Jumah TV

Jumah TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jumah TV, Broadcasting & media production company, 44/48 N. A. Chowdhury Road, Andarkilla, Chittagong.

18/07/2025

জুমার খুতবা আর কোরআনের তরজমা—কতটা মিলছে আসল ব্যাখ্যার সাথে?❞

প্রতিটা জুমার খুতবায় আমরা কোরআনের আয়াত শুনি, সাথে শোনা যায় তার বাংলা তরজমা। কিন্তু প্রশ্ন হলো—এই তরজমাগুলো কি আদৌ সঠিক?
আর যারা খুতবা দিচ্ছেন, তারা কি গভীরভাবে গবেষণা করে বক্তব্য সাজাচ্ছেন?

✅ কিছু খতিব অবশ্যই অধ্যয়ন করেন, তাফসীর ও প্রাসঙ্গিক কিতাব থেকে জ্ঞান নিয়ে কথা বলেন।
❌ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়—অপূর্ণ, ভুল বা বিভ্রান্তিকর তরজমা করা হয়। ব্যাখ্যা হয় একমুখী, গবেষণালব্ধ নয়।

একটা আয়াতের মানে বুঝতে হলে শুধু শব্দের অনুবাদ নয়, দরকার— 🔍 প্রসঙ্গ বোঝা,
📚 নির্ভরযোগ্য তাফসীর দেখা,
🧠 এবং কোরআনের সামগ্রিক বার্তার সাথে মিলিয়ে চিন্তা করা।

👉 তাই, আমাদের দায়িত্ব—অন্ধভাবে সব শুনে নেওয়া নয়, বরং খুতবার আয়াতগুলো ঘরে ফিরে নিজে পড়ে দেখা, যাচাই করা।
🔗 এবং খতিবদের উচিত—নির্ভরযোগ্য উৎস থেকে, গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে খুতবা প্রস্তুত করা।

জুমার খুতবা কেবল একটি বক্তৃতা নয়—এটি এক জাতির চিন্তার পথচিত্র। ভুল ব্যাখ্যায় পথ হারালে, গন্তব্যও হারিয়ে যাবে।

#খুতবা_বিষয়ক_ভাবনা

📖 প্রত্যেক মাদ্রাসায় কোরআন গবেষণা শুরু হোক 📖মাদ্রাসা শুধু হিফজ বা তাফসিরের প্রতিষ্ঠান নয়, বরং এটি হতে পারে কোরআন চর্চা, ...
18/07/2025

📖 প্রত্যেক মাদ্রাসায় কোরআন গবেষণা শুরু হোক 📖

মাদ্রাসা শুধু হিফজ বা তাফসিরের প্রতিষ্ঠান নয়, বরং এটি হতে পারে কোরআন চর্চা, গবেষণা ও বাস্তব জীবনে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার এক মহামঞ্চ।
আজ সময় এসেছে—
প্রত্যেক মাদ্রাসায় কোরআন গবেষণা শুরু করার।

যাতে ছাত্ররা শুধু মুখস্থ না করে, বরং কোরআনের আয়াত বুঝে, চিন্তা করে, গবেষণা করে—
👉 সমাজ, বিজ্ঞান, ন্যায়বিচার ও মানবতার আলোকে কোরআনের বাণীকে নতুনভাবে আবিষ্কার করতে পারে।

🔍 "তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না?" (সূরা নিসা: ৮২)
এই আয়াত আমাদের চিন্তার দিকনির্দেশনা দেয়।

চলুন, মাদ্রাসাগুলোকে কোরআন গবেষণার প্রাণকেন্দ্রে রূপান্তর করি।

#চিন্তারবিপ্লব

আমরা আজ এমন এক সমাজ গড়েছি, যেখানে প্রেম, পাপ অশ্লীলতা সহজ বরং কঠিন থেকে কঠিন হয়েছে বিয়ে।মোহর বেশি, সাজসজ্জার চাপ, সামাজি...
05/07/2025

আমরা আজ এমন এক সমাজ গড়েছি, যেখানে প্রেম, পাপ অশ্লীলতা সহজ বরং কঠিন থেকে কঠিন হয়েছে বিয়ে।

মোহর বেশি, সাজসজ্জার চাপ, সামাজিক স্ট্যাটাসের প্রতিযোগিতা—সব মিলিয়ে বিয়ে যেন একটা বিলাসিতা!
আর এই কঠিনতার সুযোগে অশ্লীলতা ঢুকে পড়ে ঘরে ঘরে।

আসুন, বিয়েকে সহজ করি।
যুবকদের জন্য পবিত্রতা ও চরিত্র রক্ষার পথ খুলে দেই।
কারণ, যখন হালাল কঠিন হয়—হারামই সহজ হয়ে যায়।

িয়ে #অশ্লীলতা_বিরোধী #ইসলামী_জীবন #তারুণ্য_বাঁচাও

মুমিনের প্রতিটি কথা ও কাজ শিরকমুক্ত হওয়া উচিত — সব অবস্থাতেই।আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের লক্ষ্য। তাই কথায় হোক বা কা...
30/06/2025

মুমিনের প্রতিটি কথা ও কাজ শিরকমুক্ত হওয়া উচিত — সব অবস্থাতেই।
আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের লক্ষ্য। তাই কথায় হোক বা কাজে, প্রকাশ্যে হোক বা গোপনে— প্রতিটি ক্ষেত্রে তাওহিদের ওপর অটল থাকা আবশ্যক।

❝ যে অন্তর শিরকমুক্ত, সে-ই প্রকৃত মুমিন। ❞

#তাওহিদ #শিরকমুক্তজীবন #ইমান #ইসলাম #মুমিনেরচরিত্র

03/11/2024

ঈমান ভঙ্গের কারণ [২য়] শিরকে আকবর আলোচনা করছেন : ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান
খতিবঃ-পাঠানপুর জামে মসজিদ, অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম

02/11/2024

🔴LIVE🔴সরাসরি*** ০২/১১/২০২৪ইং
আল জামিয়াতুল ইসলামিয়া আল আরবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার বার্ষিক ৭৯ তম মাহফিলে আলোচনা করছেন: হাফেজ মাওলানা আজিজুল আল মাদানী
ইসলাম প্রচারে লাইক, শেয়ার করে জুমা টিভির সাথে থাকুন।

02/11/2024

শিরক-বিদআত সম্পর্কে তথ্যবহুল আলোচনা করছেন, তারুণ্যের অহঙ্কার মাওলানা রেজাউল করীম আবরার (হাফি.)

02/11/2024

🔴LIVE🔴সরাসরি*** ০২/১১/২০২৪ইং
আল জামিয়াতুল ইসলামিয়া আল আরবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার বার্ষিক ৭৯ তম মাহফিলে আলোচনা করছেন: ওবায়দুল্লাহ হামজা।
ইসলাম প্রচারে লাইক, শেয়ার করে জুমা টিভির সাথে থাকুন।

02/11/2024

🔴LIVE🔴সরাসরি*** ০২/১১/২০২৪ইং
আল জামিয়াতুল ইসলামিয়া আল আরবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার বার্ষিক ৭৯ তম মাহফিলে আলোচনা করছেন: মুফতি রেজাউল করিম আবার, ঢাকা
ইসলাম প্রচারে লাইক, শেয়ার করে জুমা টিভির সাথে থাকুন।

02/11/2024

🔴LIVE🔴সরাসরি*** ০২/১১/২০২৪ইং
আল জামিয়া আল ইসলামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসা মাহফিলে আলোচনা করছেন মাওলানা নুরুল্লাহ সাহেব।
মিয়া খান নগর বাকলিয়া চট্টগ্রাম

Address

44/48 N. A. Chowdhury Road, Andarkilla
Chittagong

Telephone

+8801919938660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jumah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share