Md Easin Chowdhury

Md Easin Chowdhury I am Mohammad Easin Chowdhury. I like sleeping, travelling, swimming, etc

27/04/2025
11/05/2024

কেমন আছো? - এইতো আছি।
কোথায় থাকো? - কাছাকাছি।
বদলে গেছো? - সবাই বলে।
তারপর সব ? - যাচ্ছে চলে।
বিয়ে - সাদী? - লাভ কি শুনে।
কতদিন হলো? - রাখিনি গুনে।
ছেলে হয়েছে? - একটি মেয়ে।
কোথায় এখন? - ঘুমালো খেয়ে।
নাম কি ওর? - 'সোনা মা' ডাকি।
এই নামটা তো..... - এখন রাখি।
ব্যাস্ত খুবই? - একটু খানি।
বছর পাঁচেক........ - আমি জানি।
এড়িয়ে যাচ্ছো? - এমনটা নয়।
মনে পড়ে না? - পাইনা সময়।
সেদিন যদি........ - থাক সেসব।
ভুলেই গেছো? - যথা সম্ভব।
থাকতো যদি....... - থাকবে কি আর ?
ভুলিনি আমি - যায় আসে কার?
রাখবো এখন? - কিছু কি বাকি?
ভালো থেকো!! - ভালোই থাকি।
এত অভিমান ? - রাখিনি মোটেই।
এখন কাদোঁ?? - অল্প চোটেই?
হ্যাঁ, কাঁদো কি?? -না, কাঁদি না।
বেণি করো চুল...?? - আর বাধি না।
বৃষ্টিতে ছাদে?? - যাই না এখন।
প্রিয় গানগুলো ? - শুনি কিছুক্ষন।
কখন শুনো?? - মন খারাপে।
মন খারাপ হয়?? - ভয়ে তে কাঁপে।
কিসের ভয়ে?? - থাক আপাতত।
কিছুটা আছো?? - আগের মতো?
আবার যদি.... - চাই না আমি।
আপন কে খুব? - অন্তর্যামী।
চাইলে কি দোষ? - হবে বিপরীত।
আমি কেউ না??? - শুধুই অতীত.....
😥🥀

25/04/2024

একবার করে হলেও তার প্রোপাইল চেক করার নাম-ই মিস করা বলে!

24/04/2024

একটু বেশি আধুনিক হয়েই দেখ কী আছে জীবনে!

24/04/2024

এক সময় সব পোস্ট ডিলিট করে দিব!

23/04/2024

ঠিক কত বছর যে হয়ে গেল মন খুলে হাসি না।

21/04/2024

সে হয়তো এখন অনেক বদলে গেছে!

19/04/2024

হঠাৎ একদিন যখন তার চাহনি আমার বিপরীতে হয়েছিল তখন থেকেই তার প্রতি সন্দেহ জন্মে ছিল।

19/04/2024

জীবনের চাওয়া পাওয়া একসময় সব ফুরিয়ে যায় যখন সঠিক চাওয়া পাওয়া সব মিলিয়ে যায় জীবনের সাথে।

19/04/2024

যাকে ভালোবাসি তাকে কখনোই ভুলার নয়। তবে, অন্য কারো সাথে ভালোবাসার অভিনয় টা করতে করতে নিজেকে মেরে ফেলার থেকে শ্রেষ্ঠ শাস্তি আর নেই বল্যেই চলে।

16/04/2024

মন থেকে কখন হাসছি মনে নেই।
মন থেকে হাসি আর আসে না।
কেমন জানি সব কিছুর রং পাল্টে গেছে।

14/03/2024

যাকে ভাল লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না, কিন্তু ভালবাসার মানুষরা সবাই চোখের আড়ালে চলে যায়।
হুমায়ূন আহমেদ

Address

Chittagong
4361

Alerts

Be the first to know and let us send you an email when Md Easin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Easin Chowdhury:

Share