
21/07/2025
🔴 আমরা শোকাহত... 🔴
আজকের সকালটা যেন ছিল এক দুঃস্বপ্নের মতো।
মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপর নেমে এসেছে এক ভয়াল বিপর্যয়। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কেড়ে নিয়েছে বহু প্রাণ, রেখে গেছে অসংখ্য কান্না, ব্যথা আর শূন্যতা।
এই ঘটনায় আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে স্বপ্ন গড়ে ওঠে, সেখানে আজ ধ্বংসের ছাপ।
আমরা কেউই প্রস্তুত ছিলাম না এমন এক ঘটনার জন্য।
এটা শুধু একটা দুর্ঘটনা নয়—এটা একটা জাতিগত বেদনা।
🙏 আমরা, ASL Agency BD, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে নিহতদের প্রতি শেষ বিদায় জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
🌸আজ শুধু প্রার্থনা করার দিন...
প্রার্থনা, যেন আর কোনো বাবা তার সন্তানকে হারাতে না হয়,
আর কোনো বন্ধু হারিয়ে না ফেলে তার প্রাণের সাথীকে।
🕊️ হে প্রভু, তাঁদের তুমি শান্তিতে রাখো..
ASL Agency BD পরিবার