Explore with Hasnat

Explore with Hasnat Never Stop Learning

টাকায় টাকা আনে আর টাকা ছাড়া কিছুই হয় না—এ ধারণা নিয়ে অনেকেই অপেক্ষা করেন, কবে টাকা জমবে আর ব্যবসা শুরু করবেন। কেউ কেউ ব্...
19/10/2022

টাকায় টাকা আনে আর টাকা ছাড়া কিছুই হয় না—এ ধারণা নিয়ে অনেকেই অপেক্ষা করেন, কবে টাকা জমবে আর ব্যবসা শুরু করবেন। কেউ কেউ ব্যাংকে ব্যাংকে দৌড়ে টাকা জোগাড় করেন। তবে অনেক সফল উদ্যোক্তা আছেন, যাঁরা টাকার জন্য পিছিয়ে থাকেননি। যা আছে, তা নিয়েই শুরু করেছেন, ধীরে ধীরে ব্যবসা বেড়েছে। তেমনই একজন চীনা ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

বর্তমানে নানা বিষয়ে চীনা সরকারের রোষানলে পড়লেও জ্যাক মা নিঃসন্দেহে একজন সফল মানুষ। একজন স্কুলশিক্ষক থেকে আজ বিশ্বের অন্যতম উদ্যোক্তা, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। পুরোপুরি নিজের প্রচেষ্টায় আলিবাবার মতো একটি প্রতিষ্ঠান তৈরি করে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তাদের একজন হয়েছেন। তাই তাঁর পরামর্শ যে গ্রহণযোগ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। নানা সময় তরুণ উদ্যোক্তাদের তিনি পরামর্শ দিয়েও থাকেন। একবার রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তিনি বলেছিলেন কীভাবে নগদ অর্থ ছাড়াও ব্যবসা শুরু করা যায়।

অর্থের জন্য কাজ আটকায় না।
জ্যাক মা

08/10/2022

বাংলাদেশ সময় গতকাল (৮ অক্টোবর) দুপুর থেকে হঠ্যাৎ করে দেশি বিদেশি অনেক ইউটিউব চ্যানেলের মনেটাইজেশন সুবিধা বন্ধ হয়ে যায়। এবং পরের দিন (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে ইউটিউব জানিয়ে দেয় এটা কোন ত্রুটি হতে পারে এবং সমাধানের চেষ্টা চলছে।
মনেটাইজেশন বন্ধ হয়ে গেছে এরকম বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আমি সরাসরি চেক করি এবং মনেটাইজেশন বন্ধ হয়ে যাওয়ার একটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছি সেটা হলো- যে সব চ্যানেলে প্রচুর পরিমাণে ‘ADs Suitability’ ইস্যু আছে অর্থ্যাৎ যে সব ভিডিওগুলো বিজ্ঞাপন প্রদর্শনের উপযুক্ত নয় ইউটিউব সেই ভিডিওগুলোকে ইউটিউব ‘Limited Ads’ ক্যাটেগরিতে ফেলে হলুদ সতর্ক সংকেত এর চিহ্ন দিয়ে রাখে। মূলত যে সব ভিডিও দৃশ্য কিংবা ভিডিও টাইটেলে ‘খু-ন, মা-রা-মা-রি, লা-শ’ ইত্যাদি থাকে সেগুলো সাধারণত এই ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়।

তাই ইউটিউবারদের জন্য এটি একটি সতর্ক বার্তা। তবে এখন থেকে এই ঝামেলা এড়াতে প্রত্যেকে একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলো- যেসব ভিডিওগুলোতে ‘Limited Ads’ চলে আসবে সেগুলোর থাম্বনেইল ও টাইটেল পরিবর্তন করে ‘Submit Review' দিয়ে প্রথমে চেষ্টা করা। এরপরেও ‘Limited Ads’ থেকে গেলে সাথে সাথে ভিডিওটির ‘মনেটাইজেশন’ বন্ধ করে দেওয়া।

নেতৃত্বের সংজ্ঞা, ধারণা ও প্রকারভেদ কী?বিস্তারিত — https://www.bishleshon.com/4115/নেতৃত্ব প্রতিষ্ঠানের মানবীয় শ্রম ও য...
28/09/2022

নেতৃত্বের সংজ্ঞা, ধারণা ও প্রকারভেদ কী?
বিস্তারিত — https://www.bishleshon.com/4115/

নেতৃত্ব প্রতিষ্ঠানের মানবীয় শ্রম ও যান্ত্রিক শক্তিকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করে। নেতৃত্ব কর্মীদের মনোবলকে চাঙ্গা করে।

31/08/2022

তুমি শুধু কাজ কে ভালোবাসো, কাজ তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।

মেটাভার্স: ইন্টারনেটের ভবিষ্যৎ প্রযুক্তি যা ডিজিটাল বিশ্বকে বানাবে বাস্তব জগতের মতো। ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ বল...
15/08/2022

মেটাভার্স: ইন্টারনেটের ভবিষ্যৎ প্রযুক্তি যা ডিজিটাল বিশ্বকে বানাবে বাস্তব জগতের মতো। ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন তার প্রতিষ্ঠান আগামী কয়েক বছরের মধ্যে মেটাভার্স প্রতিষ্ঠানে পরিণত হবে।

নিজস্ব থ্রিডি অবতার প্রতিনিধি:
অনেকে কল্পনা করছেন যে এই মেটাভার্স প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহারকারীর নিজের একটি থ্রিডি অবতার বা চরিত্র থাকবে এবং এটিই অনলাইনে তার প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ এটি ঘুরে ফিরে বেড়াতে পারবে এবং অন্যান্য চরিত্রের সঙ্গে নানা কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।
বলা যেতে পারে যে মেটাভার্স প্রযুক্তিতে ইন্টারনেটের মাধ্যমে 'শেয়ার্ড ভার্চুয়াল পরিবেশে' প্রবেশ করা যাবে। অর্থাৎ এটি হবে ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহার করে তৈরি ডিজিটাল স্থান যেখানে ডিজিটাল বিশ্বকে বাস্তব দুনিয়ার সাথে মিলিয়ে দেওয়া হবে।

"গুগল ম্যাপে যখন কোন রাস্তা দিয়ে যান, স্ট্রিট ভিউতে আপনি আশেপাশের গাড়ি-বাড়ি-দোকানপাট সব দেখতে পান। আমি চাইলে ঢাকায় বসে লন্ডনের রাস্তা দেখতে পারবো। এপর্যন্ত কিন্তু হয়ে গেছে। এটা মেটাভার্সের শুরু। এর পরে যেটা হবে তা হচ্ছে এসব জায়গায় থাকার যে অভিজ্ঞতা সেটা আমি সেখানে না থেকেও ফিল করতে পারবো," বলেন জাকারিয়া স্বপন।

কম্পিউটারের সামনে বসে না থেকে একটি ভিআর হেডসেট লাগিয়েই আপনি আপনার প্রিয় ওয়েবসাইটগুলোতে ঘুরে বেড়াতে পারবেন।
পারবেন বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, গানের কনসার্টে যাওয়া, শপিং থেকে শুরু করে মোটামুটি সবকিছুই।

BBC News বাংলা

26/07/2022

The best leaders are passionate about developing emerging LEADERS, because true leaders don't create more followers, they create more LEADERS.

চোখে দেখা কিছু কিংবদন্তী মানুষ সৌভাগ্যজনকভাবে আমার সহকর্মী। অনেক ভাগ্যবান মনে হয় নিজেকে তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়...
20/07/2022

চোখে দেখা কিছু কিংবদন্তী মানুষ সৌভাগ্যজনকভাবে আমার সহকর্মী। অনেক ভাগ্যবান মনে হয় নিজেকে তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার জন্য। নিজেকে প্রথম আলো পরিবারের একজন ভাবতেই ভীষণ গর্ব হয়। প্রথম আলো এখন শুধু একটি পত্রিকা নয়, সংবাদপত্রের চেয়ে একটু বেশি। শ্রদ্ধেয় কবির বকুল ভাই আছেন ছবিতে, আনিসুল হক ভাই আছেন এবং সময়ের জনপ্রিয় হাওয়া ছবির কালাপাখি গানের গায়ক এরফান মৃধা শিবলু ভাই। প্রথম আলো কার্যালয়ে সবাইকে একসঙ্গে পেয়ে আর লোভ সামলাতে পারিনি। মুহূর্তটা অন্যরকম।

ধন্যবাদ

09/07/2022

ত্যাগের উৎসব ঈদুল আজহা। ঈদ মোবারক।

শুভ শুভ শুভদিন, আজ মুন্না ভাইয়ের জন্মদিন! ❤️
02/07/2022

শুভ শুভ শুভদিন, আজ মুন্না ভাইয়ের জন্মদিন! ❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Hasnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore with Hasnat:

Share