22/09/2025
ন্যারেটিভ চেন্জ করতে না পারলে পাহাড়ের মানুষদের সাথে সমতলের মানুষদের দূরত্ব কখনো কমবে না।
"এই হচ্ছে পাহাড়ি মানুষদের আসল রূপ!" Shahin Khan নামে এক বাইকার ভাইয়ের ক্যাপশন। এ ক্যাপশন দেওয়ার কারন তিনি বান্দরবান বেড়াতে গিয়ে রাস্তার পাশের জুমের থেকে মারফা ছিড়েছিলেন এবং জুমিয়াওয়ালা ওনার কাছ থেকে মারফার টাকা চাওয়া।
এখানে কে দোষী আর কে দোষী না সেটা পরে আসি।
প্রথমত তিনি সম্ভবত কোথায়ও হতে শুনেছিলেন যে পাহাড়ের মানুষ সন্ত্রাসী , খারাপ এবং এ ন্যারেটিভ টা তিনি বিশ্বাস করে নিয়েছেন এবং মনে প্রানে ধারন করেন ও বলে মনে হয়েছে। আর তিনি ও ক্যাপশন দিয়ে সেই ন্যারেটিভ কে স্টাব্লিশড করার চেষ্টা করলেন। এই ন্যারেটিভ থেকে বের হওয়া উচিত পাহাড় সমতলের দূরত্বটা কমানোর জন্য।
প্রথমত না বলে অনের জিনিস নেওয়া এটাকে চুরি বলে। SHAHIN khan ভাইয়া না বলে ওই জুমিয়ার ফসল নিয়েছিলেন তাই এটা চুরির মধ্যে ই পড়ে। জুমিয়াওয়ালা বিষয়টা বুজতে পেরে তার কাছ থেকে মারফার টাকা চায় এটাতেই হয় মূল সমস্যা। আমরা সমাজিক ইথিকসগুলো না মানতে না মানতে সব নর্মালাইজ করে ফেলছি দিন দিন। মারফার টাকা চাওয়ায় পাহাড়ি মানুষদের আসল রুপ দেখতে পাওয়া গেলো।
প্রথমত না বলে নেওয়া এটা একটা অপরাধ ,সেটাকে দর কষাকষি করলেই হয়তো তারা সুন্দর একটা সমাধানে যেতে পারতো কিন্তু তারা সেইটা না করো অপরাধ টাকে নর্মালাইজ করার চেষ্টা করেছে ফলটা এখনো কাচা খাওয়ার উপযুক্ত না দিয়ে।
ফল খাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না এটা সম্পূর্ণ অন্য বিষয়।
একজন জুমিয়ার পুরো বছরের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে তার জুমের ফসলের উপর। তাই সে হাড়ভাঙা পরিশ্রমে করে কাঠফাটা রোদে কষ্ট করে জুম চাষ করে। আর আপনি ২ দিন পাহাড়ে ঘুরতে গিয়ে তার ফল পাকা কি কাচা নিয়ে তার ন্যায্য দাম দেওয়া নিয়ে তর্ক বিতর্ক করেন এটা খুবই ছোট মানসিকতার পরিচয়।আপনি একজন নিলে ওই জুম চাষির তেমন কোন আহামরি ক্ষতি হয় না,কিন্তু প্রতিদিন বান্দরবানে শত শত টুরিস্ট বাইকার গিয়ে তাদের জুমের উপর অত্যাচার চালায়। এতে ওই জুম চাষি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দায়ভার কি নিচ্ছেন আপনারা??
আপনারা দেখলেন ২/৩ টা মার্ফা আর কাচাঁ পাকা।
পাহাড়ে ঘুরতে গেলে অবশ্যই চেষ্টা করবেন পাহাড়ের মানুষের পরিশ্রমের ফসল গুলোর মূল্য দিতে,তাদের সংস্কৃতি তে সম্মান করতে। আপনি যদি তাদের কোন ক্ষতি না করেন তাহলে তারা আপনাদের গায়ে পড়তে আসবে না।
শেষকথা পাহাড়,পাহাড়ের মানুষের কালচার ,পাহাড়ের মানুষদের নিয়ে আপনাদের যে ন্যারেটিভ ওটা চেন্জ করেন।