Anas Bin Hakim

Anas Bin Hakim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anas Bin Hakim, Digital creator, Chittagong.

26/10/2024

"তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো!

তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো!

তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও!

তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো!

আপাতত এটা কিনারও সামর্থ্য নাই😒
26/10/2024

আপাতত এটা কিনারও সামর্থ্য নাই😒

26/10/2024

আগামী বছর ২০২৫ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ১ মার্চ প্রথম রোজা রাখবেন মুসল্লিরা। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যদি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে ১ মার্চ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এ মাস শুরু হবে।,

24/08/2024

কাপ্তাই বাঁধের গেট আজকে রাতে খোলার কথা ছিল।
সঙ্গত কারণে আপাতত খুলবে না আগামীকাল সকাল ১০ টায় খুলতে পারে বা নাও পারে।

24/08/2024

ব্রেকিং...
কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে
আজ রাত ১০টায়

22/08/2024

>>> সর্বশেষ

22/08/2024

প্রিয় চট্টগ্রামবাসী,
কাপ্তাই বাঁধের অবস্থা খারাপ। ১০৯ ফুটের মধ্যে ১০৫ ফুট হয়ে গেছে পানি।যেকোনো মুহূর্তে বাঁধ খুলে দিতে বাধ্য হবে।কাপ্তাই হ্রদ আরেকটা ভয়ংকর জিনিস, ৯১ এর ঘূর্ণিঝড়ে জাস্ট ২ টা গেইট খুলাতে চট্টগ্রামের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন যদি কাপ্তাই বাঁধ খুলে তাহলে হাটহাজারী, রাউজান, বোয়ালখালি,পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, মহেশখালী এসব জায়গা ডুবে যাবে।
পরিস্থিতি কল্পনার বাইরে হইতে পারে।
শোনা যাচ্ছে, ৩টার দিকে বাঁধ খুলে দিতে পারে তাই সকলে প্রস্তুতি নিয়ে রাখেন, আর নিরাপদ স্হানে অবস্থান করুন।

21/08/2024

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ায় কাপ্তাই বাধ খুলে দেওয়া হতে পারে!
কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান,বোয়ালখালি সহ চট্টগ্রাম মহানগরের আশেপাশের নিম্নাঞ্চলের জনসাধারণ সবাই নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ রইল।

মহান আল্লাহ্ সবাইকে হেফাজত রাখুক।

21/08/2024

ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।

বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

হেল্পলাইনঃ

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316

আশেপাশে যারা অনলাইন আসতে পারছেন তারা পরিচিত কেউ বিপদগ্রস্ত এলাকায় থাকলে নাম্বারগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন।

Dakbaksho Foundation - ডাকবাক্স ফাউন্ডেশন

21/08/2024

বদলে গেলো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শপথ বাক্য’

নতুন শপথ বাক্য,
"আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো, দেশের প্রতি অনুগত থাকিবো, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো, হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি, আমিন "

11/08/2024

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পায়ের নিছে পড়ে রাসেল ভাইপার বিলুপ্ত....!! 😅🙃

Address

Chittagong

Telephone

+8801846007976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anas Bin Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anas Bin Hakim:

Share