It's prathana

It's prathana -আমার পেজে আপনাকে স্বাগতম 🖤🌺
-যারা স্ট্যাটাস পছন্দ করেন তারা আমার পেজে ঘুরে আসতে পারেন 🖤💖🌺
(1)

SSC তে A+ পাওয়াটা ম্যাটার না, HSC টাই ম্যাটার। HSC তে A+ পাওয়া ম্যাটার না, Admission test এ ভালো কোথাও চান্স পাওয়াই ম...
05/08/2025

SSC তে A+ পাওয়াটা ম্যাটার না, HSC টাই ম্যাটার। HSC তে A+ পাওয়া ম্যাটার না, Admission test এ ভালো কোথাও চান্স পাওয়াই ম্যাটার। ভালো ভার্সিটিতে চান্স পাওয়া ম্যাটার না, সেখানে চান্স পাওয়ার পর ভালো সিজি পাওয়াটাই ম্যাটার। ভার্সিটিতে ভালো সিজিপিএ পাওয়া কোনো ম্যাটার না, ভালো জায়গায় ভালো বেতনের চাকরি পাওয়াই ম্যাটার। ভালো চাকরি কোনো সফলতা না, যদি না সংসার সুন্দর কিংবা ভালো না হয়।

Where is the end of this competition to achieve success !!!!

04/08/2025

-অপেক্ষা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে যার জন্য অপেক্ষা করছো, সে জানেই না তুমি অপেক্ষায় আছো💔😅

03/08/2025

অভিযোগ জমিয়ে রাখতে নেই। হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি; তাই সরে আসি নিঃশব্দে, নিঃশর্তে, গোপনে! 🖤🌸

02/08/2025

আমার এই জীবনে বহু মানুষই হারাইলাম। কত বন্ধু বান্ধব হারিয়ে গেলো, কত সু'সম্পর্ক আজ দুঃস'ম্পর্কে গড়ালো।কাছের মানুষ দূরে সরে গেলো, সবশেষে নিজেকে শান্তনা দিয়ে এখন শুধু মুখে একটা মুচকি হাসি রেখে সামনে দিকে এগিয়ে যাই।

কারণ আমি জানি আজ অথবা কাল হয়তো কেউ একজন হারিয়ে যাবে।হারিয়ে যাওয়াই যে নিয়ম, কেউ আয়োজন করে হারায় কেউ বা হুট করে!

তবে হারানোর এই পৃথিবীতে,হারিয়ে যাওয়া কে ভয় না করে,
একা বেঁচে থাকা ভালো
দিনশেষে আমিই আমার!🖤

01/08/2025

-তোমার চোখ ভিজবেই.. যদি তুমি কাউকে ঠকিয়ে থাকো...🫵😢😢

30/07/2025

-প্রেম হোক বা না হোক জীবনে একজন পছন্দের মানুষ থাকাটাই সুন্দর, হঠাৎ করে মন খারাপ হলে তার কথা মনে করে হেসে ফেলা যায়। শত ব্যস্ততার মাঝেও তার প্রোফাইল চেক করে শান্তি পাওয়া যায় 🌺💟!!

28/07/2025

রিলেশনশিপে দেখা করাটা জরুরি কেননা, আমি মনে করি ,একটা সম্পর্ক টিকে রাখার জন্য একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দেখা হলে একসাথে বসে গল্প করা,একে অপরের কথা শেয়ার করা এবং একসাথে বসে খাওয়া ইত্যাদি। সেখান থেকেই একে অপরের প্রতি টান, ভালোবাসা এবং মোহ জন্ম নেয়। এই যুগে এসে আমরা একে অপরকে বিশ্বাস করতে পারিনা দিনের পর দিন চ্যাট করার পরও অথচ আদিম যুগের মানুষেরা একটা চিঠি দিয়ে মাসের পর মাস সেই একজন মানুষের জন্যই অপেক্ষায় থাকেন। 🌺🖤

26/07/2025

-জীবন হয়তো বদলে যাবে কিন্তু ভালোবাসার মানুষটিকে কখনো ভুলতে পারবো না 😊🥺

25/07/2025

—কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো,তাকে যতই সাজাই না কেন তা কখনোই আমার নয়!🥺😢

🖤 না ফেরার দেশে রাঙামাটির সন্তান উক্য চিং মারমা 🖤না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাঙামাটির সন্তান, মাইলস্টোন স্কুল অ্যান্ড ক...
22/07/2025

🖤 না ফেরার দেশে রাঙামাটির সন্তান উক্য চিং মারমা 🖤
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাঙামাটির সন্তান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র উক্য চিং মারমা।
রাত প্রায় ৩:০০টার দিকে তার মৃত্যু হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি F‑7 BGI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর বিধ্বস্ত হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

আহতদের মধ্যে ক্লাসরত উক্য চিং মারমাও ছিলেন। তিনি মারাত্মক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

কিন্তু সব লড়াইয়ের অবসান ঘটিয়ে, অবশেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান।
এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

20/07/2025

তোমাকে নিয়ে লিখতে বসলে
শেষ পাতায় প্রতিবারই শুধু একটাই শব্দ "উপসংহার''।🖤

Address

Khagrachari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's prathana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share