Mîhù

Mîhù Alhamdulillah 🦋

মেয়াদ থাকা স্বত্বেও এই ব্রেড এ শেওলা চলে এসেছে। এসব খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মেয়াদ চলে যাওয়া রুটি, ব্রেড ...
29/06/2025

মেয়াদ থাকা স্বত্বেও এই ব্রেড এ শেওলা চলে এসেছে।
এসব খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
মেয়াদ চলে যাওয়া রুটি, ব্রেড কোম্পানি গুলো তাদের কারখানায় নিয়ে গিয়ে নতুন করে মেয়াদ সংযোজন করে তা না হলে এমন টা হতো কি?
এসব খাবার বর্জন করুন।
::: জনসচেতনতা মূলক পোস্ট।

জীবন রক্ষা করতে গিয়ে নিজেই হারালেন প্রাণ...হাটহাজারীর রাস্তায় এক মানসিক ভারসাম্যহীন (পাগল) মানুষ হঠাৎ করে সড়কের মাঝখা...
29/06/2025

জীবন রক্ষা করতে গিয়ে নিজেই হারালেন প্রাণ...

হাটহাজারীর রাস্তায় এক মানসিক ভারসাম্যহীন (পাগল) মানুষ হঠাৎ করে সড়কের মাঝখানে চলে আসেন। সেই মুহূর্তে দ্রুতগতিতে আসছিল একটি মোটরসাইকেল। বাইক চালক চাইলেই নিজেকে বাঁচাতে গতি না কমিয়ে চলে যেতে পারতেন। কিন্তু না...
তিনি গাড়ির গতিতে ব্রেক কষেন, বাঁক নেন, চেষ্টা করেন মানুষটিকে বাঁচাতে...

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাইকটি উল্টে যায়। সেই মোটরসাইকেল আরোহী আর ফিরলেন না...
এক অজানা পাগলকে বাঁচাতে গিয়ে এক অজস্র স্বপ্নের মানুষের প্রাণ চলে গেল।

#আর #না #না

জামালপুরসর্দারপাড়ায় আত্মহত্যা করে এক নারীর মৃত্যু 😢কি জামানা আসলো,,,আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন,,,,সতেচন থাকবেন স...
26/06/2025

জামালপুর
সর্দারপাড়ায় আত্মহত্যা করে এক নারীর মৃত্যু 😢
কি জামানা আসলো,,,
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন,,,,সতেচন থাকবেন সবাই😥

#সবাই #এক #জামানা

তানজিল মাহমুদ সুজয়, আমাদের ২ বোনের একটি মাত্র ভাই ছিল এবং আমার মা বাবার একমাত্র পুত্র সন্তান। বাবার ইচ্ছা ছিল ওকে ব্যাংক...
29/05/2025

তানজিল মাহমুদ সুজয়, আমাদের ২ বোনের একটি মাত্র ভাই ছিল এবং আমার মা বাবার একমাত্র পুত্র সন্তান। বাবার ইচ্ছা ছিল ওকে ব্যাংকার বানাবে। ৫ আগস্ট সাভারে পুলিশ আমার ভাইয়ার বু*কে গু*লি করে, পরে তার লা*শে আ*গুন লাগিয়ে পুড়ি*য়ে দেয়। বিশেষ করে ভাইয়ার পু*ড়ে যাওয়া লা*শ দেখে মা আর সহ্য করতে পারে নাই। মা এখন পাগল হয়ে গেছে...

_ইশরাত জাহান অ্যানি (বোন)

বাঁশখালী সমুদ্র সৈকতের বর্তমান অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের জন্য সবাই দোয়া করবেন 🤲🤲শত কোটি টাকার ত্রাণের দরক...
29/05/2025

বাঁশখালী সমুদ্র সৈকতের বর্তমান অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের জন্য সবাই দোয়া করবেন 🤲🤲
শত কোটি টাকার ত্রাণের দরকার নেই। নদীমাতৃক দেশে স্থায়ী ও টেকসই বেড়ীবাঁধ চাই।

এই টুকু বাচ্চার কি দোষ ছিলো।বার বার আমার মনকে কাঁদাচ্ছে।রূপগঞ্জ থানার বিংরাবো গ্রামের ঘটনা। বাড়ির পাশেই এমন ঘটনা দেখে মন...
28/05/2025

এই টুকু বাচ্চার কি দোষ ছিলো।বার বার আমার মনকে কাঁদাচ্ছে।রূপগঞ্জ থানার বিংরাবো গ্রামের ঘটনা। বাড়ির পাশেই এমন ঘটনা দেখে মনে হচ্ছে কিয়ামত বেশি দেরি নাই।৪ বছরের এই বাচ্চা কে ডেকে নিয়ে তারই প্রতিবেশী নির্মম ভাবে খুন করার চেষ্টা চালায়।তার মাথার খুলি ভেংগে ফেলে।জিহ্বা টেনে ছিড়ে ফেলে।একপর্যায়ে শাসরোধ করে মৃত ভেবে পরিত্যক্ত জায়গায় ফেলে চলে আসে। ৪ বছরের এই নিষ্পাপ বাচ্চা টির কি দোষ?? কিন্তু আফসোস গত কয়েক দিন হয়ে গেছে অপরাধী ঘুরে বেড়াচ্ছে। গরিব বলে কেউ পাশে নাই 😪😪আর ফেসবুকে আমি তাকে নিয়ে পোস্ট করায় আমাকেও হুমকি দিচ্ছে 😪😪অপরাধীর বিচার কামনা করছি। কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। দয়া করে আপনারা আমার পাশে থাকবেন .

~~🌼 তুমি বাগান বিলাসহয়ে যাও~🍂 আমি যন্ত করে রেখে দিবো
24/05/2025

~~🌼 তুমি বাগান বিলাস
হয়ে যাও
~🍂 আমি যন্ত করে রেখে দিবো

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর - আনোয়ারপুর সড়কের ফতেপুর ইউনিয়নের সজনার স্টীলের ব্রীজটি পশ্চিমপাড়ের অংশ বালুব...
19/05/2025

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর - আনোয়ারপুর সড়কের ফতেপুর ইউনিয়নের সজনার স্টীলের ব্রীজটি পশ্চিমপাড়ের অংশ বালুবাহী একটি ট্রাকের চাপে আজ ভোর রাতে ভে*ঙ্গে পড়েছে । এসময় ট্রাক ড্রাইভার গুরুতর আ'হ'ত হয়েছে। Everyday with Irene04@সেরা ফ্যানwith Irene] @ [122245275404218354:49210:@সেরা ফ্যান]

#আজ

Dream coffee shop concept 🖤✨☕
18/05/2025

Dream coffee shop concept 🖤✨☕

-কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে.!🥹❤️‍🩹
18/05/2025

-কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে.!🥹❤️‍🩹

ইদানীং ফেসবুকে ঢুকলেই দেখি প্রবাসীদের সান্ডা খাওয়ার ভিডিও, সান্ডা নিয়ে হাশি-তামাশা, ট্রল।কৌতুহল হলো, সান্ডা খাওয়া কি ইসল...
15/05/2025

ইদানীং ফেসবুকে ঢুকলেই দেখি প্রবাসীদের সান্ডা খাওয়ার ভিডিও, সান্ডা নিয়ে হাশি-তামাশা, ট্রল।
কৌতুহল হলো, সান্ডা খাওয়া কি ইসলামে হালাল?
"সান্ডা লিজার্ড" (Uromastyx)
একটি মরুভূমির তৃণভোজী প্রাণী। আমাদের দেশের গুইসাপের মতো হিংস্র নয়।

নবী করিম (সা.)-এর যুগে সান্ডা খাওয়া নিয়ে সহীহ হাদীস থেকে প্রামাণ্য তথ্য:

📖 ইবনে আব্বাস (রাঃ) বলেন:
আমি, খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ) এবং রাসূলুল্লাহ (সাঃ) একসাথে মাযার নামক স্থানে একটি ঘরে ছিলাম।
আমাদের সামনে সান্ডা (দাব্ব) রান্না করে আনা হলো।

❌ রাসূলুল্লাহ (সাঃ) তা খেতে অস্বীকার করলেন।
❓ খালিদ (রাঃ) জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলুল্লাহ! এটা কি হারাম?”
✅ তিনি (সাঃ) বললেন:
"না, তবে এটা আমার কওমের খাবার নয়, তাই আমার আগ্রহ নেই।"
🥘 এরপর খালিদ (রাঃ) তা খেয়ে নিলেন এবং নবী (সাঃ) কিছু বলেননি।
(সহীহ বুখারী: ৫৫৩০, সহীহ মুসলিম: ১৯৪৬)

---

ফিকহী ব্যাখ্যা (মাজহাবভিত্তিক):

⚖️ হানাফি মাজহাব:
ইমাম আবু হানিফা (রহ.) বলেন,
সান্ডা খাওয়া মাকরূহ তানযিহী (না খাওয়াই উত্তম)।
কারণ:
– নবীজি (সাঃ) নিজে খাননি
– প্রাণীটি দেখতে অস্বাভাবিক ও অপছন্দনীয়

📜 মালিকি, শাফেয়ি, হাম্বলি মাজহাব:
তাদের মতে:
✅ সান্ডা হালাল, কারণ
– রাসূল (সাঃ) হারাম বলেননি
– সাহাবাগণ খেয়েছেন

---

উপসংহার:
✋ সান্ডা খাওয়া নিয়ে অতিরিক্ত ট্রল বা বিদ্রূপ না করে,
❤️ নবীজি (সাঃ)-এর মতো উন্নত রুচি ও সহনশীলতা অর্জন করাই উত্তম।
❗ তবে কেউ খেলে তাকে হারাম খাচ্ছে বলা যাবে না। Everyday with IreneEveryday with Irene

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mîhù posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share