07/04/2025
আমরা কি মানুষ?
নাকি ভূগোলে ভাগ করা নির্লজ্জ নীরবতা?
অস্থির আগুন—
ছিঁড়ে পড়ছে মানুষ,
আকাশের গায়ে সেঁটে আছে ছিন্নভিন্ন ছায়া—
এই কি ছিল বাঁচার প্রতিশ্রুতি?
কেউ আর্তনাদ করে না,
কারণ কান্নার ভাষা আজ নিষিদ্ধ।
কারণ পৃথিবী কানে তুলো গুঁজে চায়
শুধু ‘শান্তির আলোচনা’।
নিশ্চিহ্ন হয়ে গেলো গোটা একটা শহর। হায় রে।