Fairuj Famu

Fairuj Famu O Lord! You are forgiving, love to forgive, forgive us..

05/05/2024

খুব বেশি বিপদে আছেন, মানুষের কাছে সাহায্য পাওয়ার আশাও নেই এমন অবস্থায় তিনটি আমল করুন। আল্লাহ তা'আলা অলৌকিক ভাবে উদ্ধার করবেন সেই বিপদ থেকে।

১. দুয়া ইউনুস
২. ইস্তিগফার
৩. দরুদ
---- শাইখ আহমাদউল্লাহ হাফিযাহুল্লাহ

01/05/2024

কারো ক্ষতি করার আগে একশো বার এই হাদিসটার কথা মনে করবেন।

"যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।"

(তিরমিজি, ১৯৪০)

29/04/2024

হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করুন। 🤍

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْঅর্থ: আল্লাহ আপনার এবং আমার নেক কাজগুলো কবুল করুন। ঈদ মোবারক🖤✨🎊
10/04/2024

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
অর্থ: আল্লাহ আপনার এবং আমার নেক কাজগুলো কবুল করুন। ঈদ মোবারক🖤✨🎊

06/04/2024

অন্তর থেকে করা আমাদের দুয়ার এখন সবচেয়ে বড় হকদার গাযাবাসী৷ ইস্পাতদৃঢ় ঈমান, আকাশ সমান তাওয়াক্কুল আর পর্বত সমান সাহসের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করুন। সাথে ক্ষমা করুন আমাদের সকল ব্যর্থতাও।

#বেজোড়_রাতের_প্রার্থনা

06/04/2024

কদরের রাতে শুধু ইবাদতের সংখ্যা নয়, পরিধি বাড়ানোর চেষ্টা করুন। নফল সালাত, কুরআন তেলাওয়াত ও দান তো করছেনই, সাথে আরও কিছু কাজ অল্প করে হলেও করতে পারেন।

▪️এক পৃষ্ঠা হলেও কুরআনের অনুবাদ পড়ুন,
▪️ছোট হলেও একটা সূরার ব্যাখা / তাফসির পড়ুন,
▪️ছোট হলেও একটা সূরার তেলাওয়াত শুনুন, একে অপরকে শোনান,
▪️একটা হলেও হাদিস পড়ুন,
▪️ছোট কোন সূরা মুখস্থ করার চেষ্টা করুন। মুখস্থ না করতে পারলেও শুধু চেষ্টাটাই আমল নামায় নিম্নে ১০০০ মাসের জন্য লেখা হবে।
▪️বাবা মা কাছে থাকলে সেবা করুন, একটু আদর করে দুয়া চান।দূরে থাকলে ফোন করুন, বেঁচে না থাকলে দু'আ করুন।
▪️সন্তানকে একটা হলেও ভাল উপদেশ দেন।
▪️খুব অপছন্দ করেন এমন কাউকে মাফ করে দেন।
▪️কুকুর, বিড়াল রাস্তার বা পোষ্য প্রানীকে একটু খাবার দিন।
▪️ইবাদাতের নিয়্যাতে সাহরি করুন।এটিও হাজার মাসের চেয়ে উত্তম আমল হিসেবে লিখা হয়ে যেতে পারে।

🔘চলতে ফিরতে যে কাজেই থাকুন- আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্নি- দুয়াটি করতেই থাকুন।

🔘অন্য যে কোন ভাল কাজ, অল্প হলেও করুন।

হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং লাইলাতুল ক্বদর নসীব করুন।

06/04/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

Most marriage problems are caused by spouses who continue to think, act and behave like singles. If you are married, do ...
04/04/2024

Most marriage problems are caused by spouses who continue to think, act and behave like singles. If you are married, do the honorable thing. 🌹

Think married, act married and behave responsibly as a married person.❣️

Let the moon teach you the art of being beautiful and lonely at the same time ❤️‍🔥
04/04/2024

Let the moon teach you the art of being beautiful and lonely at the same time ❤️‍🔥

02/04/2024

অনেক টাকার মালিক হওয়া সহজ,
বড় মনের মানুষ হওয়া কঠিন।

31/03/2024

আজ ২০ রমজান।
আজকে সুর্যাস্তের পর যে রাত তা বিজোড় রাত।আর আজ থেকেই লাইলাতুল কদরের রাত তালাশ শুরু।।
কেউ যদি কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লাহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মহান রব্বুল আলামিনের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "ইয়া রব, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...🙂 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে।কারণ আল্লাহ তা'আলা বলেছেন, "তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত গুলোতে লাইলাতুল কদর তালাশ করো"।তাই শবে কদরের রাত মিস করতে

31/03/2024

আল্লাহুমা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি🌱

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fairuj Famu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share