ফটিকছড়ি খবর

ফটিকছড়ি খবর ফটিকছড়ি খবর পেইজটি ফটিকছড়ির মাটি ও মানুষের কথা বলে। ফটিকছড়ির সব খবর পেতে আমাদের সাথে থাকুন।

আপনি শুধু পেইজের যে কোন পোষ্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে পেইজে একটিভ থাকুন অশ্লীল মন্তব্য থেকে নিজেকে বিরত রাখুন। আপনার মন্তব্যের জন্য পেইজ কর্তৃপক্ষ দায়ী নয়। সবার আগে ফটিকছড়ির সব খবর জানাতে লাইক দিন ফটিকছড়ি খবর আমাদের ফটিকছড়ি আমাদের অহংকার। বর্ণনা 'আমাদের ফটিকছড়ি খবর' -পেইজে আপনাকে স্বাগতম।
আমাদের প্রিয় ফটিকছড়ি;র বিশ্বের সামনে তুলে ধরা এবং ফটিকছড়ির সকল ফেইসবুক ব্যবহারকারীকে একটি প্ল্যাটফর্মে আন

ার লক্ষ্যে আমাদের এই পেইজ কাজ করে যাবে। আমরা ছোট একটি পেইজ, কিন্তু বিশ্বাস করি-বিন্দু থেকেই সিন্ধু হয়। এই প্রয়াসে আপনিও আমাদের সঙ্গী হোন। তাই চলুন শুরু করি পথ চলা একসাথে। ফটিকছড়ির রাজনীতি, অর্থনীতি, দূর্ঘটনাসহ সকল প্রকার সংবাদ পাঠকদের কাছে পাবলিষ্ট করার আমাদের দায়িত্ব...ধন্যবাদ
প্রতিদিন ভিডিও নিউজ পাবেন।

https://fatickcharinews24.weebly.com/

রাতের আঁধারে সিএনজি উধাওশঙ্কায় ফটিকছড়ি-ভূজপুরের মানুষ==============আনোয়ার হোসেন ফরিদ===============চট্টগ্রামের ফটিকছড়ির ...
09/09/2025

রাতের আঁধারে সিএনজি উধাও
শঙ্কায় ফটিকছড়ি-ভূজপুরের মানুষ
==============
আনোয়ার হোসেন ফরিদ
===============
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নের মির্জারহাট বাজারে ভোরের আলো ফোটার আগেই নেমে এসেছে অশনি সংকেত। প্রতিদিনের মতো গাড়ি রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন মালিকরা। কিন্তু সকাল হতেই দেখা গেল গাড়ি নেই, শূন্য পার্কিং। রাতের আঁধারে চোরের দল কেড়ে নিয়েছে জীবন-জীবিকার একমাত্র ভরসা।

পুলিশ জানায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাজারের পশ্চিম পাশে জেবল হোসেন বাড়ির পার্কিং থেকে চুরি হয়ে যায় তিনটি সিএনজি অটোরিকশা। এর মধ্যে একটি গাড়ি পরে দক্ষিণ পাশে ফেলে যায় চোরেরা।

মালিক নাছির ও তসলিমের দুটি গাড়ি এখনো ফেরত মেলেনি। ঋণ করে গাড়ি কিনেছি, এখনো কিস্তি শোধ হয়নি। হঠাৎ গাড়ি হারিয়ে গেল কীভাবে সংসার চালাবো ? আক্ষেপ করে বললেন ক্ষতিগ্রস্ত মালিকদের একজন নাছির।

গাড়ি হারানোর বেদনা শুধু মালিকদের নয়, পুরো এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। স্থানীয়রা জানান, ফটিকছড়ি ও ভূজপুর এলাকায় দিন দিন চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। কখনো সিএনজি বা মোটরসাইকেল, কখনো কৃষকের গরু, আবার কখনো মসজিদের মোটর কিংবা দানবাক্স পর্যন্ত নিরাপদ নেই। চুরি-ডাকাতি যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অথচ প্রতিকার নেই অভিযোগ এলাকাবাসীর। এমন পরিস্থিতিতে মানুষ আজ শঙ্কিত। দিনশেষে দরজা-জানালা বন্ধ করেও শান্তিতে ঘুমাতে পারছেন না তারা।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত শুরু হয়েছে, চক্রকে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তনি আরও জানান, চুরি রোধে ফটিকছড়ি ও হাটহাজারীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে এলাকাবাসীর প্রত্যাশা শুধু টহল নয়, কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। কারণ, সিএনজি চুরির মতো ঘটনা কেবল কয়েকজন মালিকের ক্ষতি নয়, এটি গোটা এলাকার নিরাপত্তা ও শান্তি নষ্ট করছে।

ফটিকছড়ির কিশোর রায়হানের অকাল মৃ/ত্যু"""""""""""''''''আনোয়ার হোসেন ফরিদ """"""""''""""""ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের...
08/09/2025

ফটিকছড়ির কিশোর রায়হানের অকাল মৃ/ত্যু
"""""""""""''''''
আনোয়ার হোসেন ফরিদ
""""""""''""""""
ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল গ্রামের এক কিশোর শহরে কাজের তাগিদে গিয়ে চিরবিদায় নিল। মাত্র সতেরো বছর বয়সী মুহাম্মদ রায়হান জীবনের সোনালি স্বপ্ন নিয়ে পরিবারকে সহায়তা করতে শহরে এসেছিল, কিন্তু সেখানেই ঘটল মর্মান্তিক পরিণতি।

গত ৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি ছয়তলা ভবনে গ্লাস ফিটিংসের কাজ করার সময় দুর্ঘটনায় পড়ে যায় রুহান। ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সন্ধ্যার দিকে মৃ/ত্যু/র কোলে ঢলে পড়ে রুহান।

নিহতের মামা জানান, রুহান প্রতিদিনের মতোই সকালে কাজে বের হয়েছিল। গ্লাস ফিটিংসের ঝুঁকিপূর্ণ কাজ করলেও কখনো ভেবেছিলেন না, এভাবে হঠাৎ করেই শেষ হয়ে যাবে তার জীবনের সব আশা-আকাঙ্ক্ষা।

অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল রায়হান। পড়াশোনার পাশাপাশি স্বপ্ন দেখত সংসারে সুখ-সমৃদ্ধি আনার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার অকাল মৃ/ত্যু/তে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার-পরিজনসহ পরিচিতজনরা বারবার অশ্রুসিক্ত নয়নে প্রশ্ন করছেন“এত তাড়াতাড়ি চলে গেল কেন রুহান?
এক কিশোরের স্বপ্নভঙ্গের এই করুণ ঘটনা আবারও মনে করিয়ে দিল, শহরের ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে জীবনের নিরাপত্তা কতটা উপেক্ষিত থেকে যায়।

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান"""""""'''''''''''''''''’'''''''''''''''''''''আনোয়ার হোসেন ফরিদ """""""""""'''...
08/09/2025

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন
বিরোধী অভিযান
"""""""'''''''''''''''''’'''''''''''''''''''''
আনোয়ার হোসেন ফরিদ
"""""""""""'''''''''''''''''''''''''''''''
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পল্লানপাড়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং ড্রেজার মেশিনগুলো খালের স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রশাসনের সংগীয় জনবল ও এলাকাবাসীর সহযোগিতায় দুইটি ড্রেজার উদ্ধার করা সম্ভব হয়।

এ সময় দুইটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

08/09/2025

নাজিরহাটে ‘মের্সাস সিকদার থাই এ্যালুমিনিয়াম’-এর উদ্বোধন
যোগাযোগ:01812-577670, 01709-262081

অন্ধকারে ডুবে ফটিকছড়িবিদ্যুৎহীন জনজীবন, কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা============আনোয়ার হোসেন ফরিদ===========রবিবার ...
08/09/2025

অন্ধকারে ডুবে ফটিকছড়ি
বিদ্যুৎহীন জনজীবন, কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
============
আনোয়ার হোসেন ফরিদ
===========
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই ফটিকছড়ির আকাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। চারদিকে অন্ধকার, থেমে গেছে জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ। কারণ, দেশের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়িতে হঠাৎ করেই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

অফিসে গিয়ে জমা দিয়েছেন কাজের সরঞ্জাম, অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন, গাড়ির চাবি, এমনকি গণছুটির ফরমও। এরপর একে একে খালি করে ফেলেছেন কর্মস্থল। ফলে পুরো ফটিকছড়ি অন্ধকারে ডুবে গেছে।

বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পৌরসভা থেকে নাজিরহাট—সবখানেই একই চিত্র।
একজন ক্ষুব্ধ গ্রাহক বলছিলেন বিদ্যুৎ পাই না, বিল দিই ঠিকই। ফোন করলে অফিস থেকে কেউ রিসিভ করে না। এখন আবার কর্মবিরতি! আমাদের কি জিম্মি করে রাখা হয়েছে ?

অন্যদিকে গৃহিণীদের কান্না ঘরে খাবার পানি নেই, ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা আর অসুস্থ মানুষদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি।

এক যুবক আক্ষেপ করে বললেন ফটিকছড়িবাসী ধৈর্য ধরে আছে। কিন্তু একবার যদি ক্ষুব্ধ জনতা রাস্তায় নামে, তখন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে।

হঠাৎ এই অচলাবস্থায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ম্যানেজার আবুল বাশার শামসুদ্দিন আহমদকে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানালেন, পল্লী বিদ্যুৎ কর্মীদের আন্দোলন শেষ করে কাজে ফেরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে বিকল্পভাবে আউটসোর্সিং লোকবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎবিহীন ফটিকছড়ির গ্রামগুলোতে সন্ধ্যা নামার আগেই নেমে আসে অন্ধকার। দোকানপাট বন্ধ, বাড়িঘরে ঝিম ধরা পরিবেশ। রোগীদের জন্য ফার্মেসিগুলোতেও চলছে ভোগান্তি। সবমিলিয়ে জীবনযাত্রা হয়ে পড়েছে অচল।
এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ আর দ্রুত সমাধানই পারে ফটিকছড়িবাসীর দুর্ভোগ লাঘব করতে।

07/09/2025

১২ রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হতে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান শাহ্সূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে জাক-জমকভাবে জশনে জুলুস র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর-২০২৫) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্তর, শিক্ষা ভবণ ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিন করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।

বিদ্যুৎ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ফটিকছড়ি============আনোয়ার হোসেন ফরিদ===============চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎ স...
07/09/2025

বিদ্যুৎ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ফটিকছড়ি
============
আনোয়ার হোসেন ফরিদ
===============
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সব লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তারা কাজের সরঞ্জাম, অভিযোগ কেন্দ্র ও সাবস্টেশনের মোবাইল ফোন, গাড়ির চাবি এবং গণছুটির ফরম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন।

ফলে এখন কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তা মেরামত বা পুনরায় সচল করার মতো মাঠপর্যায়ের জনবল নেই। এতে পুরো ফটিকছড়ি বিদ্যুৎ ব্যবস্থায় যে কোনো মুহূর্তে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, ফটিকছড়ি জোনাল অফিসের আওতাধীন একটি সাবস্টেশনে মোট ৭টি ফিডারের সবক’টিই বর্তমানে চালু রয়েছে। সকালে ৩৩ কেভি ফিডার ট্রিপ করলে রাতের ডিউটিতে থাকা সাবস্টেশন অ্যাটেনডেন্ট সেটি পুনরায় সচল করেন এবং সংশ্লিষ্ট ১১ কেভি ফিডারগুলো চালু করা হয়। বর্তমানে রোসাংগিরি উপকেন্দ্রের ২ নম্বর ফিডার এবং বারমাসিয়া উপকেন্দ্রের ২ ও ৫ নম্বর ফিডার সচল রয়েছে।

তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এখন থেকে ৩৩ কেভি বা ১১ কেভির কোনো ফিডার ট্রিপ করলে সেটি সচল করার মতো লোকবল আর নেই। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এলাকার সচেতন মানুষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ফটিকছড়িবাসী বিদ্যুৎ সমস্যায় ভুগছেন। আগে নিয়মিত বিদ্যুৎ পেলেও বর্তমানে তা অনিয়মিত হয়ে পড়েছে। এর মধ্যে হঠাৎ এ ধরনের কর্মবিরতি সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলবে বলে তারা মনে করছেন।

বিদ্যুতের বিল নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। এক মাসে এক রকম বিল আরেক মাসে ভিন্ন রকম বিল দিতে হয় এমন অভিযোগ তুলেছেন অনেকে। তারা প্রশ্ন তুলেছেন, “এভাবে ভোগান্তি চলতে থাকলে সাধারণ মানুষ যাবে কোথায়?

ফটিকছড়ি বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, বর্তমানে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছি। লোকবল ছাড়া বিদ্যুৎ সরবরাহ সচল রাখা কঠিন হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নইলে পুরো উপজেলাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় নেমে আসতে পারে।

ফটিকছড়িতে সেনা অভিযানেঅস্ত্র উদ্ধার, আটক ১==========চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনা অভিযানে বিপুল পরিমা...
07/09/2025

ফটিকছড়িতে সেনা অভিযানে
অস্ত্র উদ্ধার, আটক ১
==========
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত লেলাং ইউনিয়নে ৮নং ওয়ার্ডের গোপালঘাটা এলাকায় নেসারুল হকের ছেলে মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে খিরাম আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ জন সেনা সদস্য অংশ নেন। অভিযানে একটি চায়না পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি,১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু এ্যামো, ২টি ব্লাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ,৩টি চাকু, ১টি চেইন, ১টি রাবার স্টিক,২টি ডকার, ২টি সিমকার্ড, ১টি পয়েন্ট টুটু, ২টি মদের বোতল।

অভিযান শেষে আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর হয় বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

07/09/2025
06/09/2025

বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে -দরবার শরীফ এর বার্তা-সকলকে শান্ত থাকার আহবান

06/09/2025

শান্ত থেকে সম্প্রীতি বজায় রাখার আহবান হেফাজতের।
ক্ষমা চাইলেন মাদরাসা নিয়ে কু-রু-চিপূর্ণ ঈঙ্গিত দেয়া যুবক

ফটিকছড়ির দাঁতমারায় বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মৃ/ত্যু""""""ফটিকছড়ি প্রতিনিধি  #"""""""""""""চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার...
06/09/2025

ফটিকছড়ির দাঁতমারায় বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মৃ/ত্যু
""""""
ফটিকছড়ি প্রতিনিধি #
"""""""""""""
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় বিদ্যুৎস্পর্শে নাছির (২৮) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির দাঁতমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব করলিয়া এলাকার জাহাঙ্গীরের একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি কন্ট্রাক্টর আব্দুল হালিমের সঙ্গে কাজের উদ্দেশ্যে বের হন। সেদিন তারা একই ওয়ার্ডের হাসনাবাদ মুন্সি পাড়া বাজার সংলগ্ন দ্বীন মোহাম্মদ শফির বাড়িতে দুই তলার নির্মাণকাজ করছিলেন।

কন্ট্রাক্টর আব্দুল হালিম জানান, সারা দিন একাই কাজ করেন নাছির, তার সাথে কোনো হেল্পার ছিল না। বিকেল প্রায় ৫টার দিকে কাজ শেষে ছুটি নেওয়ার সময় অন্য বিল্ডিংয়ে থাকা সহকর্মী মু. মানিক তাকে ডাকতে গিয়ে দেখেন, নাছির দুই তলার সেন্টারিং করা ফ্লোরে পড়ে আছেন।

তৎক্ষণাৎ তার ডাক-চিৎকারে স্থানীয় মু. দেলোয়ার হোসেন, ইলিয়াসসহ বাড়ির লোকজন ছুটে এসে নাছিরকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ও স্থানীয়রা জানান, নাছির বিদ্যুৎস্পর্শে মারা গেছেন এবং তার শরীরে স্পষ্ট বিদ্যুতের ক্ষতচিহ্ন রয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য নাছিরের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Address

Fatikchari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ি খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফটিকছড়ি খবর:

Share

Our Story

আপনি শুধু পেইজের যে কোন পোষ্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে পেইজে একটিভ থাকুন অশ্লীল মন্তব্য থেকে নিজেকে বিরত রাখুন। আপনার মন্তব্যের জন্য পেইজ কর্তৃপক্ষ দায়ী নয়। সবার আগে ফটিকছড়ির সব খবর জানাতে লাইক দিন ফটিকছড়ি খবর আমাদের ফটিকছড়ি আমাদের অহংকার। বর্ণনা 'আমাদের ফটিকছড়ি খবর' -পেইজে আপনাকে স্বাগতম। আমাদের প্রিয় ফটিকছড়ি;র বিশ্বের সামনে তুলে ধরা এবং ফটিকছড়ির সকল ফেইসবুক ব্যবহারকারীকে একটি প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে আমাদের এই পেইজ কাজ করে যাবে। আমরা ছোট একটি পেজ, কিন্তু বিশ্বাস করি - বিন্দু থেকেই সিন্ধু হয়..... এই প্রয়াসে আপনিও আমাদের সঙ্গী হোন। তাই চলুন শুরু করি পথ চলা একসাথে। ফটিকছড়ির রাজনীতি, অর্থনীতি, দূর্ঘটনাসহ সকল প্রকার সংবাদ পাঠকদের কাছে পাবলিষ্ট করার আমাদের দায়িত্ব...