It's prathana

It's prathana -আমার পেজে আপনাকে স্বাগতম 🖤🌺
-যারা স্ট্যাটাস পছন্দ করেন তারা আমার পেজে ঘুরে আসতে পারেন 🖤💖🌺
(1)

28/10/2025

অপেক্ষায় আসলে কিচ্ছু নেই, আমি দীর্ঘকাল অপেক্ষা করেছি সুদিনের, সুসংবাদের, কিচ্ছু পাইনি!🥲🥲

28/10/2025

-ছেলেদের মন খারাপ বলতে কিছুই নেই ছেলেদের থাকে অভাব হয়তো টাকার নয়তো ভালোবাসার।🖤

25/10/2025

ঘুমিয়ে যাই, সকালে আবার অনলাইনে আসতে হবে।😁

24/10/2025

জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মুখই ভুলে গেছি...

যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে, সে ততটুকুই রাস্তা আমার সাথে হাঁটবে। মাঝপথে কেউ আলাদা রাস্তায় ঢুকে পড়লে, এখন আর আশ্চর্য হই না।

কারণ চির সত্য হলো, মানুষ সবসময় তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।🖤

তোমার শূন্যতা আমাকে কাদালেও আমার শূন্যতা কখনো তোমাকে কাঁদাবে না। কারণ তুমি আমার শূন্যতা অন্য কাউকে দিয়ো পূরণ করে নিয়েছো....
22/10/2025

তোমার শূন্যতা আমাকে কাদালেও আমার শূন্যতা কখনো তোমাকে কাঁদাবে না। কারণ তুমি আমার শূন্যতা অন্য কাউকে দিয়ো পূরণ করে নিয়েছো...! 🥺🥲

20/10/2025

ভালো থাকার তাগিদে মানুষ কত কিছু যে সহ্য করে!
অপছন্দের খাবার খায়, অপছন্দের মানুষের পাশে বসে, অপছন্দের কথাও চুপচাপ হজম করে নেয়—
মুখে হাসি রাখে, যেন কিছুই হয়নি।

ভেতরটা চুপচাপ কাঁদে, অথচ বাইরের দুনিয়ায় সে ঠিকঠাক। কারণ—ভালো থাকতে চায়, সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায়,নিজেকে হারিয়ে ফেলে শুধু এই ভেবে—"যদি এভাবে ওরা পাশে থাকে..."

নিজের ইচ্ছেগুলোকে আড়াল করে রাখে,স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়,কারও মন ভাঙবে ভেবে অনেক অপমানও গিলে নেয়।

ভালো থাকার নামে দিনের পর দিন মানিয়ে নিতে নিতে মানুষ একদিন নিজের সাথেই অপরিচিত হয়ে পড়ে।

19/10/2025

এক যুগ পরে কেউ আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসে ছিলেন?

আমার উত্তর হবে হ্যাঁ তবে পাইনি সেই মানুষ টাকে কিন্তু বুক ভর্তি গর্ব করে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবেসে ছিলাম তাকে আমি এখনো ভালোবাসি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ও আমি বলবো আমি এখনো তাকে অনেক ভালোবাসি কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন দেখে সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না আমি তাকে কত টা ভালোবাসি সেটা আমি তাকে কোনোদিন ও বোঝাতে পারি নি।

সৃষ্টিকর্তার কাছে এটাই চাই ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসার প্রিয় মানুষটা।

17/10/2025

অধিকাংশ মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে। জায়গা বলতে বিশেষ কোনো ব্যক্তি! সর্বত্র আমরা বেশ শক্ত হলেও, তার কাছে বেশ অসহায়। এমনিতে অনেক ম্যাচিউর, অনেক বুঝি...

তবুও তার কাছে কেন জানি বড্ড অবুঝ! অন্যরা দুদিন পর মেসেজ সিন করলেও খেয়াল করি না। কিন্তু, সে একটু লেইট রিপ্লাই দিলেই কষ্ট পাই। অনেক সময় হয়তো পোস্ট রিঅ্যাক্ট, স্টোরি সিন এসব লিস্টও চেক করি- শুধু সেই একটা নাম খোঁজার উদ্দেশ্যে। তার একটা মেসেজই আমাদের মন ভালো করে দিতে পারে। আবার মন খারাপ করতেও একটা মেসেজই যথেষ্ট।

অন্যদের অবহেলা, ভুল বুঝাবুঝি, সঙ্গ ত্যাগ- সহজে মেনে নিতে পারি! তার বেলায় এসব মানতে রাত জাগা লাগে, অশ্রুজলও ঝরানো লাগে হয়তো অনেক সময়। এই ব্যাপারগুলোকে 'মায়া' বলে, আর আমরা আসলে মায়াতে জড়িয়েই যাই! কারো না কারো, কখনো না কখনো। এসব ভেবে কষ্ট পাই! আবার এটাও জানি, জীবনের যাত্রাটা খুব বেশি সহজও তো নয়। এসব মায়া, বেদনা- সে যাত্রারই অংশ।

এসব মেনে নিয়ে, মানিয়ে নিয়েই আমাদের সামনে এগোতে হবে‌! এগিয়ে যাবো... ❤️

16/10/2025

আজকে HSC রেজাল্ট — কেউ পাবে, কেউ হয়তো পাবে না।🥺
কিন্তু মনে রেখো, রেজাল্ট তোমার জীবনের সবকিছু না।
তোমার পরিশ্রম, তোমার চরিত্র, আর তোমার মনোভাবই ঠিক করবে তুমি কোথায় পৌঁছাবে!
শুভকামনা সবাইকে ❤️

13/10/2025

মানুষের জীবন মানেই খড়ঁকুটো, সময়ের স্রোতে গাঁ ভাসিয়া চলতে হবে তাদের। কখনো মেনে নিতে হবে কখনো বা মানিয়ে নিতে হবে। কিন্তু এই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝখানে যখন সমীকরণ অমিল হয়ে যায় তখন সেই স্রোতের বিপরীতে গাঁ ভাসানোই উচিত।

আপনি সারাজীবন সব মেনে নিবেন অথচ কেউ আপনার দিক দেখবে না তা তো হয় না। মানুষের কি একটু শান্তিতে বাঁচার শখ জাগে না? কখনো কখনো বাঁচার জন্য স্রোতের বিপরীতে গাঁ ভাসানো উচিত।

হ্যাঁ, হয়তো বিপরীতে গাঁ ভাসিয়ে হাল শক্ত না রাখতে পারলে আপনি অথৈ সমুদ্রে হাবুডুবু খাবেন হয়তো একসময় তলিয়ে যাবেন গভীর সমুদ্রে।

কিন্তু যদি বিপরীতে গাঁ ভাসিয়ে কূল পেয়ে যান তবে আপনিই রাজা।🤍🌸

13/10/2025

ভালো মানুষ হতে চেয়েছিলাম, আশেপাশের মানুষ দেখে প্ল্যান বাতিল।

11/10/2025

শুধু সম্পর্কে আপন হইয়ো না,মন থেকে আপন হইয়ো, বন্ধু হইয়ো, একজন শুভাকাঙ্ক্ষী হইয়ো...

দুঃখের সময় তো উপদেশ দেওয়ার জন্য পুরো সমাজ পড়ে আছে, তুমি সেই সমাজ হইয়ো না। তুমি দুঃখ শুষে নেওয়ার মতো মানুষ হইয়ো......

ভালোবাসার দাবি বহুজনে করতে পারে। তুমি সেসব দাবি না করে আমার হওয়ার ওয়াদা হইয়ো।🤝❤

Address

Khagrachari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's prathana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share