
13/08/2025
তেমন কিছু না মাঝে মাঝে আল্লাহ্ মানুষকে
এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেন,
যেখানে সে আর কাউকে পাশে পায় না,
কারো বোঝাপড়া, কারো সান্ত্বনা সবই যেন নিরব।
তখন আল্লাহ্ যেন মমতায় বলে ওঠেন: দেখো বান্দা,
তোমাকে বোঝার মতো আমি ছাড়া কেউ নেই।
তোমাকে শান্ত করার ক্ষমতা
আমার ছাড়া কারো নেই তোমার মূল্য কতটা,
সেটা নির্ধারণ করার অধিকার একমাত্র আমারই আছে,
এই অনুভূতিই মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়।