
01/10/2025
🛑 জরুরি জীবন বাঁচানোর আকুতি 🛑
বন্ধুরা, একটি জীবন বাঁচাতে আপনাদের সকলের সামান্য সাহায্য ও দোয়ার প্রয়োজন। আমার ছোট খালা ( সারমিন আক্তার) যার বয়স মাত্র ২৬/২৭ বছর হবে, আড়াই বছরের ছোট ছেলে আছে, একটি মারণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত।
গত জানুয়ারি তে রোগটি ধরা পড়েছে এরপর কিছু প্রথম চিকিৎসা করেছি কিন্তু কোন সাফল্য পাইনি এখন চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুততার সাথে অপারেশন করে চিকিৎসা শুরু করা দরকার।
খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।
চিকিৎসার জন্য মোট আনুমানিক খরচ: প্রায় (6-৭লক্ষ) টাকা)
আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেও এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব নয়। দিন দিন তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে।
দয়া করে আপনার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু টাকা দিয়ে আমার খালা কে বাঁচতে সাহায্য করুন।
যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ।
আপনাদের সহযোগিতা সরাসরি তাঁর চিকিৎসায় ব্যবহৃত হবে।
ওমর ফারুক (রোগির ভাই)
01605-375719
বিকাশ
যোগাযোগ : 01872907131
সবশেষে আপনাদের দোয়া কামনা করছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
#চিকিৎসারজন্যসাহায্য #জীবন_বাঁচান