Hammad Amin

Hammad Amin Student || Digital Marketer

🌙 ধৈর্য্য দুর্বলতা নয়, বরং এটা এক বিশাল শক্তি। ✨ এই শক্তির মাধ্যমেই জীবনের কঠিন বাধা অতিক্রম করা যায়। ধৈর্য ধরো, আল্লাহর...
28/04/2025

🌙 ধৈর্য্য দুর্বলতা নয়, বরং এটা এক বিশাল শক্তি। ✨ এই শক্তির মাধ্যমেই জীবনের কঠিন বাধা অতিক্রম করা যায়। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। 🤲❤️ জীবন সবসময় মসৃণ হবে না, পরীক্ষায় পড়বে, কষ্ট হবে, ভেঙে পড়তে ইচ্ছে করবে। কিন্তু মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদেরকে অপরিসীম প্রতিদান দেবেন। (সূরা যুমার ৩৯:১০) ✨

01/02/2025

মিশকাতুল মাসাবিহ - কিতাবুল ঈমান

হাদীস নং - ০৭

আরবী (হরকতসহ):

وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»

বাংলা অনুবাদ:

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ (প্রকৃত) মু’মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।

(সহিহ বুখারি, হাদীস নম্বর: ১৫; সহিহ মুসলিম, হাদীস নম্বর: ৪৪)

উপদেশ:

এই হাদীস থেকে বোঝা যায় যে, একজন মুমিনের জন্য রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা তার পরিবার ও সমগ্র মানবজাতির চেয়ে অধিক হওয়া আবশ্যক। এটি ঈমানের পূর্ণতার একটি গুরুত্বপূর্ণ শর্ত। তাই আমাদের উচিত রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্য প্রদর্শন করা এবং তাঁর সুন্নাহ অনুসরণ করা।

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَঅর্থ:"হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরক...
02/01/2025

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

অর্থ:
"হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।"

31/12/2024

"হে আল্লাহ! নতুন বছর আমাদের জন্য হোক কল্যাণময়, গুনাহ থেকে মুক্তি ও সৎ আমলের অনুপ্রেরণায় পরিপূর্ণ।"

31/12/2024

اللَّهُمَّ اجْعَلْ هَذَا الْعَامَ عَامَ خَيْرٍ وَبَرَكَةٍ وَتَوْفِيقٍ لَنَا وَلِجَمِيعِ الْمُسْلِمِينَ.
উচ্চারণ:
আল্লাহুম্মাজ‘আল হা-যাল আ’মা ‘আমা খাইরিন ওয়াবারাকাতিন ওয়া তাওফিকিল লানা ওয়ালিজামি‘ইল মুসলিমীন।
অর্থ:
হে আল্লাহ! এই বছরটিকে আমাদের এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, বরকত এবং তাওফিকের বছর বানিয়ে দিন।

31/12/2024

পুরোনো বছরের শেষ প্রহর যেন এক জীবনস্মৃতি। হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার মুহূর্তগুলো একে অপরকে ছুঁয়ে গেছে। জীবনের প্রতিটি বছর আমাদের কিছু শিখিয়ে যায়—কখনো ব্যর্থতার গল্প, কখনো সাফল্যের মুকুট। বিদায়ী বছরের প্রতিটি ক্ষণ আমাদের আরও পরিণত হতে সাহায্য করে।

নতুন বছরের প্রথম আলো আমাদের মনে করিয়ে দেয়, এটি নতুন স্বপ্ন দেখার সময়। নতুন উদ্যম নিয়ে শুরু করার একটি সুযোগ। জীবনের যে অধ্যায়গুলো অসম্পূর্ণ থেকে গেছে, সেগুলো পূর্ণ করার একটি প্রতিশ্রুতি। সময়ের সঙ্গে বদলে যাওয়া জীবনের প্রতিটি মোড় আমাদের আরও শক্তিশালী করে তোলে।

"পুরোনো বছরের বিদায়ী সুরে, নতুন বছরের প্রত্যাশা রাখি,
জীবনের প্রতিটি দিন হোক সফলতা আর আনন্দে ভরপুর।"

নতুন বছরের সূচনা হোক ভালোবাসা, আশা আর মানবিকতার আলোয়।

02/12/2024

নগ্ন ছবি দেখবা যত
আল্লাহর কসম, রিজিকের দুয়ারে তালা লাগবে তত।

--- মুফতি মুশতাকুন্নবি হাফিযাহুল্লাহ

Address

Chittagong

Website

https://hammadamin.start.page/

Alerts

Be the first to know and let us send you an email when Hammad Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share