28/06/2025
আগে কত ঘণ্টা মোবাইল নিয়ে কাটিয়ে দিতাম, এখন সেটা আর ভালো লাগে না। মনে হয় মোবাইলটাই ভারী হয়ে গেছে… যেনো কিছুতেই মন বসে না। রাতে শুয়ে থাকি, ঘুম আসে না—চোখ বন্ধ করলেই হাজারো চিন্তা মাথার ভেতর ঘুরে বেড়ায়। জীবনটা আসলেই অনেক জটিল হয়ে গেছে… মনে হয় কিছু একটা হারিয়ে ফেলেছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না কী সেটা।