Unpredictable Life

Unpredictable Life ...

12/10/2025

Hoping for someone who chooses to stay for a lifetime — who makes even my little wishes feel like treasures."*

12/10/2025

Kdrama villains with no haters

12/10/2025

Sorry girl 🙃

12/10/2025

২ বছর পর গা'জা'তে আযানের ধ্বনি শুনতে পাওয়ার অনুভূতি'টা!
এটা ভিষণ সুন্দর🤍❤️
আলহামদুলিল্লাহ🤲

10/10/2025
সুখ বিক্রেতা!
09/10/2025

সুখ বিক্রেতা!

05/10/2025

আমাদের মায়েদের একটা জীবন কেটে যায় সন্তানের কথা ভাবতে ভাবতে !

05/10/2025

আপনি কি চাচ্ছেন আমি আবু ত্বোহা আদনান সম্পর্কে বলি!
জামশেদ মজুমদার হাফিঃ

05/10/2025

শিক্ষক দিবসে তোমাদের একটা শিক্ষা দিই। মনে রাখবা, "যিনি সিদ্রাতুল, তিনিই মুনতাহা"।

27/09/2025

Big shout out to my newest top fans! Pronov Bairagi, Khadiza Rahman Mithila, Momita Akther, দিনইসলাম সেখ

 #দৃষ্টি_আকর্ষণচট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন কেবি কনভেনশন হলের সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে নাজিম ভুইয়া (বয়স ...
23/09/2025

#দৃষ্টি_আকর্ষণ
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন কেবি কনভেনশন হলের সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে নাজিম ভুইয়া (বয়স ১৫)। কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেছিল কাজের জন্য।

ঘটনার সময় ইউ-টার্নের জন্য অপেক্ষারত একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় কারটি সামনের রাস্তায় চলে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে কারে থাকা নাজিম গুরুতর আহত হয়।

তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে এবং দুই পাশের পাঁজর ভেঙে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ খালি না থাকায় রাখা সম্ভব হয়নি। মেট্রোপলিটন হাসপাতালেও ভর্তি করানো যায়নি। পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে আইসিইউতে আছেন।

মাত্র ২১ ঘণ্টায় বিল এসেছে ২,২০,০০০ টাকা। ডাক্তাররা জানিয়েছেন, আগামীকাল (২৩.০৯.২৫) থেকে প্রতিদিন ৭০,০০০ টাকা খরচ পড়বে। অন্তত ৭ দিন আইসিইউতে থাকতে হবে, যা দাঁড়াবে প্রায় ৪,৯০,০০০ টাকা। এরপরও শরীর স্থিতিশীল হলে অপারেশন করতে হবে।

চট্টগ্রাম মেডিকেলে আইসিইউতে ট্রান্সফারের চেষ্টা চলছে, তবে এখনও সম্ভব হয়নি। কবে হবে তা বলা কঠিন।

এই কঠিন সময়ে আমরা আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।
যেকোনো পরিমাণ সাহায্যই মূল্যবান।
আপনাদের সহযোগিতা নাজিমের জীবন বাঁচাতে পারে।
(01864-441511)
মো: আজিম ভুইয়া।
নাজিমের বড় ভাই।
নগদ, বিকাশ ২টাই আছে।

**** অবিশ্বাসের এই সময়ে জানিনা নাজিমের পরিবারকে কতটা সাহায্য দিতে পারব।
দয়া করে একটি প্রাণ বাঁচাতে এগিয়ে দিন আপনার সাহায্যের হাত।

Address

Chittagong

Telephone

+8801777524306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unpredictable Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share