𝙋𝙖𝙜𝙚 𝘽𝙖𝙗𝙪 𝘾𝙝𝙤𝙬𝙙𝙝𝙪𝙧𝙮

𝙋𝙖𝙜𝙚 𝘽𝙖𝙗𝙪 𝘾𝙝𝙤𝙬𝙙𝙝𝙪𝙧𝙮 𝙄 𝙖𝙢 𝘽𝙖𝙗𝙪 𝘾𝙝𝙤𝙬𝙙𝙝𝙪𝙧𝙮. 𝙄 𝙡𝙤𝙫𝙚 𝙩𝙤 𝙢𝙖𝙠𝙚 𝙨𝙝𝙤𝙧𝙩 𝙫𝙞𝙙𝙚𝙤𝙨 & 𝙥𝙤𝙚𝙢𝙨.

অসুস্থ হলে বুঝা যায় সুস্থতাআল্লাহর কত বড় নেয়ামত।
10/08/2025

অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা
আল্লাহর কত বড় নেয়ামত।

07/08/2025

তুমি এক আজব কারিগর

꧁🛡Babu🎸Chowdhury🛡꧂যারে আপনি আপন ভাববেনসে ভাববে পর,দুনিয়াটা কিন্তুু অনেক সুন্দরমানুষ গুলোই স্বার্থপর৷তাই মানুষ বুঝে আপন ...
04/08/2025

꧁🛡Babu🎸Chowdhury🛡꧂
যারে আপনি আপন ভাববেন
সে ভাববে পর,
দুনিয়াটা কিন্তুু অনেক সুন্দর
মানুষ গুলোই স্বার্থপর৷
তাই মানুষ বুঝে আপন করুন
স্বার্থপর থেকে দুরে থাকুন।

31/07/2025

দয়াল বলো না এই ভবেতে পাঠাইয়া কেন থাকতে দিবানা

নোয়াখালীর এক স্কুলের ইংরেজি ক্লাসে 😀
31/07/2025

নোয়াখালীর এক স্কুলের ইংরেজি ক্লাসে 😀

সন্তানের কাছে একজন বাবাই হতে পারে বাস্তব জীবনের প্রকৃত নায়ক।
28/07/2025

সন্তানের কাছে একজন বাবাই হতে পারে বাস্তব জীবনের প্রকৃত নায়ক।

28/07/2025

꧁🛡Babu🎸Chowdhury🛡꧂
যেতে যদি না চাই আমি
এই পৃথিবী থেকে,
প্রানটা আমার ঠিকি যাবে
দেহ টাকে ফেলে রেখে।

পৃথিবীটা ঠিকই থাকবে
আমি আর থাকবো নারে,
সব মায়ার জাল ছিন্ন করে
চলে যাবো পরোপারে।

আমি চলে যাওয়ার পরে
যেওনাকো আমায় ভুলে,
আমার জন্য করবে দোয়া
সবাই দুই হাত তুলে।

꧁🛡Babu🎸Chowdhury🛡꧂চোর ডাকাত আর সন্ত্রাসীতে ভরা,      আমাদের এই বসুন্ধরা। সকল দেশের বাণী এই দেশ,দুর্নীতিতে সেরা।যে দেশে ঘ...
24/07/2025

꧁🛡Babu🎸Chowdhury🛡꧂
চোর ডাকাত আর সন্ত্রাসীতে ভরা, আমাদের এই বসুন্ধরা।

সকল দেশের বাণী এই দেশ,
দুর্নীতিতে সেরা।

যে দেশে ঘুম, হত্যা, ছিন্তাই বেশি,
সে দেশে বলেন কেমন করে বাঁচি।

এই দেশে নিঃশ্বাসের বিশ্বাস নাই,
কখন যে হঠাৎ লাশ হয়ে যাই।

এমন দেশ কোথাও খুঁজে পাবে না তোমার মন,

যে দেশ লাশে, লাশে, ভরপুর আর লাশ নিয়ে নির্যাতন।

বিদ্র: কেউ নিজেদের উপর নিবেন না।

প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরণের জ...
22/07/2025

প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে।
স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরণের জন্য মানুষকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হয়।
দোয়া করি আমার ছেলে (আলিফ চৌধুরীর) জন্য, যাতে সে বড় হয়ে তার সকল স্বপ্ন পূরণ করতে পারে। আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন।

আমার ছেলে (আলিফ চৌধুরী) মেঘলা আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে, কেউ কি বলতে পারেন।
20/07/2025

আমার ছেলে (আলিফ চৌধুরী) মেঘলা আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে, কেউ কি বলতে পারেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when 𝙋𝙖𝙜𝙚 𝘽𝙖𝙗𝙪 𝘾𝙝𝙤𝙬𝙙𝙝𝙪𝙧𝙮 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share