেবে বড়াই করা মানুষের হাতে নিহত হলো ৮ জন কুকুরছানা, যারা কিনা মানুষকে বন্ধু ভেবেই চারপাশে থাকত। অন্যদিকে এই মানুষেরই এক শিশুকে পরিত্যক্ত অবস্থায় রক্ষা করতে শীত সহ্য করেও দাঁড়িয়ে থাকল কয়েকজন কুকুর! আমাদের বড়াই কি থামবে? ভূপেন হাজারিকার সুর ধরে বলাই যায়, ‘লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু…’

দুলালের তাল-মিছরি  শীতে সব বয়সী সবার ই ঠান্ডা কাশি হওয়াটা যেনো একটা কমন ব্যাপার, বিশেষ করে ঘরে ঘরে বাচ্চাদের সর্দি কাশি ...
23/11/2025

দুলালের তাল-মিছরি

শীতে সব বয়সী সবার ই ঠান্ডা কাশি হওয়াটা যেনো একটা কমন ব্যাপার, বিশেষ করে ঘরে ঘরে বাচ্চাদের সর্দি কাশি তো লেগেই আছে -- সর্দি কাশির উপশমে জাদুর মত কার্যকরী দুলাল চন্দ্র ভড়ের তাল-মিছরি👍পাশাপাশি ব্যাবহৃত হতে পারে আপনার খাদ্যতালিকার মিষ্টি খাবারে চিনির বিকল্প হিসেবে।

🟢 কেন খাবেন দুলাল চন্দ্র ভড়ের তাল-মিছরি ❓

✅ ঠাণ্ডা আবহাওয়ায় এক গ্লাস গরম দুধ ও মিছরি পান করলে সর্দি-কাশি থেকে উপশম ঘটবে। দিনে দু’বার স্বাস্থ্যকর পানীয়টি শীতে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে।
✅ শরীরের রক্ত সঞ্চালনকে আরও উন্নত করে দুধ-মিছরি।
✅ দুধ-মিছরি খেলে নারীদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
✅ যারা সারাক্ষণ কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে কাজ করেন, তাদের জন্য দুধ-মিছরির মিশ্রণটি খুব উপকারী। এটি চোখকে সুস্থ রাখে।
✅ হালকা গরম দুধের সঙ্গে মিছরি মিশিয়ে বদহজমের সমস্যা দূর হয়। এটি গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর এবং হজমে উন্নতি করতে সহায়তা করে। অ্যাসিডিটির সমস্যায় ঠাণ্ডা দুধে মিছরি মিশিয়ে খেলে উপকার মিলবে।
✅ গরম দুধে জাফরান ও মিছরি মিশিয়ে খেলেও শরীরে অ্যানার্জি আসে। এ ছাড়াও শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে।

অর্ডার করতে ইনবক্স প্লিজ (হাটহাজারী পাশারী ডট কম)

#হাটহাজারী

খুব যত্ন সহকারে পার্সেল গুলো একটা একটা করে রেডি করতেসি ডেলিভারির জন্য!!❤️আগামীকাল আরও নতুন শিপমেন্ট আসবে!!❤️!
18/11/2025

খুব যত্ন সহকারে পার্সেল গুলো একটা একটা করে রেডি করতেসি ডেলিভারির জন্য!!❤️
আগামীকাল আরও নতুন শিপমেন্ট আসবে!!❤️!

Address

Hathazari Madrasha Market
Chittagong
4330

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী পাশারী ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share