MASUD NUR

MASUD NUR কার্যকালে দেখিল,
সহজ সুখ সহজ নহে ||

রঙের ছোঁয়ায় নদীর বুকে শিল্প।"📌 কিশোরগঞ্জ।
11/06/2025

রঙের ছোঁয়ায় নদীর বুকে শিল্প।"

📌 কিশোরগঞ্জ।

তাজহাট জমিদার বাড়ি।🕍📌 রংপুর
09/06/2025

তাজহাট জমিদার বাড়ি।🕍

📌 রংপুর

02/06/2025

❤️❤️


প্রকৃতি সবসময় সুন্দর!❤️
01/06/2025

প্রকৃতি সবসময় সুন্দর!❤️

ইয়া আল্লাহ্, আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা। আমার সামনে-পেছনে, ডানে-বায়ে, ওপরে-নিচে সবখানে ফিতনা আর ফিতনা। ফিতনা...
25/03/2025

ইয়া আল্লাহ্, আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা। আমার সামনে-পেছনে, ডানে-বায়ে, ওপরে-নিচে সবখানে ফিতনা আর ফিতনা। ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। দুঃসাধ্য হয়ে উঠেছে। ইয়া রব, যদি আমার কোনো ভালো চাকরি না হয়, যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। মাবুদ, আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই। আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে, আমার অন্তর প্রশান্ত হবে। আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক। আপনিই পথের ভিখারিকে রাজা বানান, আবার রাজাকে বানান পথের ভিখারি। মাবুদ, আপনার অঢেল, অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন। আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন।

বইঃ বেলা ফুরাবার আগে

#ইসলামিক

10/03/2025

Place❤️

08/02/2025

খুব বেশি প্রেম না থাকুক!🖤

04/02/2025

যাকে চাইলেই পাচ্ছো; তাকে ব্যবহারের পাত্র ভেবো না। যে তোমার প্রয়োজনে ছুটে আসে, সে তোমার ভালো চায়।

তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে শেখো।

তার প্রতি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করো; যে তোমার ভালো সময়ের খোঁজ না রাখলেও, খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলে ' সব ঠিক হয়ে যাবে।'

মা ছাড়া নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানেনা। তাই যদি কেউ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে তবে তার মূল্যায়ন করতে শেখো। মনে রেখো, তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে, তুমি একটা বিশ্বস্ত কাঁধ হারালে।

13/01/2025

চাইলে বিশ্বযুদ্ধ ঠেকানো যায় শান্তি চুক্তির মাধ্যমে,কিন্তু যে থাকবে না তাকে রাখা যায় না শত কিছুর বিনিময়ে।💔

02/01/2025

১/০১/২০২৬
বন্ধু বাবর দেশের বাহিরে ঘুরতে চলে যাবে বলছে তাই পোস্ট করে রাখলাম।🙂

আজকের তারিখ: ২/০১/২০২৫

31/12/2024

প্রিয় মায়াবতী,

আজ তোমার জন্মদিন, এবং আমি জানি হয়তো এই চিঠি পাঠানো কিছুটা অস্বাভাবিক লাগবে, কিন্তু আমি মনে করি, তোমাকে কিছু কথা বলা প্রয়োজন। জীবনের অনেক কিছু পরিবর্তিত হয়েছে, আমাদের পথ এখন আলাদা, কিন্তু তবুও তোমার জন্মদিনে তোমার জন্য কিছু শুভেচ্ছা জানানো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমাদের মাঝে যতই দূরত্ব থাকুক, তবুও তোমার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা কখনো কমেনি। যেকোনো সম্পর্কের মতো, আমাদের সম্পর্কেও কিছু ভালো এবং কিছু কঠিন মুহূর্ত ছিল, কিন্তু সেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি সেগুলোকে ভালোভাবেই স্মরণ করি এবং মনে করি, আমাদের একসাথে কাটানো সময়গুলো ছিল বিশেষ।

আজ, তোমার জন্মদিনে আমি শুধু চাই যে তুমি সবসময় সুখী থাকো, হাসিখুশি থাকো, এবং তোমার জীবন পূর্ণ হয় ভালোবাসা, আনন্দ, এবং সফলতায়। আমি জানি, তুমি অনেক কিছু অর্জন করতে পারবে এবং জীবনের প্রতিটি দিকই তোমার জন্য উজ্জ্বল হবে।

তোমার জীবনের নতুন বছরটি যেন তোমার জন্য সাফল্য, শান্তি এবং আনন্দ নিয়ে আসে, আমি তোমার জন্য তা কামনা করি। তোমার জীবনের এই বিশেষ দিনে, আমি শুধু বলবো—শুভ জন্মদিন! আশা করি তুমি সবসময় সুখী ও সুস্থ থাকো।

ভালোবাসা ও শ্রদ্ধাসহ,
ছোট সাহেব

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASUD NUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MASUD NUR:

Share