
19/10/2022
টাকায় টাকা আনে আর টাকা ছাড়া কিছুই হয় না—এ ধারণা নিয়ে অনেকেই অপেক্ষা করেন, কবে টাকা জমবে আর ব্যবসা শুরু করবেন। কেউ কেউ ব্যাংকে ব্যাংকে দৌড়ে টাকা জোগাড় করেন। তবে অনেক সফল উদ্যোক্তা আছেন, যাঁরা টাকার জন্য পিছিয়ে থাকেননি। যা আছে, তা নিয়েই শুরু করেছেন, ধীরে ধীরে ব্যবসা বেড়েছে। তেমনই একজন চীনা ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
বর্তমানে নানা বিষয়ে চীনা সরকারের রোষানলে পড়লেও জ্যাক মা নিঃসন্দেহে একজন সফল মানুষ। একজন স্কুলশিক্ষক থেকে আজ বিশ্বের অন্যতম উদ্যোক্তা, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। পুরোপুরি নিজের প্রচেষ্টায় আলিবাবার মতো একটি প্রতিষ্ঠান তৈরি করে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তাদের একজন হয়েছেন। তাই তাঁর পরামর্শ যে গ্রহণযোগ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। নানা সময় তরুণ উদ্যোক্তাদের তিনি পরামর্শ দিয়েও থাকেন। একবার রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তিনি বলেছিলেন কীভাবে নগদ অর্থ ছাড়াও ব্যবসা শুরু করা যায়।
অর্থের জন্য কাজ আটকায় না।
জ্যাক মা