Salim Khan

Salim Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salim Khan, Digital creator, , Kasba, Chittagong.

ডাইরেক্টর-বায়েক ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একসেবা সাব সেন্টার।
বায়েক ইউনিয়ন প্রবাসী হেল্পডেক্স।
মোবাইল নাম্বার-01767001271

12/07/2024
পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার...
25/06/2024

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার। পাকিস্তানের ৭ বার। শ্রীলঙ্কার ৫ বার।
আমরা বলতে পারি... প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে।
বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে।
৮৫ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে।
জয় পাপোন্দা। Copy Fb

কফি খাইচা খাইনা।
17/06/2024

কফি খাই
চা খাইনা।

থেকে শুনতে পেরে বাবা তখন আমাকে সান্তনা দিয়ে বলল বাবা ক্যারিয়ার টাকে গড়ে তোল ।এরকম মেয়ে বা এর থেকে ভালো মেয়ে তুমি পা...
05/06/2024

থেকে শুনতে পেরে বাবা তখন আমাকে সান্তনা দিয়ে বলল বাবা ক্যারিয়ার টাকে গড়ে তোল ।এরকম মেয়ে বা এর থেকে ভালো মেয়ে তুমি পাবে। তোমার মা অনেক কান্নাকাটি করছে বাড়িতে আসো। বাবার কথা শুনে দু কেজি মিষ্টি কিনে বাড়িতে আসলাম।

মনে মনে ভাবতে থাকলাম আকাশটা তো সবারই প্রিয় কেউ কি আকাশকে ছুঁয়ে দেখেছে ।আকাশের এক এক সময় এক এক বর্ণ এক একজনের এক এক রকম বর্ণ পছন্দ ।কেউ কি পেরেছে আটকে রাখতে ।আকাশ তো তার ইচ্ছামত ঘনঘন রং বদলায়। আর ঠিক মেয়েটাও হয়তো তেমনি আমার সাথে করল। আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে একাই সুখে থাকতে চেয়েছিল। আমাকে আর ভালো লাগেনা। সে হয়তো ধনী পরিবারের মেয়ে আমার বাবা একজন কৃষক মানুষ হয়তো তার স্ট্যাটাস এর সাথে আমার স্ট্যাটাস মিল পড়ছে না এমনও তো হতে পারে।

তবে ওর এই সম্পর্কটা ও বেশিদিন টেকে না কোন কারনে ভেঙে যায়। তারপরেও অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য ।আমি আসলে তারপরে আর কোন যোগাযোগ করিনি। ওর কারনে আমি আমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের ট্রেড এ চান্স পাইনি। খেয়ে না খেয়ে অনেক কষ্টের দিন পার করেছি। শুধু বাবা-মায়ের মুখের দিকে চেয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য। তা না হলে তো কবেই ছেড়ে যেতাম এই পৃথিবী। আবার মাঝে মাঝে ভাবি ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমি কেন পারব না ভালো আমাকে থাকতেই হবে ওর থেকে ভালো কিছু করে আমি দেখ। ও আমাকে ছেড়ে চলে গেল আবার আমার সাথে সম্পর্ক হবে আমার থেকে ভালো কাউকে পেলে আবার চলে যাবে আর বারবার আমি শুধু কষ্ট পেতে থাকবো এটা ভেবে আর নতুন করে ওর সাথে সম্পর্কটা জড়াইনি।

একটি মজার বিষয় হচ্ছে আমি জীবনে একটাই প্রেম করেছি ।সেটা হচ্ছে ও তারপরে আর কোন মেয়ের সাথে সম্পর্কে জড়ানো হয়নি। যত যাই বলি না কেন সব সময় ও আমার স্মৃতির পাতায় রয়েছে। ওকে এখনো বিন্দুমাত্র ভুলতে পারি না। তাইতো আর কোন মেয়ের স্থান হয়নি এখনো আমার মনের মনি কোঠায়। ওর বিয়ে হয়েছে দু'বছর হল একটা ছেলেও হয়েছে ।মেসেঞ্জারে ওর ছেলের ছবিও দিয়েছে আমাকে। কিন্তু আমি কোন রিপ্লে করিনি। ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল আমাকে আমি সেটা রিসিভও করিনি। ঠিকই তার আইডিটা ফলো করি মাঝে মাঝে দেখতে মন চাইলে তারে ফেসবুক আইডিতে ঢুকে তাকে দেখে আসি।

এখনো আমি সযত্নে রেখে দিয়েছি ওর দেওয়া গিফট গুলো কলম, প্যাড ,চশমা ,ঘড়ি স্পেশালি একটি স্বর্ণের আংটি ।আসলে কখনো ভাবি নি যে এরকম মুহুর্ত আমার জীবনে আসবে। পার করতে হবে ওকে ছাড়া পার করতে হবে আমার সারাটি জীবন। এখনো মাঝে মাঝে গিফট গুলা বের করে দেখি আর ফিরে যায় সেই সোনালী দিনগুলোতে।

অনেক কথা গ্যাপ দিয়ে হিস্টোরি টা লিখলাম আসলে কথাগুলো লিখতে পারছি না দুচোখ জুড়ে বর্ষার ধারা বইছে এত সাধের প্রেম এত সুখের কথা এত ভালো সময় পার করতাম সেই সময়গুলো ও নিজেই ভেঙে দিল কি করে বলি কথাগুলা আর কি করে লিখি বুঝতেছিনা।

সবাইতো প্রেমে পড়ে তাই না এটাই ঠিক? সবার ভালোবাসাই কী সত্যি হয়? ভালোবাসা সত্যি হোক বা না হোক জীবনের প্রথম প্রেম কিন্তু বেশ আবেগের ও মজাদার হয়।

প্রেমময় আমাদের জীবন। কত প্রেম আসে, কত প্রেম যায়...কিন্তু প্রথম প্রেমের স্মৃতির কথা রয়ে যায় চিরকাল। যে কারণে সবাই প্রথম প্রেমকে সত্যি কারের ভালোবাসা বলে থাকে। প্রথমবার কাউকে ভালোবাসার অনুভূতি, প্রথম চুম্বন, প্রথম রোম্যান্স- এই সবটাই কিন্তু ভীষণ খাঁটি এবং আবেগ মিশ্রিত।

প্রথম ভালোবাসাই আজীবন রয়ে যায়, এরকমটা কিন্তু খুব কমই দেখা মেলে। বেশিরভাগ প্রথম প্রেমই ব্যর্থ😂। তবে সেই প্রেম জীবনে অনেক কিছু শিখিয়েছে, এরকমটা দাবি করে থাকেন সকলেই। প্রথম ব্রেকআপের স্মৃতি কিন্তু রয়েই যায় আজীবন । আর তা মাঝেমধ্যেই ফিরে আসে এটাই স্বাভাবিক । আর তাই এই কারণ গুলির জন্যই প্রথম ভালোবাসা কখনও ভোলা হয় না।

Address

, Kasba
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Salim Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salim Khan:

Share