21/05/2025
আজকের এই দিনটির কথা মনে হলে, মনে পড়ে যায় ২২-০৫-২০২৩ এ-র সেই দুর্দান্ত অভিজ্ঞতা এবং জীবনের সব থেকে বড় একটি "Decision" নেওয়ার কথা!
আমদেরন প্রথম পরিচয় ২০২১ সালের শুরু দিকে, ২১ থেকে ২৩ পর্যন্ত আমাদের মাঝে ভালোবাসার থেকে অবহেলাটা একটু বেশি ছিলো! যা তুলনামূলক ভাবে আমি একটু বেশি করতাম! তার দিক থেকে সে সর্বচ্চ চেষ্টা করতো! কিন্ত আমার মন সব সময় আমাকে পিচু টানতো, কিন্তু এই মানুষটি ছেয়েছে বলেই আজ তাকে আমি আমার সহধর্মিণী করে পেয়েছি!
জীবনে কিছু সিদ্ধান্ত পরিকল্পনা চাড়া নেওয়াটাই ভালো! সেই দিনের ঐ পরিকল্পনা বিহীন, সিদ্ধান্ত নিয়েছি বলেই আজ সে আমার সহধর্মিণী...
আসলে যে নারি খালি পকেটে থেকে যায়, সে নারী ভালোবাসার যোগ্যতা রাখে!
সবাই আমাদের জন্য দোয়া করবেন, সব সময় যাতে আমরা একে অপরকে আগলে রাখতে পারি! ✨💍
Ha Si