AYAN ISLAM

AYAN ISLAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AYAN ISLAM, Digital creator, Debidwar, Chittagong.

07/04/2025

আমরা কি মানুষ?
নাকি ভূগোলে ভাগ করা নির্লজ্জ নীরবতা?

অস্থির আগুন—
ছিঁড়ে পড়ছে মানুষ,
আকাশের গায়ে সেঁটে আছে ছিন্নভিন্ন ছায়া—
এই কি ছিল বাঁচার প্রতিশ্রুতি?

কেউ আর্তনাদ করে না,
কারণ কান্নার ভাষা আজ নিষিদ্ধ।
কারণ পৃথিবী কানে তুলো গুঁজে চায়
শুধু ‘শান্তির আলোচনা’।

নিশ্চিহ্ন হয়ে গেলো গোটা একটা শহর। হায় রে।

28/11/2024
01/10/2024

আস্তাগফিরুল্লাহ হাল্লাযি লা ইলা হা ইল্লা হুয়াল হাইউল কাইউম অ আতুবু ইলাইহি।

01/10/2024

.প্রিয় রাসূল (স.) বলেছেন, “তোমরা আঙ্গুলে তাসবীহ গণনা কর কেননা কি'য়া'মতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে।”
(আবু দাউদ-১৫০১)

01/10/2024

আবু উমামা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দেবে না। [আন-নাসায়ী এটি বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বান একে সহীহ (প্রমাণিত) বলেছেন।

27/09/2024

আমার এমন লাগে কেন?
মনে হচ্ছে ভিতরে ভিতরে আমি দম বন্ধ হয়ে মারা যাবো,আমার কেমন যেন ভিতরে অনেক কথা আটকে আছে কিন্তু আমি বলতে পারি না।
আমি মনে হয় মারা যাবো!😅❤️‍🩹

25/09/2024

নষ্ট চরিত্রের অধিকারী কোনো
এক নারীকে অসম্ভব ভালোবাসতাম 😊

25/09/2024

ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সকল সমস্যার সমাধান করবো,বড় হয়ে দেখি আমিই পরিবারের সবচেয়ে বড় সমস্যা 😊

24/09/2024

ষড়যন্ত্র সেটা যেটা তোমি বুঝতে পারো না 💝

24/09/2024

আমি যেন আজ সাদা কাপনে মুড়ানো এক জীবিত লাশ,
জীবনের বাঁকা পথে চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যাই.....!!

ক্লান্তির শেষ বিকেলে অন্তত একবার চলে এসো,
আমার অব্যক্ত অনুভুতি গুলো বলবো তোমায়...!!

যদি মনে পড়ে জীবনের শেষ কালে_
তুমি চলে এসো_
চলে এসো_

অন্তত একবার জীবন নদীর ভাটা স্রোতে ভাসবো দুজন

হাতে হাত রেখে ক্লান্তির প্রহরে তোমার স্পর্শ নিয়ে চিরতরে চির নিদ্রায় যেতে চাই....
তুমি চলে এসো শেষ বিকেলে অন্তত এক বার....!!

24/09/2024

কলঙ্কের দাগ দিলা, বিচ্ছেদ ব্যাথা দিলা। অন্যে কারোর সাথে দেখার যন্ত্রণা ও দিলা, দিলানা শুধু তোমারে💔😅

Address

Debidwar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when AYAN ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share