19/07/2025
পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়ন বন্ধে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন কর!
আজ এই স্লোগান প্রাণ ফিরুক ✊✊✊
একটি স্লোগান শব্দ নয়,
এটি একটি চেতনা,একটি ডাক!
যে ডাকে জেগে ওঠে হাজারও হৃদয়,দোলা দেয় সংগ্রামে স্পন্দন।
এই স্লোগান হোক,বঞ্চনা বিরুদ্ধে আওয়াজ হোক ✊✊✊
মুক্তি পথে প্রদীপ।
এই স্লোগান প্রাণ ফিরুক--
লড়াই হোক আরও দৃঢ়,আরও ঐক্যবদ্ধ।
খাগড়াছড়ি পার্বত্য জেলার ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদ এবং সকল ধর্ষককে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে,
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হইয়াছে।
স্থানঃ #চেরাগি_পাহাড়_গোল_চত্বর,চট্টগ্রাম মহানগর।
দলে দলে যোগ দিন।
গত (১৮/০৭/২০২৫ইং) রোজ শুক্রবার।