
22/08/2025
"জোয়ান"
জোয়ান মূলত পেটের রোগের জন্য প্রচলিত আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করা হয়। এটি বদহজম এবং পেট ফাঁপা সারাতে কার্যকরী। এটি পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়। অম্লতা কমাতে এটি ঔষধ হিসাবে কাজ করে।
জোয়ানের উপকারিতা:
এটি কিডনি পাথরের মতো ক্ষতিকারক রোগের কারণে ব্যথা হ্রাসে এবং নিরাময় করতে উপকারী হতে পারে। মুখের সমস্যার জন্য: জোয়ান, দাঁতের ব্যাথার চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। দাঁতের ব্যাথা, মুখে খারাপ গন্ধ বা দাঁতের ক্ষয় জাতীয় অসুবিধে থেকে মুক্তি পেটে হলে, জোয়ানের তেল ও লবঙ্গের তেল দিয়ে রোজ মুখ পরিষ্কার করুন।
কী ভাবে খাবেন জোয়ান জল
এক গ্লাস জলে ২ চামচ জোয়ান দেবেন। এবার তা ভিজে গেলে ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। গরম গরম এই জল খেতে পারলে উপকার সবচেয়ে বেশি। সকালে উঠে খালি পেটে এই জল খেতে পারলে অনেক সমস্যার সমাধান হয়।
এছাড়াও জোয়ানের উপকারিতা বলে শেষ করা যাবে না।খাঁটি পণ্যের নিশ্চয়তা মানে (হাটহাজারী পাশারী)
(হাটহাজারী পাশারী ডট কম ) এ পাচ্ছেন জোয়ান দানা সহ আর ও ২০০০+ পণ্য...