Choto Mia By Rimel

Choto Mia By Rimel ✨ Welcome to Choto Mia by Rimel ✨
A little world of love, laughter, and creativity! 💫

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি। এই ছবিটা কে তুল...
22/07/2025

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি।
এই ছবিটা কে তুলেছে জানিনা। তবে আমার পাশে যেই মা দাঁড়িয়ে আছেন তার ১৫ বছর বয়সী মেয়ে গতকাল রাতে মারা গেছেন। আর ৯ বছর বয়সী ছেলেটার ৯৫% বার্ন, আইসিইউতে ভর্তি। উনি সকাল থেকে একটাই প্রশ্ন সবাইকে হাজারবার করেছেন, "বাচ্চাটার শ্বাস আছে তো?" যদি কেউ বলে হ্যাঁ আছে উনি তাতেই খুশি। মাঝেমধ্যে বলছেন ওর হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে ওকে জেনো ঠিকমতো কম্বল গায়ে দিয়ে দেওয়া হয়। তাকে শেষ পর্যন্ত স্বান্তনা দেওয়ারও কোনো ভাষাই আমাদের কারও কাছে ছিল না।
আরেকজন মা ছিলেন। তিনি মাহতাবের মা। মাহতাবও অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ও মায়ের খুব সম্ভবত এই একটাই সন্তান। আইসিইউ থেকে ডাক্তাররা যদি কোনো কারণে পরিবারের খোঁজ করেন তখন তাদের চোখে যে আতঙ্ক তা দেখার মতো না।
এইযে এনাদের মতো আরও মায়েরা যারা এখানে আছেন, এনারা শুধু এটুকুতেই খুশি যে তাদের সন্তানদের শরীরে প্রাণ আছে। তারা হয়তো বুঝতে পেরেছেন, এই দেশে শুধু দেহে প্রাণ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন!
Tabbasum
#বিমান_দুর্ঘটনা
#মাইলস্টোন
#উত্তরা_বিমান_দুর্ঘটনা

21/07/2025

আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, আজ যার যার ব্যক্তিগত গাড়ি চলাচল থেকে বিরত থাকুন, যদি খুব জরুরি না হয়।

ঢাকার রাস্তাঘাট যেন আজ যানজট মুক্ত থাকে, যাতে —
✅ অ্যাম্বুলেন্স দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে।
✅ রক্তদাতারা যেন দ্রুত ও সহজে হাসপাতালে পৌঁছাতে পারেন।
✅ প্রয়োজনীয় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম যেন বাধাহীনভাবে চলতে পারে।

একটি ছোট সিদ্ধান্ত আজ কারও জীবনের বড় কারণ হতে পারে।
চলুন, আজকের জন্য নিজের স্বার্থের চেয়ে বড় করে ভাবি।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 🤲

#উত্তরা #মাইলস্টোন #বিমান_দুর্ঘটনা #যানজট_মুক্ত #মানবতার_পাশে #রক্ত_দানের_আহ্বান

21/07/2025

📢 জরুরি মানবিক আহ্বান 📢

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকের বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুরুতর আহত।
অনেকের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।

যারা সুস্থ ও উপযুক্ত রক্তদাতা, দয়া করে দেরি না করে এগিয়ে আসুন।
এটা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
রক্ত দিলে জীবন বাঁচে। আজ আপনার একটু সাহস, কারও পরিবারের জন্য অমূল্য হতে পারে।

🩸 রক্তদানের জন্য যোগাযোগ করুন ঢাকা বার্ন ইউনিট হসপিটাল

আল্লাহ আমাদের সবার সহায় হোন। 🤲

#রক্ত_দানের_আহ্বান
#উত্তরা_বিমান_দুর্ঘটনা
#মানবতার_পাশে_থাকুন
#রক্ত_দিতে_ভয়_নয়

21/07/2025

আজ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রাণহানি ও বহু শিক্ষার্থী আহত হওয়ার খবর শুনে গভীরভাবে শোকাহত।

🕊️ اللّهُمَّ اغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ وَعَافِهِمْ وَاعْفُ عَنْهُمْ
(হে আল্লাহ, আপনি তাদের ক্ষমা করুন, দয়া করুন, শান্তি দিন ও তাদের ভুলত্রুটি মাফ করে দিন।)

আল্লাহ তায়ালা নিহতদের জান্নাত নসীব করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন, এবং সংশ্লিষ্ট পরিবারের ওপর ধৈর্য বর্ষণ করুন।

ইয়া আল্লাহ, আমাদের দেশ, আমাদের সন্তানদের, আমাদের আকাশ-স্থল-সমুদ্র সব বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমীন।

#উত্তরা #মাইলস্টোন_স্কুল #বাংলাদেশ #দুআ #ইন্নালিল্লাহ

21/07/2025
চাটগাঁইয়া মানেই একটু আলাদা, একটু বেশি খাঁটি!” 😎💙
16/07/2025

চাটগাঁইয়া মানেই একটু আলাদা, একটু বেশি খাঁটি!” 😎💙

😎😎😎
16/07/2025

😎😎😎

14/07/2025

টাকা মানুষের প্রয়োজন, কিন্তু টাকা যেন মানুষকে না কিনে ফেলে।"

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choto Mia By Rimel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share