জুবায়েদ আল মামুন পিয়াস

জুবায়েদ আল মামুন পিয়াস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জুবায়েদ আল মামুন পিয়াস, Video Creator, Chittagong.

একদিন চায়ের আড্ডায় আমি এবং শাহাদাত হোসেন 😍 #জুবায়েদআলমামুনপিয়াস
23/10/2025

একদিন চায়ের আড্ডায় আমি এবং শাহাদাত হোসেন 😍

#জুবায়েদআলমামুনপিয়াস

কোনোদিন জাগিবে না আরজানিবার গাঢ় বেদনারঅবিরাম— অবিরাম ভারসহিবে না আর—”আজ ২২ অক্টোবর। কবি জীবনানন্দ দাশের ৭১তম প্রয়াণ দিব...
22/10/2025

কোনোদিন জাগিবে না আর
জানিবার গাঢ় বেদনার
অবিরাম— অবিরাম ভার
সহিবে না আর—”
আজ ২২ অক্টোবর।
কবি জীবনানন্দ দাশের ৭১তম প্রয়াণ দিবস।
কার্তিকের রোদ আজ নরম হয়ে নামে মাঠের বুকে,
ধানের শীষে জমে শিশিরের স্বপ্ন। বাতাসে ভাসে এক গভীর নিস্তব্ধতা... যেন প্রকৃতি নিজেই থমকে দাঁড়িয়ে আছে বাংলা কবিতার নীরবতম কবির স্মৃতিতে শ্রদ্ধাবনত হয়ে।
তিনি শুনেছিলেন বাংলার হৃদস্পন্দনের শব্দ, দেখেছিলেন জীবনের সবচেয়ে নিঃশব্দ আলো। তাঁর কবিতায় জেগে থাকে এক গভীর একাকিত্ব,
যেখানে রোদ পড়ে ধীরে, ধানের গন্ধে মিশে থাকে স্বপ্নের সুর।
“হাতে হাত ধ’রে ধ’রে গোল হয়ে ঘুরে— ঘুরে— ঘুরে,
কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে;
ফলন্ত ধানের গন্ধে— রঙে তার— স্বাদে তার ভ’রে যাবে আমাদের
সকলের দেহ।
জীবনানন্দ দাশ, যিনি নীরবতাকে বানিয়েছিলেন ভাষা,
আর নিঃসঙ্গতাকে করেছিলেন চিরন্তন সৌন্দর্যের প্রতীক। তিনি চলে গিয়েও রয়ে গেছেন বাংলার মাটিতে, গোধূলির আলোয়, আর আমাদের নিঃশব্দ হৃদয়ের গহীনে। তিনি এখনো আছেন ধানের গন্ধে, শীতল বাতাসে, কার্তিকের মিঠে রোদে, আমাদের নিঃশব্দ দুপুরগুলোর ভিতর, বিকেলগুলোর ভিতর, রাতগুলোর ভিতর।
“জীবনানন্দ মানে নীরবতারও এক অনন্ত প্রতিধ্বনি।

#জুবায়েদআলমামুনপিয়াস

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া- যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন। আপনার রিজিক হতে পারে দেরিতে...
19/10/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া- যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া-যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া- যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব -যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।


কালেক্টেড

#জুবায়েদআলমামুনপিয়াস

কখনও কখনও কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু ব্যর্থতা আমাদের থামিয়ে দেয়।   কিন্তু জীবন কাউকে থামিয়ে রাখে না। যা চলে গেছে, ...
18/10/2025

কখনও কখনও কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু ব্যর্থতা আমাদের থামিয়ে দেয়। কিন্তু জীবন কাউকে থামিয়ে রাখে না। যা চলে গেছে, তা শিক্ষা হয়ে থাকুক… কারণ যে এগিয়ে যেতে শেখে, সাফল্য একদিন তার কাছেই ফিরে আসে।

#জুবায়েদআলমামুনপিয়াস

সারাদিন সূর্যের পিছনে-পিছনে চলছে সে।------একবার তাকে দেখা যায়,একবার হারিয়ে যায় কোথায় 🤨 #জুবায়েদআলমামুনপিয়াস
17/10/2025

সারাদিন সূর্যের পিছনে-পিছনে চলছে সে।
------একবার তাকে দেখা যায়,
একবার হারিয়ে যায় কোথায় 🤨

#জুবায়েদআলমামুনপিয়াস

হেমন্তের সন্ধ্যায় জাফরান-রং-এর সূর্যের নরম শরীরে       শাদা থাবা বুলিয়ে-বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে 😍---বিড়াল #জুবায়...
15/10/2025

হেমন্তের সন্ধ্যায় জাফরান-রং-এর সূর্যের নরম শরীরে
শাদা থাবা বুলিয়ে-বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে 😍

---বিড়াল

#জুবায়েদআলমামুনপিয়াস

15/10/2025

কর্পোরেট সেক্টরে চাকরি করা অনেকের স্বপ্ন হলেও বাস্তবে সেখানে মানসিক শান্তি খুব কমই পাওয়া যায় । প্রতিদিনের কঠিন টার্গেট, মিটিং, রিপোর্ট, আর পারফরম্যান্সের চাপ মানুষের ভেতরের প্রশান্তি কেড়ে নেয় ! সকাল থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততায় ব্যক্তিগত জীবনের সময় প্রায় হারিয়ে যায় । অফিস পলিটিক্স, প্রতিযোগিতা আর ক্রমাগত প্রেশারের কারণে মানসিক ক্লান্তি তৈরি হয় । অনেক সময় নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্য স্বীকৃতি না পাওয়া হতাশা বাড়ায় ।

সব মিলিয়ে কর্পোরেট জীবনে আর্থিক সাপোর্ট পাওয়া গেলেও মানসিক শান্তি পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে ।

#জুবায়েদআলমামুনপিয়াস

14/10/2025

হীরার চেয়েও দামী তিনটি কথা...
"তুমি আল্লাহকে যত বেশি ভালবাসবে, মানুষ তোমাকে তত বেশি ভালোবাসবে!
তুমি আল্লাহকে যত বেশি ভয় করবে, মানুষ তোমাকে তত বেশি ভয় করবে!
তুমি আল্লাহর যত বেশি এবাদাত করবে, সমগ্র সৃষ্টিজগৎ তোমার তত বেশি খেদমত করবে।
সুতরাং, দুনিয়াতে প্রকৃত শান্তি পেতে চাইলে তুমি আল্লাহর হয়ে যাও।"

#জুবায়েদআলমামুনপিয়াস

13/10/2025

জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।
তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাবার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক...
বেলা ফুরাবার আগে

#জুবায়েদআলমামুনপিয়াস

ছোট ভাই মেহেদী হাসান জিতুর সাথে কোন এক দিন😍 #জুবায়েদআলমামুনপিয়াস
13/10/2025

ছোট ভাই মেহেদী হাসান জিতুর সাথে কোন এক দিন😍

#জুবায়েদআলমামুনপিয়াস

13/10/2025

একটি প্রজন্মের ভবিষ্যৎ: অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে হাইপারকাইফোসিস

আমরা একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করছি — স্ক্রিনের কারণে একটি প্রজন্মের দেহভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল, ট্যাবলেট ও ল্যাপটপের দিকে ঝুঁকে থাকার ফলে শরীরে দেখা দিচ্ছে একধরনের সমস্যা — হাইপারকাইফোসিস, অর্থাৎ পিঠের ওপরের অংশে অতিরিক্ত বাঁক।

যেটা আগে মূলত বয়স্কদের মধ্যে দেখা যেত, এখন তা কিশোর ও তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে। প্রতিদিন ঘাড় নিচু করে স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে মেরুদণ্ড, কাঁধ ও ঘাড়ের পেশিতে চাপ পড়ে, এবং ধীরে ধীরে দেহভঙ্গি বিকৃত হয়ে যায় — তৈরি হয় “টেক নেক” বা “হাঞ্চব্যাক” ভঙ্গি।

❗ শুধু বাহ্যিক চেহারার পরিবর্তন নয়, এর প্রভাব আরও গভীর:
- দীর্ঘমেয়াদি ব্যথা
- ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়া
- স্নায়ু চেপে ধরা
- হাড় ও পেশির স্থায়ী ক্ষতি

চিকিৎসকরা সতর্ক করছেন — যদি এই দেহভঙ্গির সমস্যা সময়মতো ঠিক না করা হয়, তাহলে এটি ২১ শতকের সবচেয়ে সাধারণ জীবনধারাজনিত বিকৃতি হয়ে উঠতে পারে।

এটি আমাদের ডিজিটাল যুগের এক নীরব মহামারী — প্রতিটি টেক্সট, প্রতিটি স্ক্রল, প্রতিটি ঝুঁকে থাকা আমাদের শরীরকে ধীরে ধীরে বদলে দিচ্ছে।

পি কে এস লেকচার

The Future of a Generation: Hyperkyphosis from Excessive Screen Use 😬

We’re witnessing a troubling trend — the posture of a generation being reshaped by screens. Hours spent hunched over phones, tablets, and laptops are leading to a condition known as hyperkyphosis — an excessive forward curvature of the upper spine.

What was once seen mostly in the elderly is now appearing in teenagers and young adults, their necks craned downward for hours each day. The constant strain on the spine, shoulders, and neck muscles gradually alters posture, causing the classic “tech neck” or hunchback appearance.

Beyond looks, the consequences run deeper: chronic pain, reduced lung capacity, nerve compression, and long-term musculoskeletal damage. Doctors warn that these posture issues, left unchecked, could become one of the most widespread lifestyle-induced deformities of the 21st century.

It’s a silent epidemic of our digital age — one text, one scroll, one slouch at a time.

PKS Lectures
#জুবায়েদআলমামুনপিয়াস

13/10/2025

আপনি সকাল থেকে রাত পর্যন্ত মুখ দিয়ে যত খাবার ঢুকান তার সবই বিষ মেশানো। এমনকি বোতলজাত পানিটুকু পর্যন্ত নকল/ দুই নম্বর😿

আপনি আমি এই দেশে এখনো সুস্থ আছি এটা আল্লাহর বিশেষ রহমত। এইসব বিষ মেশানো খাদ্যদ্রব্য প্রতিদিন খাওয়ার পর কোন মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব না।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when জুবায়েদ আল মামুন পিয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জুবায়েদ আল মামুন পিয়াস:

Share

Category

What's your mind

Life is more then drama😭😭😭😭