31/12/2024
পুরোনো বছরের শেষ প্রহর যেন এক জীবনস্মৃতি। হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার মুহূর্তগুলো একে অপরকে ছুঁয়ে গেছে। জীবনের প্রতিটি বছর আমাদের কিছু শিখিয়ে যায়—কখনো ব্যর্থতার গল্প, কখনো সাফল্যের মুকুট। বিদায়ী বছরের প্রতিটি ক্ষণ আমাদের আরও পরিণত হতে সাহায্য করে।
নতুন বছরের প্রথম আলো আমাদের মনে করিয়ে দেয়, এটি নতুন স্বপ্ন দেখার সময়। নতুন উদ্যম নিয়ে শুরু করার একটি সুযোগ। জীবনের যে অধ্যায়গুলো অসম্পূর্ণ থেকে গেছে, সেগুলো পূর্ণ করার একটি প্রতিশ্রুতি। সময়ের সঙ্গে বদলে যাওয়া জীবনের প্রতিটি মোড় আমাদের আরও শক্তিশালী করে তোলে।
"পুরোনো বছরের বিদায়ী সুরে, নতুন বছরের প্রত্যাশা রাখি,
জীবনের প্রতিটি দিন হোক সফলতা আর আনন্দে ভরপুর।"
নতুন বছরের সূচনা হোক ভালোবাসা, আশা আর মানবিকতার আলোয়।