06/04/2024
কদরের রাতে শুধু ইবাদতের সংখ্যা নয়, পরিধি বাড়ানোর চেষ্টা করুন। নফল সালাত, কুরআন তেলাওয়াত ও দান তো করছেনই, সাথে আরও কিছু কাজ অল্প করে হলেও করতে পারেন।
▪️এক পৃষ্ঠা হলেও কুরআনের অনুবাদ পড়ুন,
▪️ছোট হলেও একটা সূরার ব্যাখা / তাফসির পড়ুন,
▪️ছোট হলেও একটা সূরার তেলাওয়াত শুনুন, একে অপরকে শোনান,
▪️একটা হলেও হাদিস পড়ুন,
▪️ছোট কোন সূরা মুখস্থ করার চেষ্টা করুন। মুখস্থ না করতে পারলেও শুধু চেষ্টাটাই আমল নামায় নিম্নে ১০০০ মাসের জন্য লেখা হবে।
▪️বাবা মা কাছে থাকলে সেবা করুন, একটু আদর করে দুয়া চান।দূরে থাকলে ফোন করুন, বেঁচে না থাকলে দু'আ করুন।
▪️সন্তানকে একটা হলেও ভাল উপদেশ দেন।
▪️খুব অপছন্দ করেন এমন কাউকে মাফ করে দেন।
▪️কুকুর, বিড়াল রাস্তার বা পোষ্য প্রানীকে একটু খাবার দিন।
▪️ইবাদাতের নিয়্যাতে সাহরি করুন।এটিও হাজার মাসের চেয়ে উত্তম আমল হিসেবে লিখা হয়ে যেতে পারে।
🔘চলতে ফিরতে যে কাজেই থাকুন- আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্নি- দুয়াটি করতেই থাকুন।
🔘অন্য যে কোন ভাল কাজ, অল্প হলেও করুন।
হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং লাইলাতুল ক্বদর নসীব করুন।