20/03/2025
# # #আমরা অনেকেই এটা ধারণা রাখি যে ২৭ রামজানেই শবে কদরের রাত।আসলে এই ধারণা বা চিন্তা সম্পূর্ণই ভুল।শবে কদর ২০ রমজান থেকে ৩০ রমজানের ভিতরে যেকোনো বিজোড় রাতে হয়ে থাকে।যেমনঃ ২১,২৩,২৫,২৭,২৯।
#যা_করবো_৮৩_বছর_দিয়ে_গুন_হবে!
সুবহানঅাল্লাহ্ ❤
১.ফরজ সালাহ অনেক মনোযোগ সহকারে, যত্ন নিয়ে পড়া।
২.তিনবার সুরা ইখলাস =১বার কুরআন খতমের সওয়াব!যা গুন হবে ৮৩ বছর দিয়ে মানে ৮৩ বছর ধরে আমি একবার করে কুরআন খতম দিচ্ছি!
৩.দশবার সুরা ইখলাস =জান্নাতে ১ টি বাড়ি নিরমান হবে!×৮৩ বছর!
৪.শুকুরানার সিজদা (দীর্ঘ করে)=আল্লাহর শোকরগোজারী বান্দার অন্তর্ভুক্ত ×৮৩ বছর!
৫.আল্লাহর ৯৯ নাম পড়তে পারি =৮৩ বছর ধরে পড়ছি!
৬.সুরা মুলক= ৮৩ বছর ধরে কবরের ফিতনা থেকে বাচার চেষ্টা!
৭.সুরা কাহাফ(১ম ১০ আয়াত) =৮৩ বছর ধরে দাজ্জালের ফিতনা থেকে বাচার চেষ্টা!
৮.সুরা বাকারার শেষ ২ আয়াত=ঐ রাতের জন্য যথেষ্ট আমল!
৯.মিনিমাম ১ টা কুরআনের আয়াত মুখস্থ /হিফয করা=৮৩ বছর ধরে হিফয করার চেষ্টার সওয়াব!
১০.মিনিমাম ১ টা হাদিস পড়া=৮৩ বছর ধরে হাদিস পড়ার (তালিবে ইলম) সওয়াব!
১১.সাদাকা করা= ৮৩ বছর ধরে করছি!
১২.দুই রাকাত তওবার সালাহ=৮৩ বছর ধরে তওবা করছি!
১৩.যিকির করা=৮৩ বছর ধরে করছি! (বিশেষ করে-কালেমা,দুরুদ,ইস্তেগফার,সাইয়্যেদুল ইস্তেগফার, সুবহানঅাল্লাহ,অালহামদুলিল্লাহ,আল্লাহুঅাকবার)
১৪.কদরের দুয়া শুদ্ধভাবে পড়ব=৮৩ বছর ধরে পড়ছি!
১৫.সুরা বাকারার ১২৭ নং দুয়াটা পড়তে পারি,ইবাদতে কোন ভুল ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ! (ইব্রাহিম (অাঃ) কাবাঘর যখন পুনঃস্থাপন করেন তখন এই দুয়া পড়ে ক্ষমা চেয়েছিলেন) Dua of acceptance!
১৬.মজলিস/বৈঠক শেষের দুয়াটা পড়তে পারি(রাসুল সাঃ সালাহ, কুরআন / যেকোনো আমলের শেষে কাফফারা হিসেবে এ দুয়াটা পড়তেন!)
হিসনুল মুসলিম এপ্স এ পাবেন ৮৫ নং দুয়া।
ভাবা যায় "লাইলাতুল কদরের" রাত্রিতে ১ সেকেন্ড ইবাদাত ২৩ ঘন্টা ইবাদতের করা চেয়েক উত্তম।
১ মিনিট ইবাদাত ৫৮ দিন ইবাদতের চেয়ে উত্তম।
১ ঘন্টা ইবাদাত ৯.৮ বছর ইবাদাতের চেয়ে উত্তম।
এবং ২৪ ঘন্টা মানে ১ রাত ইবাদাত করলে ৮৩ বছর ইবাদাত করার চেয়ে উত্তম।
সুবাহানআল্লাহ!!