25/10/2025
জীবনের অনেক মজার কিছু জিনিস আছে আবার অনেক কষ্টের ও জিনিস আছে। মরে গেলে কাঁদবে আর অর্জন করলে খুশি হবে। টাকা না থাকলে কথা বলবে না আবার টাকা থাকলে মজার মজার কথা বলে। হ্যাঁ এটাই আমাদের সমাজ একটা মানুষের জীবনে কষ্ট অসুবিধা থাকতে পারে তাতে কি তাকে বিচার করতে হবে? নিজের জীবন নিয়ে চিন্তা কর অন্যের না।
যখন মরবে তখন হাশরের ময়দানে কি জবাব দিবে? যখন তোমার গুনাহের পাল্লা বারি হবে তখন কি করবে? আল্লাহ কি তোমার কবিরা গুনাহ মাফ কিরে দিবেন? আল্লাহ কি এতো দয়ালু, নাহ আল্লাহর রাগ ও আছে।
যদি তিনি শুধু দয়ালু থাকতেন তাহলে জাহান্নাম তৈরি করতেন না। মৃত্যুকে ভয় কর, মানুষের ক্ষতি করা বাদ দাও। হ্যাঁ অব্যশই জাহান্নাম মানুষ ও জিন দ্বারা পূর্ণ হবে। কিন্তু ভালো কাজ কর যেন গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে যেতে পার।