Kahin The PostMan

Kahin The PostMan বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

কত কবিতা উড়ে যায় গাংচিলের ডানায়....!
25/07/2025

কত কবিতা উড়ে যায় গাংচিলের ডানায়....!

19/06/2025
24/05/2025

কবিতার মত ঝক ঝক শব্দ হয় না কেন?

08/12/2024

প্রকৃতি ঘেরা সুরাজপুর

গ্রামের সৌন্দর্য Pixel 5a 5g Click
19/11/2024

গ্রামের সৌন্দর্য
Pixel 5a 5g Click

যারা বলতেন আগেই ভাল ছিলেন!  আপনারা আসলেই ভাল ছিলেন তবে সাধারণ মানুষরা ভাল ছিলো না।কারণ আপনারা নিজেদের ভাল রাখার জন্য আমা...
19/10/2024

যারা বলতেন আগেই ভাল ছিলেন!
আপনারা আসলেই ভাল ছিলেন তবে সাধারণ মানুষরা ভাল ছিলো না।
কারণ আপনারা নিজেদের ভাল রাখার জন্য আমাদের উপর ভূতের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। আর এখন যখন ভূত আপনাদেরও ছাড় দিলো না তখন সুর পাল্টালেন "আগেই ভাল ছিল"।

পাপ মুছতে যদি একটু দূর্ভোগ পোহাতে হয় তাতে আমরা রাজি। তবে হতে হবে সেটা দেশ সংস্কারের জন্য।
অন্যথায় দেশের সাধারণ জনগণ কোন কালেই ভাল ছিল না আর থাকবেও না।

১৫ই জুলাই আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ১৫ই জুলাই,ওকি মেরে খুঁজ নিয়ে দেখো দেশটা কে চালায়!দেশটায় যে ভরে গেছে আজ পঙ্গপালে ভাই...
17/07/2024

১৫ই জুলাই

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ১৫ই জুলাই,
ওকি মেরে খুঁজ নিয়ে দেখো দেশটা কে চালায়!
দেশটায় যে ভরে গেছে আজ পঙ্গপালে ভাই,
শুকনের দল লুটপাট করে দেশ থেকে পালায়।

৫৬% কোটায় গেলো ৪৪% ঘুষে,
জোঁকের মত দিনরাত্রী খাচ্ছে চুষে চুষে।
পিয়নের হিসেব চার'শ কোটি-
মালিকের হিসেব কত?
আমজনতা না খেয়ে আছে নির্ঘুম শত শত।

জাগলো যখন ছাত্র সমাজ চায়তে অধিকার;
এক পলকে হয়ে গেলো তারা নিষ্পাপ রাজাকার।

শোষিত সমাজ জেগে উঠো, দাঁড়াও তাদের পাশে।
গোলাপের জল ছিটিয়ে রাখো আমার ভাইয়ের লাশে।
চারিদিকে আজ ছড়িয়ে দাও অধিকারী হুংকার;
এই দেশটা সুস্থ্য হওয়া এখনইতো দরকার।

--- কহিন আল ইসলাম

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। গত ৮ দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে...
14/07/2024

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। গত ৮ দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হটাত প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারান নি। ভাসতে থাকেন। ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১ দিন থেকে ২ দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোন অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল। কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানে নি। ভাসতে থাকে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে ৫ দিন পার হয়ে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছে। তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারে। কিন্তু সে ধরতে পারে না। তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে। এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফল ভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু মুখের যাত্রীকে জীবন ফিরে দেয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। মানুষ হতে শেখাবে।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Kahin The PostMan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kahin The PostMan:

Share

Category