Fayaj's True Voice

Fayaj's True Voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fayaj's True Voice, Digital creator, Chittagong.

এমন জীবন করিবো গঠন, মরনে হাসিবো আমি,কাঁদিবে এভুবন।
I'm Md Fayaj Uddin, Co-Founder & COO at Pupil School Bus Ltd. | Entrepreneur |
Startup Growth Incubator | Impactful Changer | Businessman | Motivation speaker

📱 শিশুর হাতে মোবাইল? ভাবুন আরেকবার... 👶🚫 আজকাল আমরা অনেকেই শিশুর কান্না থামাতে, খাওয়াতে বা ব্যস্ত রাখতে তাদের হাতে তুলে ...
30/06/2025

📱 শিশুর হাতে মোবাইল? ভাবুন আরেকবার... 👶🚫


আজকাল আমরা অনেকেই শিশুর কান্না থামাতে, খাওয়াতে বা ব্যস্ত রাখতে তাদের হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন। দিতে না চাইলেও দিতে হয়। কিন্তু জানেন কি, এই ছোট্ট অভ্যাসটা ভবিষ্যতের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে?

চলুন জেনে নেই—শিশুর হাতে মোবাইল দেওয়া কেনো উচিত নয়:

🔴 ১. মস্তিষ্কের বিকাশে প্রতিবন্ধকতা
শিশুর বয়সে মস্তিষ্ক দ্রুত গঠিত হয়। অতিরিক্ত স্ক্রিন টাইম এই স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে দেয়।

🔴 ২. চোখের মারাত্মক ক্ষতি
স্ক্রিনের কড়া আলো শিশুর কোমল চোখে দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করে—দৃষ্টিশক্তি কমে যাওয়া, শুষ্ক চোখ, এমনকি চোখের ব্যথাও হতে পারে।

🔴 ৩. ঘুমের ব্যাঘাত
মোবাইলের নীল আলো শিশুর ঘুমের সময় গুলিয়ে দেয়। এতে তাদের ঘুমের গুণমান ও সময় দুটোই কমে যায়।

🔴 ৪. সামাজিক দক্ষতায় ঘাটতি
মোবাইলে আসক্ত শিশু বাস্তব জীবনে বন্ধু বানাতে, কথা বলতে বা আবেগ প্রকাশে দুর্বল হয়ে পড়ে।

🔴 ৫. আচরণগত সমস্যা
অতিরিক্ত গেম বা ভিডিও শিশুর মনোযোগ কমিয়ে দেয়, তৈরি করে রাগ, জেদ ও ধৈর্যের অভাব।

🔴 ৬. আসক্তি ও মানসিক চাপ
শুরুতে নিরীহ মনে হলেও, মোবাইল একসময় আসক্তিতে রূপ নেয়। শিশুরা বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে ভার্চুয়াল জগতে ডুবে যায়।

🎯 তাহলে করণীয় কী?

✅ শিশুদের সঙ্গে সময় কাটান
✅ খেলাধুলা ও গল্পের মাধ্যমে তাদের ব্যস্ত রাখুন
✅ বয়স অনুযায়ী বই, পাজল, রঙিন খেলার জিনিস দিন
✅ প্রয়োজনে সীমিত সময়ে মানসম্মত কনটেন্ট দেখাতে পারেন, তাও পিতামাতার উপস্থিতিতে

📢 একটি ভালো অভ্যাস হাজার সমস্যার সমাধান হতে পারে। শিশুর শৈশব হোক প্রাণবন্ত, কল্পনাময় ও প্রযুক্তির ভারমুক্ত।

শিশুর হাতে নয়, আপনার হাতে হোক নিয়ন্ত্রণ!

🔁 শেয়ার করে ছড়িয়ে দিন এই বার্তাটি—হোক সচেতন প্রতিটি পরিবার।

#শিশুর_শৈশব #মোবাইল_আসক্তি #সচেতনতা

💻 একখানা ল্যাপটপ = হাজার রকম উপার্জনের সুযোগ!আজকের ডিজিটাল যুগে একখানা ল্যাপটপ মানেই আপনার হাতে ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি! শ...
29/06/2025

💻 একখানা ল্যাপটপ = হাজার রকম উপার্জনের সুযোগ!

আজকের ডিজিটাল যুগে একখানা ল্যাপটপ মানেই আপনার হাতে ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি! শুধু ইন্টারনেট সংযোগ আর কিছু শেখার ইচ্ছা থাকলেই, একজন যুবক ঘরে বসেই আয় করতে পারে হাজারো টাকা।
কিন্তু দুঃখের হলেও সত্য যে,আমাদের দেশের মানুষ এটাকে গেইমস বা বিনোদনের যন্ত্র হিসেবে দেখে। চলুন জেনে নিই, কিভাবে আপনি একটি ল্যাপটপ দিয়ে নিজের আয় শুরু করতে পারেন:

🌐 ১. ফ্রিল্যান্সিং -

গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ Fiverr, Upwork, Freelancer-এর মতো প্ল্যাটফর্মে করে ইনকাম করা যায়।

মাসে আয় হতে পারে ৫০০০ টাকা থেকে শুরু করে লক্ষাধিক!

✍️ ২. ব্লগিং ও কনটেন্ট লেখা-

নিজের ব্লগ খুলে সেখানে লেখা শুরু করুন। সময়ের সঙ্গে Google AdSense ও স্পন্সরশিপ থেকে আয় সম্ভব।

মিডিয়াম (Medium.com) বা Vocal-এর মতো প্ল্যাটফর্মে সরাসরি লেখার মাধ্যমেও আয় হয়।

🎥 ৩. ইউটিউব বা ভিডিও কন্টেন্ট তৈরি-

ল্যাপটপে ভিডিও এডিট করে নিজেই চ্যানেল শুরু করতে পারেন।

ইউটিউব মনিটাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ড স্পন্সর ইত্যাদি মাধ্যমে আয় করা যায়।

📚 ৪. অনলাইন টিউশন বা কোর্স বিক্রি

নিজের জানা বিষয়গুলো অনলাইনে পড়িয়ে আয় করতে পারেন Zoom, Google Meet-এর মাধ্যমে।

Udemy, Skillshare, 10 Minute School–এ নিজের কোর্স আপলোড করেও ইনকাম করা যায়।

💸 ৫. ড্রপশিপিং ও ই-কমার্স ব্যবসা-

Shopify বা Daraz-এর মতো প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করা যায় কোনো ইনভেন্টরি ছাড়াই।

Facebook পেজ বা ওয়েবসাইট ব্যবহার করেও ব্যবসা শুরু করা যায়।

💼 ৬. ডিজিটাল মার্কেটিং-

Facebook Boost, Google Ads, SEO, Social Media Management শিখে ছোট ব্যবসায়ীদের সার্ভিস দিতে পারেন।

এই সেক্টরে প্রতিমাসে ভালো ইনকাম সম্ভব।

📷 ৭. ফটোগ্রাফি ও ডিজিটাল আর্ট বিক্রি-

নিজের তোলা ছবি বা ডিজাইন ওয়েবসাইটে বিক্রি করা যায় (যেমন: Shutterstock, Adobe Stock)।

ক্রিয়েটিভ কাজ যারা ভালোবাসেন, তাদের জন্য দারুণ সুযোগ।

💳 ৮. অ্যাফিলিয়েট মার্কেটিং

অন্যের পণ্য অনলাইনে প্রচার করে কমিশন ইনকাম করা যায়। Amazon, Daraz বা Local Affiliate Network থেকে শুরু করা যায়।

🎮 ৯. গেমিং ও স্ট্রিমিং

গেম খেলার পাশাপাশি স্ট্রিমিং করে আয় করা যায় YouTube, Facebook Gaming বা Twitch-এ।

স্পন্সরশিপ ও ফ্যান সাপোর্ট থেকেও আয় সম্ভব।

🧠 ১০. AI টুল ব্যবহার করে কন্টেন্ট সার্ভিস

ChatGPT, Canva, Pictory-এর মতো টুল ব্যবহার করে ক্লায়েন্টদের কনটেন্ট, স্ক্রিপ্ট, ডিজাইন সার্ভিস দেওয়া যায়।

📌 শেষ কথা: একটি ল্যাপটপ শুধু প্রযুক্তির ডিভাইস নয়—এটি এখন একটি ব্যবসা, শিক্ষা ও স্বাধীনতার দরজা। আপনার জ্ঞান, সময় ও ধৈর্যকে পুঁজি করে আপনি হয়ে উঠতে পারেন ডিজিটাল উদ্যোক্তা।

✅ অযুহাত নয়, লক্ষ্য ঠিক করুন, শেখা শুরু করুন, সফলতা ধরা দেবেই ইনশাআল্লাহ!

#ডিজিটালজ্ঞান #ল্যাপটপ_দিয়ে_আয়
#উদ্দ্যোক্তা

23/06/2025

ফেই''সবুক নতুন আপডেট অনুযায়ী সবাই কিন্তু Reel Creator, চেক করে দেখুন।

আমি ১ কো'টি টা'কা পেয়েছি😯প্রতিদিনের মত আজও অফিসে কাজ করছি, কাজ করতে করতে কখন যে এতো রাত হয়ে গেলো বুজতেও পারিনি, আমি এমনি...
23/06/2025

আমি ১ কো'টি টা'কা পেয়েছি😯

প্রতিদিনের মত আজও অফিসে কাজ করছি, কাজ করতে করতে কখন যে এতো রাত হয়ে গেলো বুজতেও পারিনি, আমি এমনিতে রাত ৮-৯টার মধ্যে অফিস থেকে বের হই। কিন্তু আজ রাতের ১২টা বেজে গেছে, মোবাইলে টাইম দেখে অবাক হলাম, তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে এসি, লাইট অফ করে অফিস লক করেছি।
লিফটের কাছে এসে দেখি লিফট বন্ধ, ১০ টায় লিফট বন্ধ করে দেয়। কি আর করা মোবাইল এর লাইট অন করে সিড়ি দিয়ে ভয়ে ভয়ে নামছিলাম, নয় তলা থেকে নামছি ভয়তো একটু লাগবেই।
অবশেষে নেমে দারোয়ান কে দেখে কিছুটা সস্তি পেলাম, তার সাথে কৌশল বিনিময় করে হাটতে শুরু করলাম, আমার বাসায় যেতে ৫-৭ মিনিট সময় লাগবে, মেইন রাস্তা ও বাইরোড দিয়ে যেতে হবে। সব দোকান পাট বন্ধ, রাস্তায় গাড়ি ও তেমন নেই, অনেক অন্ধকার রাস্তা।
মেইন রাস্তা দিয়ে হাটতেছি, হঠাৎ কিছু একটার সাথে পায়ে ধাক্কা খেলো! মোবাইল এর লাইট অন করে দেখি ঘাড়ো কালো পলিথিনে কিছু একটা টেপ দিয়ে ভালো করে মোড়ানো!
আমি কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে দেখলাম কেও নেই। কিছুটা ভয় পেলাম এমন কালো কাগজের মধ্যে কি থাকতে পারে?
আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম কেউ আসে কিনা এটা নেয়ার জন্য,কিন্তু কেউ আসলোনা।
তখন আমি পলিব্যাগ টা হাতে নিয়ে হাটতে শুরু করলাম , বাইরোড়ে ২-১টা দোকান খোলা, কিন্তু আমি ব্যাগটা পেয়েছি মেইন রাস্তায় তাই সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কোনো রকম কাধের ব্যাগটা রেখে একটা চু'রি নিয়ে বসে পড়লাম পলিব্যাগ টা কা''টার জন্য।
কে''টে যখন ভিতরে তাকালাম তখন আমার হাত পা কাপছিলো।
পলিথিনের ভি'তরে সব ১হা''জারী টা'কার নোট😯 আমি কিছুক্ষণ থ হয়ে বসে রইলাম। এতো টা'কা কে পেলে যাবে ভাবছি। মনে অনেক প্রশ্ন কিন্তু উত্তর দিবে কে?,
একটু সাহস করে একটা বান্ডেল গুনে দেখি একটা বান্ডেলে ১০০টা করে হা'জারী নোট, ১ লাখ টা'কা একটা বান্ডেলে, এইরকম ১০০টা বান্ডেল😯 অর্থাৎ ১ কো''টি টা'কা 😯।
আরো বেশি চিন্তায় পড়ে গেলাম, কেউ যদি আমাকে পরিক্ষা করে? বা এই টাকা যদি কোনো স''ন্ত্রা''সীর হয়, নানা ভাবনা। অনেকক্ষণ চুপ করে থাকলাম কেউ মাইকিং করে কিনা, বা আমার বাসায় আসে কিনা, যদি আসে তাহলে তার টা'কা তাকে দিয়ে দিবো।
কিন্তু না আসলো না। এই টা'কা নিয়ে সারা রাত জেগে আছি,ভয়ে ঘুম আসছে না। ২-৩ ঘন্টা যাওয়ার পর হঠাৎ আমার মন পরিবর্তন হতে লাগলো,
মন ভাবতে শুরু করেছে, এই টা'কা তোর!হয়তো এটা তোর ভাগ্যে লিখা ছিলো কারো মাধ্যমে আল্লাহ তোর জন্য পাঠিয়েছে, না হয় এতোক্ষনে খবর হয়ে যেতো, এগুলা মন ভাবছে।
কিছুক্ষণ পর মন এটাও ভাবা শুরু করেছে এইটাকা কিভাবে খরচ করবে? আমার অনেক ইচ্ছা পুরন বাকি আছে,যেমন: একটা বাইক নিবো, ব্যবসা করবো, বাড়ি করবো, বাবা-মা কে সিকিৎসা করবো, আমার বড় আপুর সখ ছিলো ফুড এর রেস্টুরেন্ট দিবে সেটা দিবো, এলাকায় কিছু দরিদ্র ও অসহায় মানুষ আছে তাদের সাহায্য করবো।
এইরকম কত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন আর ভয় নেই, উল্টো খুশি মন।এইবার বুজি সব সপ্ন বাস্তব হবে!
আহা কি শান্তি আকাশে বাতাসে।

কিন্তু না, এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না,,,,,,,,, হঠাৎ চোখ খুলে দেখি আমি তো বিছানায়! তার মানে এতোক্ষন সপ্ন দেখেছিলাম😩🤔

#কল্পনার_জগৎ পর্ব-১

#কল্পনা_যদি_সত্যিহতো





জীবনে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই, তাই বলে কি ঘুরাঘুরি বন্ধ করে দিবো? #প্রকৃতি        #আলীকদম_থানচি
18/06/2025

জীবনে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই, তাই বলে কি ঘুরাঘুরি বন্ধ করে দিবো?

#প্রকৃতি



#আলীকদম_থানচি

ভাবা যায়!  এই ইমেজ টা একজন গ্রাফিক্স ডিজাইনার বানাতে মিনিমাম ১০_১৫ মিনিট বা তারও বেশি সময় লাগতো কিন্তু চ্যাটজিপিটি মাত্র...
18/06/2025

ভাবা যায়! এই ইমেজ টা একজন গ্রাফিক্স ডিজাইনার বানাতে মিনিমাম ১০_১৫ মিনিট বা তারও বেশি সময় লাগতো কিন্তু চ্যাটজিপিটি মাত্র কয়েক সেকেন্ডে বানিয়ে দিয়েছে। AI যুগ বলে কথা।




মেঘের ছায়ায় আমি। #মেঘ  #প্রকৃতি
17/06/2025

মেঘের ছায়ায় আমি।

#মেঘ
#প্রকৃতি

যারা সংগ্রাম করে তারা সব সময় নিজেকে সংগ্রামের জন্য প্রস্তুত রাখে, তারা ভয় পায় না কোনো অপশক্তিকে,জীবন মানেই সংগ্রাম করে ন...
12/06/2025

যারা সংগ্রাম করে তারা সব সময় নিজেকে সংগ্রামের জন্য প্রস্তুত রাখে, তারা ভয় পায় না কোনো অপশক্তিকে,জীবন মানেই সংগ্রাম করে নিজেকে নতুন করে চেনা।




06/06/2025

ঈদ মোবারক 🌙
প্রতিটি ত্যাগ কবুল হোক আল্লাহর দরবারে।

মানুষ সপ্ন সন্ধানী, সব যায়গায় তার সপ্ন খুজে বেড়ায়। আর একবার যদি তার সপ্নের ঠিকানা খুজে পায় তাহলে সেখানেই বিজ রুপন করে দে...
26/05/2025

মানুষ সপ্ন সন্ধানী, সব যায়গায় তার সপ্ন খুজে বেড়ায়। আর একবার যদি তার সপ্নের ঠিকানা খুজে পায় তাহলে সেখানেই বিজ রুপন করে দেয়🌱

আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন, সমাজ, দেশ, রাষ্ট্র  যে কোনোটাই পরিবর্তন করতে পারেন আপনার মেধা ও পরিশ্রম দিয়ে।  কিন্তু...
23/05/2025

আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন, সমাজ, দেশ, রাষ্ট্র যে কোনোটাই পরিবর্তন করতে পারেন আপনার মেধা ও পরিশ্রম দিয়ে। কিন্তু তার আগে আপনাকে শুরু করতে হবে। আর এই শুরু করতেই অনেকেই ভয় পায়। আর এই ভয়ের জন্যই মানুষ দিন দিন পিছিয়ে পড়ে। আপনি মানেন বা না মানেন এটাই বাস্তব।

📌 কে কি বলবে, কে কি দেখবে,অন্য জন কি ভাবছে এগুলাই আপনাকে পিছিয়ে দিচ্ছে।



23/05/2025

Thoughts of Billal ভাইকে নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা কেনো ভিডিওটি দেখে জেনে নিন।




#মানবতারফেরিওয়ালা
#মানবতার_ফেরি

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Fayaj's True Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fayaj's True Voice:

Share