03/07/2024
তুমি কি অঙ্কিত কোন খোয়াব, নাকি শ্যামল তরু ছায়ার ন্যায়
অবসাদ আর ক্লান্তিহীন কোন জননী?
তুমি তো সেই স্বপ্নচারিনী, যার হয়না কোন ক্ষয় অম্লান,
তবে বেলা শেষা চির সম্মানী।
~~~~~~~কামরুন্নাহার স্মৃতি