22/08/2025
মোবাইল ফোনের ডায়াল প্যাড হঠাৎ পরিবর্তন হয়ে গেলে কয়েকটা কারণ থাকতে পারে:
1. সিস্টেম আপডেট (System Update):
মোবাইলের সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড/iOS আপডেটের পর অনেক সময় ডায়ালার অ্যাপের ডিজাইন পরিবর্তন হয়ে যায়।
2. ডিফল্ট অ্যাপ পরিবর্তন (Default App Change):
হয়তো আপনি বা কোনো অ্যাপ ভুলে গিয়ে নতুন ডায়ালার অ্যাপকে default phone app করে ফেলেছেন।
3. থার্ড-পার্টি অ্যাপ (Third-party App):
প্লে-স্টোর বা অন্য জায়গা থেকে ইনস্টল হওয়া কোনো কল-ম্যানেজার, কন্টাক্টস বা স্কিন/থিম অ্যাপ আপনার ডায়াল প্যাড পরিবর্তন করে থাকতে পারে।
4. থিম বা লঞ্চার (Theme/Launcher):
যদি নতুন থিম, আইকন প্যাক বা লঞ্চার ব্যবহার করেন, তাহলে সেটার প্রভাবেও ডায়াল প্যাডের ডিজাইন বদলে যেতে পারে।
5. বাগ বা গ্লিচ (Bug/Glitch):
মাঝে মাঝে সিস্টেম বাগ বা ক্যাশ সমস্যা থেকেও UI (User Interface) পরিবর্তিত বা অদ্ভুত লাগতে পারে।
---
✅ সমাধান কী করবেন:
Settings → Apps → Default apps → Phone/Dialer গিয়ে চেক করুন সঠিক ডায়ালার সিলেক্ট আছে কিনা।
সম্প্রতি ইনস্টল করা নতুন কোনো থার্ড-পার্টি অ্যাপ/থিম আনইনস্টল করে দেখুন।
ক্যাশ ক্লিয়ার করুন: Settings → Apps → Phone → Storage → Clear cache।
দরকার হলে মোবাইল রিস্টার্ট করুন।