It's prathana

It's prathana -আমার পেজে আপনাকে স্বাগতম 🖤🌺
-যারা স্ট্যাটাস পছন্দ করেন তারা আমার পেজে ঘুরে আসতে পারেন 🖤💖🌺
(1)

গরীব মানুষের উপরই বেশি অত্যাচার নির্যাতন হয়। পাহাড়ের স্যাটেলাররা বেশিরভাগই মূর্খ।১৪৪ দ্বারা জারি করে সেনাবাহিনী সাথে যুক...
30/09/2025

গরীব মানুষের উপরই বেশি অত্যাচার নির্যাতন হয়। পাহাড়ের স্যাটেলাররা বেশিরভাগই মূর্খ।১৪৪ দ্বারা জারি করে সেনাবাহিনী সাথে যুক্ত হয় স্যাটেলাররা এই নির্মম নির্যাতন চালায়।

মেয়ে গু*লিবিদ্ধ হয়ে ব্যাথায় কাতরাচ্ছে আর বাবা যে,থমকে গেছে....... !ভাবিয়েন না এটা ফিলিস্তিনের গাজা,এটা বাংলাদেশের পার্ব...
28/09/2025

মেয়ে গু*লিবিদ্ধ হয়ে ব্যাথায় কাতরাচ্ছে
আর বাবা যে,থমকে গেছে....... !
ভাবিয়েন না এটা ফিলিস্তিনের গাজা,
এটা বাংলাদেশের পার্বত্য এলাকাতে পাহাড়ি আদিবাসীদের উপর হামলা।

27/09/2025

Pray for khagrachari 🥺✊

আজ ২৭ সেপ্টেম্বর, জুম্মো ছাত্র জনতা ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপূর্ণ দিনব্যাপী অবরোধ ক...
27/09/2025

আজ ২৭ সেপ্টেম্বর, জুম্মো ছাত্র জনতা ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপূর্ণ দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করছে। কিন্তু সেই ন্যায্য আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বেআইনি বাঙালি সেটলাররা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ বর্বরোচিত আক্রমণে বহু নিরীহ জুম্ম অবরোধকারী আহত হয়েছেন এবং এক জুম্ম তরুণ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জোরালোভাবে ঘোষণা করছি - যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত জুম্ম ছাত্র জনতা অনির্দিষ্টকালের জন্য কঠোর সড়ক অবরোধ চালিয়ে যাবে।

আমাদের দাবিসমূহঃ

১। দুইজন ধর্ষককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
২। শান্তিপূর্ণ সমাবেশে যারা পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা।
৩। সেটলারদের আক্রমণে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।
৪। আজ ২৭ সেপ্টেম্বর, মহাজনপাড়া ও খাগড়াছড়ির অন্যান্য এলাকায় যেসব স্থানে একযোগে সেটেলারদের দিয়ে হামলা চালানো হয়েছে, সেসব ঘটনার বিচার নিশ্চিত করা।

26/09/2025

আগামীকালের হরতাল অবরোধে শুধু ছাত্রদের দিকে চেয়ে থাকলে হবে না।অভিভাবক,যুব সমাজকে ও নিজ দায়িত্বে সহযোগিতা কামনা করছি।কেউ বসে থাকবেন না এটা আপনার আমার সন্তানের মতো।এখন আর গান বাজনা,মদ খেয়ে দিন পার করবেন না।আজ আমার সন্তান, কাল আপনার সন্তানের ও হতে পারে।।

26/09/2025

-আর কি ত্যাগ করলে নিজের সামর্থ্য মধ্যে চলতে পারবো?🥺

25/09/2025

অবিলম্বে ছাত্রনেতা Marma 'র নিঃশর্ত মুক্তি চাই।

23/09/2025

সব দিকেই বাধা, প্রতিটি পথে অন্ধকার,
সমাধানের আলো যেন দূরে হারিয়ে যাচ্ছে। সব পথ অচেনা হয়ে যাচ্ছে, সান্ত্বনা নেই, সব দিকেই জঞ্জাল—কিন্তু রং বদলাতে সময় লাগে। অপেক্ষা করছি।🥺🖤

22/09/2025

বাহ্ টাকা ইনকাম করা এত সোজা
নয় 😩🥺

19/09/2025

৩০০ ফিট রোডে ছিনতাই! এটা কোন সিনেমা শুট না বিপদে ই বন্ধুর পরিচয় 🫆🖤

17/09/2025

দুর্গাপূজার আনন্দ নেই কাটপট্টি সুইপার হরিজন কলোনিতে। তাদের উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে সরকার।।
বিস্তারিত কমেন্টে 👇

Address

Khagrachari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's prathana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share