14/05/2023
#উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মোখা, সংকেত নামলো ৩ নম্বরে।
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূল অতিক্রম করার পর ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। এ অবস্থায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
#পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সই করা সন্ধ্যা ৬টার ঘূর্ণিঝড় সতর্কীকরণ ২২ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।