Aamjad Hosen

Aamjad Hosen Motivat, poem, love story, story, videos, inspired teens ager...

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
26/12/2023

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আমার এই অভাগা জীবনে এক্কান মায়াবতী মাইয়া আইছিলো। আমি পড়ালেহা না জানা  মানুষ, কাজ কাম কইরা দিনে আইন্না দিনে খাই, মাঝেমধ্য...
19/12/2023

আমার এই অভাগা জীবনে এক্কান মায়াবতী মাইয়া আইছিলো। আমি পড়ালেহা না জানা মানুষ, কাজ কাম কইরা দিনে আইন্না দিনে খাই, মাঝেমধ্যে খাইয়া বাঁচলে আডানা একানা জমাইতাম। আমার এহনোও মনে আসে একদিন মাটির ব্যাংক ভাইঙা জমানো সব টেহা দিয়া মেলা থেইকা একটা কালো টিপের পাতা আর একটা লাল রঙের আলতা কিন্না দিসিলাম তারে.. তার লগে দেহা হইলে আমি যহন তারদিকে ফ্যালফ্যাল কইরা চাইয়া থাকতাম তহন হেয়ও আমার দিকে ড্যাব ড্যাব কইরা চাইয়া কথা কইতো আমার লগে..
চান্দের লাহান মায়াভরা মুখটার দিকে একবার তাকাইলেই আমার মনডা একদম জুড়াইয়া যাইতো.. আমার জীবনের সবকিসু উজার কইরা বিলাইয়া দিছিলাম তারে.. জোৎস্না ভরা এক রাইতে ময়না আমারে কথা দিসিলো আমাগো বলে একটা টোনাটুনির সংসার হইবো, ঝাল কম লবণ বেশি হইলেও ভালোবাইসা খাইয়া নেওয়া হইবো। এতো ভালোবাসা কি আর আমগো মতো মাইনষের কপালে জুটে! যারে একদিন না দেখলে কইলজাডার মধ্যে কেমন জানি মোচড় দিয়া উঠতো আইজকা বছর খানেক হইয়া গেলো তার লগে কোনো দেহা সাক্ষাৎ হয় না..
এক্কান লাল রঙের বেনারশি পইড়া বড়লোক একটা পোলা দেইখা বিয়া কইরা লাইসে আমার ময়নায়.. হুনসি পোলা নাকি বিদেশে চাকড়ি করে, মেলা টাকা কামায় করে.. মাইনষে আমারে কয় ময়না চইল্লা যাওনের পরে আমি নাকি পাগল হইয়া গেসিলাম। তহন আমার মায়ে আমারে জ্বোর কইরা ধইরা ডাক্টারের কাসে নিয়া যায়.. ডাক্টারে আমারে দেইখা লম্বা একটা ঔষধের লিস্ট ধরাইয়া দেয়। অথচ আমি প্রেসক্রিপশনে চাইয়া দেহি কোথাও তোমার নামডা লেহা নাই.. ডাক্টাররে আমি তোমার কথা কইতে না কইতেই ডাক্টারে আমারে ধরাইয়া দিলো একটা সার্টিফিকেট, যেইখানে বড় কইরা লেখা "পাগল"...

লেখা: তারিফ হুসাইন

বৃহস্পতিবার পেইজ থেকে সংগৃহীত

18/12/2023
ভুল করেও ভুলে যেওনা আমিও মানুষ, যন্ত্র না।তোমার যা যা অনুভূতি হয় আমারও হয় তাইভেবে দেখো তোমার সুখ, হাসির জন্য আমি কি করেছ...
01/12/2023

ভুল করেও ভুলে যেওনা
আমিও মানুষ, যন্ত্র না।

তোমার যা যা অনুভূতি হয়
আমারও হয় তাই
ভেবে দেখো তোমার সুখ, হাসির জন্য আমি কি করেছি
তার বিনিময়ে ছলনা,অবহেলা,কষ্ট ছাড়া আমি কি পাই
Amjad Hosen Ajad

নিদিষ্ট  একটা সময়ে  সবাই  প্রেমে পড়ে। আমি  প্রেম- ভালোবাসা  পছন্দ  করি না  বা আমার প্রেম- ভালোবাসা  ভালো লাগে না। এইগুলা...
29/11/2023

নিদিষ্ট একটা সময়ে সবাই প্রেমে পড়ে। আমি প্রেম- ভালোবাসা পছন্দ করি না বা আমার প্রেম- ভালোবাসা ভালো লাগে না। এইগুলা কেবলি মুখের বাণী মাত্র।

নিদিষ্ট একটা বয়সে প্রতিটা মানুষেই প্রেমে পড়ে, প্রতিটা মানুষের মনেই কারও না কারও জন্য ভালো লাগা তৈরি হয়। কেউ সেটা প্রকাশ করতে পারে , আবার কেউ পারে না।

প্রেম-ভালোবাসাটা কখনো বলেকয়ে হয় না। আপনি প্রেম- ভালোবাসা সবার কাছে অস্বীকার করতে পারবেন। কিন্তু আপনার নিজের কাছে কখনো অস্বীকার করতে পারবেন না ।

প্রেম-ভালোবাসা আসে মনের নিয়মে আপনার নিয়মে নয়। আপনি এড়িয়ে যেতে পারবেন কিন্তু ভালোবাসার মানুষকে ভুলতে পারবেন না। কারণ, আপনি না চাইলেও আপনার অজান্তেই ভালোবাসার মানুষ আপনার মনে জায়গা করে নিবে। আপনি না চাইলেই সে আপনার বুকের এক কোণে বসবাস করতে কয়েক যুগ।

লেখাঃ- নাফিজ ইকবাল নূরুল্লাহ্
ছবি- টুইটার

With Amjad Hosen Ajad

মানুষ ভালোবাসার কাঙ্গাল,, মানুষের জীবনে মানুষ আসবে যাবে এটাই যেনো নিয়তি। সময়, কাল,পাত্রবেধে এক মানুষ হয়েছে অন্য মানুষের।...
28/11/2023

মানুষ ভালোবাসার কাঙ্গাল,,
মানুষের জীবনে মানুষ আসবে যাবে এটাই যেনো নিয়তি।
সময়, কাল,পাত্রবেধে এক মানুষ হয়েছে অন্য মানুষের।

পৃথিবীতে খুব কম মানুষই আছে, যারা এক নারী কিংবা এক পুরুষে আসক্ত। যারা বা যে নারী পুরুষ এমন কাউকে পেয়েছে,
তার মতো লাকি পারসন এই পৃথিবীতে হবেনা।

কিন্তু লাকি বলছি বলে এই না যে তাদের জীবনে কষ্ট থাকবে না, সুখ-দুঃখ নিয়েই পৃথিবী আর পৃথিবীর মানুষ।সুখ যেমন আছে দুঃখকেও তেমন মেনে নিতে হবে।
তবে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে।

ভালোবাসার একটা মানুষ থাকা মানে জীবনটা আর একটু সহজ হওয়া, সুখে দুঃখে মানুষটার সাথে বৃদ্ধ হওয়ার সৌভাগ্য হওয়া।

আবার এক মানুষ কে অন্য কারো হওয়াটাও ভূলনা।
কেনোনা এক সময় যে মানুষটা আপনাকে, আামকে ভিষণ ভালোবাসেছিলো,সময়ের খেরে সে মানুষটাও অন্য কারো হয়,হতে হয়।

তাদের মধ্যে কেউ হয়তো মিথ্যে ভালোবাসার অভিনয় করে আবার কেউ হেরে যায় পরিস্থিতির কাছে,ফ্যামিলির কাছে।
তাকে আাবারো ভালোবাসতে হয় অন্য কোনো মানুষকে।কেউ অতি দ্রুত আবার কেউ অনেকটা সময় পর।
কিন্তু হুম...এটা সত্যি যে,
প্রথম প্রেম কখনে ভুলা যায় না।

©নিলা
পিক কালেক্ট

Amjad Hosen Ajad

- Happy Anniversary! 🎉🫶🤣❤️😂😂😂Follow our page: Aamjad Hosen
28/11/2023

- Happy Anniversary! 🎉🫶🤣❤️😂😂😂

Follow our page: Aamjad Hosen

দেশে মা,চাচী,খালা, আপা, ভাবি যতই ঝগড়া করুক ,প্রবাসে কিন্তু বাবা, মামা, খালু, ভাই,চাচাতো খালাতো মামাতো এবং দুলাভাই সকলে ...
28/11/2023

দেশে মা,চাচী,খালা, আপা, ভাবি যতই ঝগড়া করুক ,
প্রবাসে কিন্তু বাবা, মামা, খালু, ভাই,চাচাতো খালাতো মামাতো এবং দুলাভাই সকলে মিলমিশে থাকে, প্রবাসী ভাইরা এক সাথে ভাগাভাগি করে খায় এবং একে অন্যের সুখে দূঃখে পাশে থাকে।

Address

Chittagong

Telephone

+8801798271762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aamjad Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aamjad Hosen:

Share