SOHAN zone X.

SOHAN zone X. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SOHAN zone X., Digital creator, Chittagong.

হে, বৃষ্টি তুমি মুছে দিও না,
আমার ভাইয়ের রক্তে রাঙানো ইতিহাস,
হে, বজ্র তুমি পেটে পড়ো না,
আমার ভাইয়ের মাথার উপর,
হে, কালো মেঘ তুমি লাল হয়ে,
জানাও শহীদের রক্তের কথা।

written by: Abrar Chowdhury Sohan

08/07/2025

Zika Virus একধরনের ভাইরাস যা মূলত এডিস মশার কামড় (Aedes mosquito bite) এর মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসটি সবচেয়ে বেশি আলোচনায় আসে যখন এটি গর্ভবতী নারীদের মাধ্যমে নবজাতকদের মধ্যে মাইক্রোসেফালি (মস্তিষ্ক ছোট হয়ে জন্মানো) রোগ ঘটায়।

---

🦟 Zika Virus কীভাবে হয়?

মূলত তিনভাবে ছড়াতে পারে:

1. ✅ মশার কামড়ে:
এডিস মশা (যা দিনের বেলায় বেশি কামড়ায়) Zika ভাইরাস বহন করে এবং মানুষকে কামড় দিলে ভাইরাস শরীরে প্রবেশ করে।

2. ✅ যৌন সংস্পর্শের মাধ্যমে:
যেসব পুরুষ বা নারী Zika ভাইরাসে আক্রান্ত, তারা যৌন সম্পর্কের মাধ্যমে অন্যকে সংক্রমিত করতে পারে।

3. ✅ গর্ভকালীন সংক্রমণ:
গর্ভবতী নারী যদি Zika ভাইরাসে আক্রান্ত হয়, তবে তার অনাগত শিশুও আক্রান্ত হতে পারে।

---

🤒 Zika Virus-এর লক্ষণসমূহ:

হালকা জ্বর

গায়ে বা মুখে র‍্যাশ/চুলকানি

চোখে লাল ভাব (Conjunctivitis)

গাঁটে ও মাংসপেশিতে ব্যথা

মাথা ব্যথা

দুর্বলতা

👉 অনেক সময় লক্ষণ একেবারেই না-ও দেখা যেতে পারে।

---

⚠️ কেন এটি ভয়ংকর?

গর্ভবতী নারীদের জন্য এটি খুবই বিপজ্জনক।

শিশুদের জন্মগত ত্রুটি ঘটাতে পারে (যেমন Microcephaly)।

বিরল ক্ষেত্রে Guillain-Barré syndrome নামক স্নায়ুর রোগ ঘটাতে পারে।

---

🛡️ প্রতিরোধে করণীয়:

1. 🦟 মশা থেকে নিজেকে রক্ষা করুন (মশারি, মশা মারার স্প্রে, ফুলহাতা জামা)।

2. ❌ পরিষ্কার পানি জমতে দেবেন না (এডিস মশা জমা পানিতে জন্মায়)।

3. 🧴 Mosquito Repellent ব্যবহার করুন।

4. 🧬 আক্রান্ত হলে অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

5. 🤰 গর্ভবতী হলে ভাইরাস প্রভাবিত এলাকায় ভ্রমণ এড়িয়ে চলুন।

---

প্রয়োজনে আপনি চাইলে আমি এ নিয়ে ভিডিও স্ক্রিপ্ট, পোস্টার বা ইনফোগ্রাফিকও তৈরি করে দিতে পারি। বললেই দেবো।

আপনার এই অনুদানের কথা জাতি কখনো ভুলবে না চাচা🫡
26/08/2024

আপনার এই অনুদানের কথা জাতি কখনো ভুলবে না চাচা🫡

21/08/2024

Breaking News🔥🚨
নটর ডেমের ছাদে বসে পরীক্ষা দিবে বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থীরা

নিষিদ্ধ সময়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে আটক দুই জেলে।
14/08/2024

নিষিদ্ধ সময়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে আটক দুই জেলে।

13/08/2024

ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় মনযোগী করতে সন্ধ্যার পর থেকে রাত ১১ টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
নাহিদ ইসলাম
-আইসিটি উপদেষ্টা

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when SOHAN zone X. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share