Emon Khan 001

Emon Khan 001 Welcome to my page of endless adventures, laughter, and unforgettable moments!

অল্প উপকরণে মজাদার সমুচা তৈরী পদ্ধতি।  আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন।
02/05/2024

অল্প উপকরণে মজাদার সমুচা তৈরী পদ্ধতি। আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ :১. মাঝারি সাইজের ১ টি গাজর২. ২ টা আলু৩. মুরগির মাংস ২৫০ গ্রাম৪. ২ কাপ আটাকার্যপ্রণালী:২ কাপ আটার মধ্....

ফরমালিনের ক্ষতিকারক প্রভাব এবং এ থেকে বাঁচার উপায়—  #ফরমালিনের_ক্ষতিকারক_প্রভাব:-ইকোসিস্টেম এবং মানুষের স্বাস্থ্যের জন্য...
17/04/2024

ফরমালিনের ক্ষতিকারক প্রভাব এবং এ থেকে বাঁচার উপায়—

#ফরমালিনের_ক্ষতিকারক_প্রভাব:-
ইকোসিস্টেম এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
১)নাকে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া।
২)শ্বাসকষ্ট হওয়া।
৩)ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া।
৪)অনেক দিন ধরে ফরমালডিহাইডের সংস্পর্শে থাকলে ৫)শ্বেতরক্তকনিকা পরিবর্তিত হতে থাকে।
৬)ব্রেন, নাক, ফুসফুস ইত্যাদি বিভিন্ন অঙ্গে ক্যান্সারের সৃষ্টি করতে পারে।
৭)কিডনিতে বিভিন্ন রোগের সৃষ্টি করে।
৮)গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর কারণে ৯)গর্ভাবস্থায় রক্তক্ষরণ থেকে শুরু করে গর্ভপাতও হয়ে যেতে পারে।
১০)অ্যালার্জি এবং অ্যাজমার উদ্রেক ঘটায়।
১১)প্রজনন ক্ষমতা হ্রাস করে দেয়।
১২)হজম প্রক্রিয়া ব্যাহত হয়।
এছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

#খাবারকে_ফরমালিন_মুক্ত_করার_উপায়:-

এক বালতি গরম পানি নিন। পানি যত পরিমাণ নিবেন তার ১০ ভাগের ১ ভাগ লবণ পানিতে ভালো করে মিশিয়ে নিন। এবার বাজার থেকে যেকোনো খাবার কিনে এনে এতে ভিজিয়ে রাখুন। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফরমালিনসহ অন্যান্য কেমিক্যালও চলে যাবে। এতে করে খাবার থেকে প্রায় ৯৫% কেমিক্যাল চলে যাবে। তবে বিভিন্ন খাবারের ক্ষেত্রে ভিজিয়ে রাখার সময়টি বিভিন্ন হয়। যেমন-

১) শাকসবজির ক্ষেত্রে ১০-১৫ মিনিট।
২) ফলের ক্ষেত্রে কমপক্ষে ১ ঘণ্টা।
৩) মাছ-মাংসের ক্ষেত্রে ১ ঘণ্টা।

এছাড়া পানিতে ভিনেগার মিশিয়ে তাতে খাবারটি ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা সম্ভব।
আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন।

খাবারে নতুন রেসিপি
13/04/2024

খাবারে নতুন রেসিপি

প্রয়োজনীয় উপকরণ:১) ৩ কাপ আটা২) ১/২ চা চামচ লবণ৩) ৩ টেবিল চামচ চিনি৪) ১ চিমটে কালি জিরা৫) চিনির সিরার জন্য ১কাপের মত চিন....

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।।
10/04/2024

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।।

06/04/2024

Akshay kumar comedy

Colorful Chemistry...
06/04/2024

Colorful Chemistry...

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon Khan 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon Khan 001:

Share