Ashraful ISLAM Pranto

Ashraful ISLAM Pranto আমার কি দোষ খালি পাপ জমাই � �
{B - B�} � {T - S�} � {L- K�} �

জীবনের অনেক মজার কিছু জিনিস আছে আবার অনেক কষ্টের ও জিনিস আছে। মরে গেলে কাঁদবে আর অর্জন করলে খুশি হবে। টাকা না থাকলে কথা ...
25/10/2025

জীবনের অনেক মজার কিছু জিনিস আছে আবার অনেক কষ্টের ও জিনিস আছে। মরে গেলে কাঁদবে আর অর্জন করলে খুশি হবে। টাকা না থাকলে কথা বলবে না আবার টাকা থাকলে মজার মজার কথা বলে। হ্যাঁ এটাই আমাদের সমাজ একটা মানুষের জীবনে কষ্ট অসুবিধা থাকতে পারে তাতে কি তাকে বিচার করতে হবে? নিজের জীবন নিয়ে চিন্তা কর অন্যের না।

যখন মরবে তখন হাশরের ময়দানে কি জবাব দিবে? যখন তোমার গুনাহের পাল্লা বারি হবে তখন কি করবে? আল্লাহ কি তোমার কবিরা গুনাহ মাফ কিরে দিবেন? আল্লাহ কি এতো দয়ালু, নাহ আল্লাহর রাগ ও আছে।

যদি তিনি শুধু দয়ালু থাকতেন তাহলে জাহান্নাম তৈরি করতেন না। মৃত্যুকে ভয় কর, মানুষের ক্ষতি করা বাদ দাও। হ্যাঁ অব্যশই জাহান্নাম মানুষ ও জিন দ্বারা পূর্ণ হবে। কিন্তু ভালো কাজ কর যেন গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে যেতে পার।

আমার অর্থ কম থাকুক! আমার যোগ্যতা কম হোক কিন্তু আমার কথা, আমার ব্যবহার, আমার আচরণ মন মানসিকতা যেন সুন্দর এবং মার্জনীয় হয...
06/10/2025

আমার অর্থ কম থাকুক! আমার যোগ্যতা কম হোক কিন্তু আমার কথা, আমার ব্যবহার, আমার আচরণ মন মানসিকতা যেন সুন্দর এবং মার্জনীয় হয় এই দিকে বহুত খেয়াল আমি রাখি কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে সম্মান, আদর, ভালোবাসা পাওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় অর্জন!

I didn't know what life meant before.      Now it seems like life means war.          Sometimes with the self,     Somet...
02/10/2025

I didn't know what life meant before.
Now it seems like life means war.
Sometimes with the self,
Sometimes with the devil,
Sometimes with a tired mind or body,
And sometimes with people I know and don't know.



It is more important to be honest than beautiful. People appreciate beauty for a few years. But, the respect for honesty...
16/09/2025

It is more important to be honest than beautiful.
People appreciate beauty for a few years.
But, the respect for honesty lasts even after death.

শৈশবে আমরা সবাই বড় হয়ে কত কিছু হতে চাই—কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ শিল্পী।        কিন্তু বড় হতে হতে বুঝি,           ...
13/09/2025

শৈশবে আমরা সবাই বড় হয়ে কত কিছু হতে চাই
—কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ শিল্পী।
কিন্তু বড় হতে হতে বুঝি,
স্বপ্ন পূরণের চেয়ে জীবনে শান্তি নিয়ে বেঁচে থাকাই বেশি জরুরি।
সমাজের নিয়ম, দায়িত্বের বোঝা,
আর মানিয়ে চলার চাপে স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায় অচেনা পথে।

যা হতে চেয়েছিলাম,
তা হারিয়ে যায় যা হতে বাধ্য হই,
তাই হয়ে উঠি আমরা। আসলে,
জীবনকে আমরা যেমন দেখি,
জীবন কিন্তু আমাদের ঠিক তেমনভাবে দেখে না।



رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এর উচ্চারণ: রাব্বানা আতিনা ফি...
05/09/2025

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 

এর উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার। 

এর অর্থ হলো: হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা কর।

তেমন কিছু না মাঝে মাঝে আল্লাহ্ মানুষকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেন, যেখানে সে আর কাউকে পাশে পায় না, কারো বোঝাপড়া, ...
13/08/2025

তেমন কিছু না মাঝে মাঝে আল্লাহ্ মানুষকে
এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেন,
যেখানে সে আর কাউকে পাশে পায় না,
কারো বোঝাপড়া, কারো সান্ত্বনা সবই যেন নিরব।
তখন আল্লাহ্ যেন মমতায় বলে ওঠেন: দেখো বান্দা,
তোমাকে বোঝার মতো আমি ছাড়া কেউ নেই।

তোমাকে শান্ত করার ক্ষমতা
আমার ছাড়া কারো নেই তোমার মূল্য কতটা,
সেটা নির্ধারণ করার অধিকার একমাত্র আমারই আছে,
এই অনুভূতিই মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়।



04/08/2025
সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই-সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-প...
16/07/2025

সময়টা থেমে থাকে না।
ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই
হঠাৎ একদিন বুঝে যাই-সবকিছু আমাদের জন্য নয়।
প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন
আমাদের একটু একটু করে মানুষ করে তোলে।
আনন্দ, দুঃখ, হার-জিত-সব মিলিয়েই জীবন।
আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়,
কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি।
এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।

@

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে অনেক কিছু চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ। না পেলে অভিমান করতাম ইদানিং শুধু একটা জিনিস চ...
12/07/2025

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে অনেক কিছু চাইতাম।
আমাকে এটাই দিও, প্লিজ। না পেলে অভিমান করতাম
ইদানিং শুধু একটা জিনিস চাই এইটা পেলে
“যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি।
আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী নয়।
মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে.

০৭- জুন -২০২৫EID-UL-ADHAঈদ মোবারক ঈদুল আজহার শুভেচ্ছা ২ বছর পর আবার ফ্যামিলির সাথে কোরবানির ঈদ ১ দিনের কসাই 🗡️🗡️        ...
07/06/2025

০৭- জুন -২০২৫
EID-UL-ADHA
ঈদ মোবারক
ঈদুল আজহার শুভেচ্ছা
২ বছর পর আবার ফ্যামিলির সাথে কোরবানির ঈদ
১ দিনের কসাই 🗡️🗡️


16-May-2025Wedding night a.r.sobuj
18/05/2025

16-May-2025
Wedding night a.r.sobuj



Address

Dr. Fazlul Hajera Degree College
Chittagong
4219

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful ISLAM Pranto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share