Saad Vlogs

Saad Vlogs I'm Basically a Content Creator and Brand Promotion representative. you will find my Daily life vlog videos and photography. I hope you would enjoy my videos.
(1)

you'll find some interesting lifestyle vlogs that will entertain you. Follow my page! Thank you.

01/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

13/04/2025

বৃষ্টির চেয়ে এর পূর্বের মূহুর্তই বেশি সুন্দর ❤️

11/04/2025

একটি ব্যবহৃত আইফোন কেনার আগে লক্ষণীয় বিষয়সমূহ:

১. শারীরিক অবস্থা:
* পুরো বডি ভালোভাবে পরীক্ষা করুন। কোনো দাগ, ডেন্ট বা খোলার চিহ্ন আছে কিনা দেখুন।
* সবগুলো বোতাম (যেমন ভলিউম বাটন, পাওয়ার বাটন, অ্যালার্ট স্লাইডার) সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন।

২. ডিসপ্লে:
* সাদা মোডে ডিসপ্লে ভালোভাবে পরীক্ষা করুন। এর ফলে ডেড পিক্সেল ধরা পড়বে।

৩. ট্রু টোন ও ফেস আইডি:
* ট্রু টোন এবং ফেস আইডি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করুন।

৪. ক্যামেরা:
* সামনের ও পিছনের সবগুলো লেন্স জুম করে পরীক্ষা করুন।

৫. ফ্ল্যাশলাইট ও স্পিকার:
* ফ্ল্যাশলাইট এবং স্পিকারের আওয়াজ ও কার্যকারিতা পরীক্ষা করুন।

৬. চার্জিং পোর্ট:
* চার্জিং পোর্ট ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন।

৭. ওয়াই-ফাই ও ব্লুটুথ:
* ওয়াই-ফাই এবং ব্লুটুথ সংযোগ পরীক্ষা করুন।

৮. সিম রেস্ট্রিকশন:
* ফোনে সিম রেস্ট্রিকশন আছে কিনা তা সেটিংসের (General > About) মাধ্যমে দেখে নিন।

৯. ব্যাটারি স্বাস্থ্য:
* ব্যাটারি হেলথ (Battery Health) পরীক্ষা করুন।
* বার্স্ট মোডে ছবি তুলুন এবং ৫ মিনিট ফুল ব্রাইটনেসে ভিডিও করে দেখুন ব্যাটারি কত শতাংশ কমেছে।

১০. আইক্লাউড লক:
* আইক্লাউড লক আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।

১১. কভারেজ ও সিরিয়াল নম্বর:
* অ্যাপলের ওয়েবসাইটে (Apple websites) আইএমইআই (IMEI) বা সিরিয়াল নম্বর দিয়ে কভারেজ এবং অন্যান্য তথ্য মিলিয়ে নিন।

১২. ফ্যাক্টরি রিসেট:
* সবশেষে ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিয়ে পরীক্ষা করুন।

Send a message to learn more

06/04/2025

In Sha Allah Palestine will be free ✊

10/12/2024

আপনার ফোনটি পুরোপুরি চার্জ করে নিন ১০০% পর্যন্ত।

ফুল চার্জ হওয়ার পরে ফোনটি তারপর এক থেকে দের ঘণ্টা চার্জ দি্যে রাখুন।
এরপর ফোনটি সম্পূর্ণ চার্জ শেষ হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে ব্যবহার করুন।

ফোনটি আবার পুরোপুরি চার্জ করে নিন ১০০% পর্যন্ত.

এই সিস্টেমকে বলে ব্যটারি ক্যালিবারেশন, মাসে ১-২ বার করলে ব্যটারির মেয়াদ বেড়ে যায়, আগের তুলনায় ব্যাকাপ বেশি পাওয়া যায়.

Send a message to learn more

কার কার ফুল পছন্দ?
10/11/2024

কার কার ফুল পছন্দ?

Address

Chittagong

Telephone

+8801741580835

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saad Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saad Vlogs:

Share