11/07/2025
নির্বাচন চাই, নির্বাচন চাই
এই দেশে চাঁদা না দিলে জিবনের নিরাপত্তার নাই,
চাঁদা দিতে না পারলে,
জিবন দাও ভাই।
আমার দেশে শিক্ষা ছাড়া টাকা আয়ের বড় উপায়
রাজনীতি তে আয় রাজনীতি তে আয়।
যেদেশে মূর্খরাই বেশী রাজনীতির নেতা
সেই দেশ চাঁদাবাজীতে সেরা।
সবশেষে বলে যাই নির্বাচন চাই নির্বাচন চাই
এই দেশে ভালো মানুষের থাকার অধিকার নাই।
এই দেশে থাকতে হলে চাঁদা দাও ভাই,
চাঁদামুক্ত দেশ চাইলে নির্বাচন দাও ভাই।
এই দেশ সংস্কারের দরকার নাই,
শেখ হাসিনাকেই আবার চাই।
সাধারণ মানুষ সাধারণ ভাবে বাঁচতে চায়।
লেখক
নাজমুল হাসান রিয়াজ