20/09/2025
দেশে নাকি জামাতের নতুন আমির - হানিয়া আমির না কি যেন আসছে। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছেনা। এখন পর্যন্ত উনাকে কোন স্টেজে দেখলাম না।স্টেজের নিচ থেকে কোন ছেলে গিয়ে জড়িয়ে ধরলো না। পাকিস্তানি বলে কি তিনি এসব ডিজার্ভ করেন না?
কই আতিফ আসলাম এলে তো ঠিকই মেয়েরা গিয়ে জড়িয়ে ধরে,কান্না করে,স্টেজ থেকে নামার পর মরা কান্না কাঁদে,যে হাত ধরে সে হাতে নাকি তিন মাসেও পানি ঢালে না।
অথচ আজ এসব কিচ্ছু নেই।মানবতা কোথায়?