11/10/2024
পূজা মন্ডপে গিয়ে মুসলিমদের গান গাওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কিছু প্রশ্ন হলো
এক. তোমরাই তো বলো, এ উৎসব সবার, সর্বজনীন। ডিসিও তো বললেন, এ পূজা আমাদেরও। তাহলে আমরা গান গাইলে সমস্য কী?
দুই. রবি ঠাকুরের লেখা সঙ্গীত যদি আমরা জাতীয় সঙ্গীত বানিয়ে গাইতে পারি, তাহলে আমাদের সঙ্গীত তাদের আলয়ে চলবেনা কেন?
তিন. এ ঘটনার মাধ্যমে এটি প্রমাণিত হয় কী ধর্ম যার যার উৎসব সবার?